Better Life With Steem || The Diary game || 11 May 2024||

in Incredible India2 months ago
Picsart_24-05-11_20-05-25-371.jpg

[Edit by PicsArt]

আজকে শনিবার ১১ ই মে। ভেবেছিলাম ছুটির দিন বুঝি রিলাক্সে কাটবে। কিন্তু তীব্র তাপদাহের সময় কোন কাজ করতে পারিনি বিধায় এই ফাঁকে প্রচুর কাজ জমে গেছে। কাজগুলো এক এক করে শেষ করতে হবে। এদিকে আমার ছেলে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে গেল। অতঃপর আমি উঠেও গেলাম।

IMG_20240511_123251.jpg

এরপরে নাস্তার কাজ সেরে আবার কিছুক্ষণ যেয়ে শুয়ে রইলাম। ৯ঃ০০ টার দিকে উঠে সবাই নাস্তা করে নিলাম। আজকে বাইরে বেশ কিছু কাজ আছে তাই ঘরের কাজ শেষ করে ১১ টার দিকে থেকে বের হলাম।যাওয়ার পথে ভুল করে হাঁটার জুতা না পরে অন্য জুতা পরে বের হয়ে গেলাম।নিচে নামার পরে বিষয়টি খেয়াল হলো।

আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ১৭ তলায় ওঠানামা করতে আমার প্রায় ১৫ মিনিট সময় নষ্ট হলো ।যাইহোক যেহেতু আশেপাশেই সব কাজ তাই হেঁটেই রওনা দিলাম। প্রথমেই গেলাম সেগুনবাগিচা স্কুলের কাছে।ওখানে কাপড়ের দোকান আছে। ভাবছিলাম সালোয়ারের কাপড় কিনব কিন্তু ম্যাচিং কালার পেলাম না।

IMG_20240511_124859.jpg
IMG_20240511_123306.jpg

অতঃপর হেঁটে সুপার শপ আগোরায় গেলাম। ওখানে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে বের হয়ে আসি। আজকে মূলত উদ্দেশ্য ছিল বড় বালতি কেনা। দুটি বড় বালতি প্রয়োজন আমার। আগোরাতে বড় বালতি পেলাম না। সেগুনবাগিচা বাজারের বালতি গুলো পছন্দ হলো না। কিন্তু আরও কিছু জিনিস দরকার ছিল যেগুলো পরিচিত সব দোকান থেকে কিনে নিলাম।

কি কিনলাম তা আপনাদেরকে মূল্যসহ বলছি :
পণ্যমূল্যস্টিম
আটা(৪কেজি)২০০৳৪.৬৪
কর্ণফ্লাওয়ার(৩০০গ্ৰাম)১০০৳২.৩২
গার্বেজ ব্যাগ(৩০পিস)১৭০৩.৯৪
লুছনি(৪পিস)৩৫৳০.৮১
মাজুনি(১পিস)১৮৳০.৪২
মেহেদি পাতা(৩স্টিক)৩০৳০.৭০
টাওয়েল(১পিস)১৩০৳৩.০২
প্লাস্টিক জার(১পিস)৮০৳১.৮৬
IMG_20240511_132239.jpg

আটা ছাড়া অন্য সবই ওজনের হালকা। তাই হেঁটেই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার কাছে এসে মনে পড়লো আজকে টেইলারের দোকান থেকে কাপড় উঠানোর দিন। তাই বাসার নিচে গার্ড এর কাছে জিনিসপত্র গুলো রেখে টেইলারের দোকানে গেলাম। একটি ভুল করলাম, যাওয়ার আগে টেইলার কে ফোন দিলাম না। যেয়ে দেখি টেইলর মহাশয় গ্রামের বাড়িতে গেছেন এবং আমার ড্রেসও সেলাই হয়নি।

ওনার কর্মীকে স্যাম্পল দিয়ে বললাম উনাকে বলবেন এই রঙের কাপড় কিনে একটি সালোয়ার বানিয়ে রাখতে। তাহলে আমি একসাথে সবগুলো নিয়ে যাবো। এরপর বাসায় চলে আসলাম।বাসায় ফেরার পথে ছেলের জন্য মিনি সিঙ্গারা নিলাম। ৫০ টাকা দিয়ে ছোট ছোট ১৭টি সিঙ্গারা দিলো।

IMG_20240511_175133.jpg
IMG_20240511_175118.jpg

বাসায় যখন ফিরেছি তখন প্রায় পৌনে ২ টা বাজে। কিন্তু এখনো ঘরের অনেক কাজ পড়ে আছে।সবার আগে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এরপর টেবিলে খাবার দিলাম।দুই পদের ভর্তাও করলাম।অতঃপর খাবার টেবিলে সাজিয়ে গোসল করতে গেলাম। গোসল সেরে নামাজ পড়ে ভাত খেয়ে নিলাম। সব কিছু গুছিয়ে উঠতে প্রায় সোয়া চারটার মত বেজে গেল।

IMG_20240511_200630.jpg

এমন সময় বাসায় মিস্ত্রি আসলো। এদিকে রান্নার খালাও চলে আসলো।সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করলাম পুরো বিকেলটা ।মিস্ত্রিরা তাদের কাজ শেষ করে ছয়টার দিকে চলে গেল। এরপর তরমুজ কেটে সবাইকে তরমুজ খেতে দিলাম।রান্নার কাজ সব গুছিয়ে টেবিলে রেডি করে রাখলাম। মেহেদি পাতা বেটে নিলাম। এরপরে সবকিছু পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে দিলাম।অনেকদিন ধরে কোন নাস্তা বানাই না তাই আজকে চালের সুজি অল্প সেমাই দিয়ে রান্না করে নিলাম।সকালে নাস্তায় দেয়া যাবে।

IMG_20240511_200607.jpg

আর এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। যদিও খুব বেশি সময় পাবো না। সাড়ে নয়টার দিকে আমার ছেলের রিপোর্ট দেবে। এরপর ডাক্তার দেখাতে হবে।তাই নয়টার দিকে বাসা থেকে বের হয়ে যেতে হবে। তার আগে এই সুযোগে পোস্ট লিখতে বসলাম।আজকের মত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦

◦•●◉✿ Thank You For Reading ✿◉●•◦

Sort:  
Loading...
 2 months ago 

বাহ! সিঙ্গারার দাম তো বেশ কম। আমাদের এখানে তো ৫ টাকার নিচে সিঙ্গারা পাওয়া যায় না। আজ আপনার বালতি কেনার প্রয়োজন ছিলো তবে সেটা পেলেন না বা পেলেও পছন্দ হলো না। মাঝে মাঝে এমনটা আমাদের সকলের সাথেই হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

জী, সিঙাড়া মাত্র তিন টাকা ছিল।এই বাজারে এই টাকায় সত্যিই অবাক করার মতো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমাদের এখানে সিঙ্গারা ৫ বা ১০ টাকা থেকে শুরু। কোথাও ৩ টাকায় সিঙ্গারা পাওয়া যায় না আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য।

 2 months ago 

আপনি শনিবারের সম্পর্ণ্ন দিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ শনিবার ছুটির দিন হলেও তেমন বিশ্রাম নিতে পারেন নি সকালের কাজ সেরে চলে গেলেন বাজারে ৷ আর বাজারে গিয়ে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলেন ৷

তারপর বাড়িতে চলে আসলেন বাড়িতে আবার মিস্ত্রি চলে এসেছে ৷ যাই হোক তারপর রান্নাবান্না বাড়ির কাজে লেগে পড়েন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

TEAM BURN

Your post has been successfully curated by @eliany at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (22).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

 2 months ago 

Thank you so much for your feedback.

 2 months ago 

আপনার ব্যস্ততম দিন আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি আজকে যা যা কিনেছিলেন এবং সেগুলো সুন্দর বাংলা টাকা এবং ষ্টিম এ ভাঙিয়ে একটি চ্যাটের মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন ।

দিন দিন দ্রব্য মূল্যের বৃদ্ধি পাচ্ছে সেখানে বাজার করা অনেক কঠিন।

 2 months ago 

বলতেই হবে একটা ব্যস্তময় দিন, কেটেছে আপনার। তবে আপনার মত কিন্তু আমিও মাঝে মধ্যে এই কাজটি করি ।।ঘরে পড়া জুতা পরেই অনেকটা পথ চলে যায় ।।এরপরে আবার এসে বাহিরে পড়া জুতা নিয়ে যাই।

বেশ অনেক কাজ করেছেন বাহিরে গিয়ে তবে আপনার মেহেদি পাতা টা কিন্তু বেশ সুন্দর লাগছিলো,, ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।।

 2 months ago 

আসলে আমাদের সবারই ছুটির দিনের প্রস্তুতিটা একটু অন্যরকম থাকে। কিন্তু দিন শেষে দেখা যায়, ছুটির দিনেই কাজের চাপ বেশি থাকে।
যাইহোক সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছেন। কিন্তু এই ১৭ তলা উঠা নামা করলে তো আমার জীবন একদম শেষ হয়ে যাবে। নাস্তা খেয়ে বাইরে কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছেন। ছবিগুলো দেখে বুঝতে পেলাম বেশ ভালই কেনাকাটা করেছেন।
সারাদিনের খানিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67275.57
ETH 3480.50
USDT 1.00
SBD 2.67