Better Life With Steem || The Diary game ||11 June 2024||

in Incredible Indialast month (edited)
Picsart_24-06-12_09-53-37-438.jpg

[Edit by PicsArt]

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন আপনারা সবাই?আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আজকে আপনাদের সাথে গতকাল ১১ জুনের দিনলিপি শেয়ার করছি।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwG...x6wfZjZLosucmv9nWq1U9CQuccghJ6GMVXk44vU13efv4TV3Gr9UvvmQC11SFH2GuHU1Upe9w5tVrZqrA9aixUmguhU7yW54aBV34tkzgX9FdrtvLp7rcV6oB4.png

আজকে ছেলের স্কুলে প্রিন্সিপালের সাথে মিটিং আছে।তাই যথাসময়ে স্কুলে পৌঁছাতে হবে।দেরি করা যাবে না।এজন্য আটটার দশ মিনিট আগে রওনা দিয়ে দিলাম।যথা সময়ে স্কুলে পৌঁছে গেলাম।ছেলেকে ক্লাসে দিয়ে ক্যান্টিনে নাস্তা সেরে নিলাম।এক কাপ রং চা খেলাম।এরপর স্কুলের হলে চলে গেলাম মিটিং এর জন্য।

IMG_20240611_092054.jpg

প্রিন্সিপাল আসার পূর্বেই বান্ধবীরা বসে গল্প করছিল।এমন সময় বান্ধবী মেরী বলল আজকে সকালে সে গরুর মাংস ভুনা দিয়ে নাস্তা সেরে এসেছে।এটা শুনে আমারও মনে হল যে বাসায় দু প্যাকেট গরুর মাংস আছে। যেহেতু ঈদ চলে আসছে তাই ফ্রিজ খালি করতে হবে।চটজলদি আমি বাসায় ফোন করলাম এবং সৌভাগ্যবশত আমার হাজব্যান্ড তখন বাসায় ছিল।তাই তাকে বললাম এক প্যাকেট মাংস ভিজিয়ে রাখতে।

IMG_20240611_100245.jpg
IMG_20240611_092040.jpg

প্রিন্সিপাল স্যার যথাসময়ে উপস্থিত হলেন। বক্তব্য দিলেন এবং এরপরে অভিভাবকদের কথা শুনলেন।যদিও ওনার মূল উদ্দেশ্য থাকে বেতন ও সেশন ফি নিয়ে আমাদেরকে তাড়া দেওয়া।প্রতিবারই অনেক ঘুরিয়ে ফিরিয়ে এ কথা বলে থাকেন।কথাগুলো প্রায় দেড় বছর ধরে শুনতে শুনতে আমরা বিরক্ত।ওনার গৎবাঁধা কথা শুনে মিটিং অর্ধেক রেখেই আমি বের হয়ে গেলাম।

বাইরে বেশ গরম তাই আবার ক্যান্টিনে যেয়ে বসলাম।যেহেতু আজকে শেষ ক্লাস তাই উপস্থিতি অনেক বেশি।কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম ক্যান্টিনের সব খাবার ফুরিয়ে গেছে। ছুটির আগে ক্লাস টিচার আমাকে ফোন দিয়ে ক্লাসে যেতে বলল।কারণ রিপোর্ট কার্ডে সই নেবে।আমি ক্লাসে গিয়ে ক্লাস টিচারের সাথে অনেকক্ষণ কথা বললাম।এরপর কার্ডে সই করে দিলাম।ছেলের ছুটি হয়ে গেল ততক্ষনে।

IMG_20240611_142214.jpg
IMG_20240611_142120.jpg

ছেলেকে নিয়ে মেয়ের কলেজে চলে গেলাম। মেয়েকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় পৌনে দুই টা।এসে আগে রান্না ঘরে ঢুকে গেলাম।হাতমুখ ধুয়ে গরুর মাংস রান্না করার জন্য সবকিছু রেডি করে নিলাম।মাংস কষানো শেষ হলে ঝোলের পানি দিয়ে আমি গোসলে চলে গেলাম।গোসল শেষে বের হয়ে দেখি আমার হাজব্যান্ড খেতে চলে এসেছে।কিন্তু ততক্ষণে মাংস রান্না হয়নি।

এদিকে তার হাতে সময় নেই।তিনটার দিকে আরেক জায়গায় যেতে হবে।ফলে গরুর মাংসের আশা ছেড়ে মাছ দিয়েই দুপুরের খাওয়া সেরে নিলাম।দুপুরের খাওয়া শেষে জোহরের নামাজ পড়ে নিলাম।এরপর একটু বসলাম প্রচণ্ড গরমের কারণে কিনা জানিনা মাথাটা একটু ঘুরাচ্ছিল।শরীরটা বেশ খারাপ লাগছিল। তাই কিছুক্ষণ শুয়ে রইলাম।

Screenshot_20240611_193922.jpg
Screenshot_20240611_193829.jpg

[কোরআনের ক্লাসের ছবিগুলো স্ক্রিনশট নেওয়া]

আসরের পরে রান্নার সবকিছু গোছগাছ করে ফ্রিজ থেকে কিছু আম বের করে নিলাম রাতে খাওয়ার জন্য।মাগরিবের পরে অনলাইনে আমার কোরআনের ক্লাস আছে।তাই খুব জলদি জলদি অন্যান্য সেরে নিচ্ছিলাম।

Screenshot_20240611_194920.jpg

[এই ছবিটি স্ক্রিনশটে নেওয়া]

নূরানী পদ্ধতিতে আমি কোরআন পড়তে পারি।তবে এ পড়াটা আরো সহীহ শুদ্ধ করা উচিত।এজন্য একটি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি।বেশ কিছুদিন ধরেই ওরা পড়া ও অ্যাসাইনমেন্ট দিচ্ছিল।কয়েকদিন অ্যাসাইনমেন্ট করিনি। তাই আজকে অ্যাসাইনমেন্ট গুলো করতে বসলাম।সোয়া সাতটার দিকেই কোরআনের ক্লাস শুরু হয়ে গেল।

IMG_20240611_204719.jpg

আজকে আমার সিরিয়াল একেবারে পেছনের দিকে।তাই আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে
হলো।অতঃপর প্রায় ৯ টার দিকে আমার সিরিয়াল আসলো।আমি পড়া দিলাম। ক্লাস শেষ করে প্রিয় খাবার আম-দুধ-ভাত খেয়ে নিলাম।এরপরেই এশার নামাজ পড়ে নিলাম।সব মিলিয়ে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে। আপনারা যারা আমার আজকের এই দিনলিপি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।ভালো থাকবেন সব সময়।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png.

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43