Kaptai Lake : Man Made but full of Natural Beauty

in Incredible Indialast year (edited)

20190928_144128.jpg

Dear Readers,

Hope everyone is well and healthy with the blessings of the Almighty. I am also good with your prayers. Today I have come to talk to you about the artificial lake of Bangladesh. There are many places to visit in Bangladesh. But we cannot go due to lack of time and busy schedule. Without saying much, I am starting my writing.

20190928_134449.jpg

Kaptai Lake is located in Rangamati district. We all know that this lake is built on Karnaphuli river to generate electricity. That is why it is called Man Made Lake. This lake was created in 1956. Every day many people go to see the beauty of this lake.

20190928_171102.jpg

We also came here to do the Discipline tour in 2021. I visited this lake almost from noon to evening. It is better not to visit this lake after evening. It will take about 3 days to see the entire lake. The entire lake has to be explored in a wooden engine powered boat. We did the same. After lunch at Rangamati, we went for a lake tour.

20190928_143500.jpg

At Kaptai Lake we saw Hanging Bridge, Big Shublong Fountain, Small Shublong Fountain. Many of us got soaked in the small Shublong fountain. Water is available in the large Shublong Jharna during the monsoons. But we could not see the water because we did not go to the sitting service. We got to see the water in the small Shublong fountain. It felt very good to soak the feet in the cold water of the fountain.

20230328_145815.jpg

The water of Kaptai Lake is green and the lake and small hills are located. Tribals live on these hills. Tribal houses can be seen from a distance. I saw a hotel built on a hill here. Those who love nature will definitely stay in this hotel. Kaptai Lake at night may be more beautiful.

20190928_151345.jpg

If you want to see such beauty, you have to go around. Recreation is also necessary to keep the mind and became healthy. That's all from now, later I will talk about new place or topic. Until then be well. Thank you for reading my post.

Sort:  
 last year 

অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট থেকে আর পিক গুলো খুব সুন্দর হয়েছে।ভালো থাকবেন ।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

কি বলবো আপু আসলে আমার নিজের কাছেও এমন জায়গা খুব পছন্দের যেখানে খুব নিরিবিলি অবস্থা আর এই যে লেকটি শেয়ার করলেন আসলে এটা অনেক সুন্দর।

আর সুন্দরভাবেই আপনি আপনার মনের ব্যাকুলতা শেয়ার করলেন মনের আশা শেয়ার করলেন আপনার অনুভূতি শেয়ার করলেন সাথে শেয়ার করলেন বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি যে ফটোগ্রাফিগুলো আসলেই প্রশংসনীয় অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্টটি পড়ে

 last year 

ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।

 last year 

আপনি যে সকল ফটোগ্রাফি গুলো ব্যবহার করেছেন আসলেই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এমন পরিবেশ সবার কাছে খুবই ভালো লাগে এমন পরিবেশে ওঠাবসা করলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

 last year 

আসলে কাপ্তাই লেক অনেক নিরিবিলি একটা জায়গা। অসম্ভব সুন্দর যা সৌন্দর্য হয়তো বা বর্ণনা করে শেষ করা যাবে না। আমারও এই নিরিবিলি জায়গা গুলো অনেক পছন্দ।

আপনি দেখছি আপনার পোস্টে কাপ্তাই লেকের অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আসলে একটা মুগ্ধই হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য। জায়গাটা সত্যিই সুন্দর। সময় পেলে অবশ্যই যাবেন।

Loading...
 last year 

ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এই পোস্টের মাধ্যমে কাপ্তাই লেক সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

আপনাকে ও ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44