Hope Rises with the Sunlight

in Incredible Indialast year

IMG-20230320-WA0004.jpg

Hello Steemian,

Today is April 4, 2023. Hope you all are well by God's grace. I am also fine. I want to discuss several significant aspects of our lives with you today. I beleive that humans cannot exist without it. And that is hope.

IMG-20230320-WA0005.jpg

The word HOPE is made up of only 4 words. But there is more scope. We live with these four words. None of us can live without hope. We can't do any work big or small without hope. We all want success. So, we work hard strive to achieve success.

IMG-20230320-WA0016.jpg

At present we are such as to be easily disappointed. We have less patience. We have to set a goal and work hard until we achieve it. We cannot keep this hope. We are becoming a depressed nation. Nothing comes easy in this world. There will be problems in life, so don't stop there.

IMG-20230320-WA0008.jpg

A new day's journey begins with sunrise. All the sorrows, troubles and problems of the night ended with the sunrise and teach people to live with new hope. As a result, we set off on our journey with a fresh day and new optimism. We must overcome these challenges in order to go on with renewed optimism in the days to come. All of the setbacks that will occur along the way will be something we encounter.

IMG-20230320-WA0017.jpg

That's why there is no defeat in life, either he wins or he gains experience. That's why you should not be disappointed in the slightest. We must be strong in mind. It will not happen if you lose a little. We must move forward with new hope. We have to explain to the people around us who are in such despair that it is not enough to lose; hard work will lead to success. In a same spirit, we must put our setbacks behind us and advance.

IMG-20230321-WA0011.jpg

That's all from me now. Later, I'll speak about a different topic. All of you stay well. And go ahead with the goal, I hope you will win. Stay happy and keep smiling.

Sort:  
Loading...
 last year 

আপনি ঠিকই বলেছেন দিদি জীবনের সফলতা অর্জন করতে গেলে নিজেকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করা লাগবে।

যেকোনো মানুষের মূল ঠিকানায় পৌঁছাতে গেলে অনেক বাধার মুখোমুখি হয়ে তারপরে তাকে সফলতার ঠিকানায় পৌঁছাতে হয়।

কষ্ট বিহীন কোন সফলতা নাই কষ্ট করুন নিজের সফলতা নিজেই অর্জন করে নিন যতই বাধা আসুক না কেন থেমে থাকলে হবে না নিজের সফলতার ঠিকানা নিজেকেই খুঁজে নিতে হবে।

যাই হোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

#miwcc

 last year 

আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

 last year 

আমাদের জীবনটা সংগ্রামের। সংগ্রাম করেই আমাদের জীবনের সাফল্য অর্জন করতে হয়। একজন ব্যক্তি যখন তার লক্ষণ নির্ধারণ করে। তবেই কিন্তু সে তার সাফল্যের জায়গাটা অর্জন করতে পারে।

একটা রাতের পরে যখন একটা দিনের সূর্য উদয় হয়। তখন আমরা আবারো নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। ওই রাতের সাথে আমাদের জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আবার নতুন করে বেঁচে থাকার আশা নিয়ে নতুন দিনের পথ চলা শুরু করি।

সময়ের সাথে সাথে আমাদের জীবনের বাধা বিপত্তি আসবেই, এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষ সফল হতে গেলে। তার জীবনে অনেক রকম সমস্যা হয়।

সব সমস্যাকে উপেক্ষা করে যে মানুষটা তার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারে। সেই মানুষটাই কিন্তু জীবনে সাফল্য অর্জন করতে পারে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আমরা সবাই জানি পরিশ্রম ছাড়া কোন কিছুই অর্জন করা একেবারেই অসাধ্য ব্যাপার যদি আমাদের পরিশ্রম না থাকে আমরা যদি কষ্ট না করি আমরা ঘরে বসে কোন পেতে পারিনা।

অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্টটি যে আসলে একটি নতুন দিন আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসে কিন্তু আমরা সেই দিনটাকে যদি অযথাই বৃথা যেতে দেই তাহলে কারো কিছু করার নেই।

যাই হোক অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং সাথে ভাল লাগল আপনার ফটোগ্রাফি গুলো দেখে তবে আমার সবচেয়ে খেজুর গাছের ফাঁক দিয়ে যে সূর্য কি দেখা যাচ্ছে ওই ছবিটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য।

#miwcc

 last year 

ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যার জন্য পরিশ্রম এর কোন বিকল্প কোন কিছু নেই ৷ আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার সফলার দুয়ার আস্তে আস্তে খুলতে থাকবে ৷

আমরা প্রত্যেকর জীবনে যে কোন কাজ করার সময় দেখা যায় কোন না কোন বাধা বিপত্তি চলে আসে সেই গুলো আমরা অতিক্রম করে আমাদের লক্ষ্যে পৌছাতে হবে ৷ তাহলে আমরা সাফল্যের চাবি কাঠি পেয়ে যাবো ৷

যাই হোক দিদি আপনি অনেক সুন্দর ভাবে পোস্ট করে অনেক কিছুই বুঝিয়েছেন ৷ আপনার জন্য রইলো অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ৷

#miwcc

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63050.55
ETH 2622.66
USDT 1.00
SBD 2.71