লেভেল-১ টিউটোরিয়াল ক্লাস থেকে আমার অর্জন।

in Incredible India2 years ago

লেভেল-১ টিউটোরিয়াল ক্লাস থেকে আমার অর্জন।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহতালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহতালার রহমতে ভালো আছি।

incredible India এই কমিউনিটিতে আমি ৩ মাস হলো কাজ করা শুরু করেছি। সেখানে আমাদের টিউটোরিয়াল ক্লাস হয়েছিল ৫ টা । আমি কাজে ব্যস্ত থাকায় ৫ টা ক্লাসের মধ্যে ৩ টা বা ৪ টা ক্লাস করেছিলাম।

ইনশাআল্লাহ এই ৩টা বা ৪ টা ক্লাস করে ভালো কিছু শিখেছিলাম এই স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে।
আমি টিউটোরিয়াল ক্লাসে কি কি শিখতে পেরেছি এবং কি কি অর্জন করতে পেরেছি তা আজকে পরীক্ষার মাধ্যমে বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

১ম প্রশ্নঃ
কপিরাইট ইনফ্রিজমেন্ট কি? কপিরাইট ইনফ্রিজমেন্ট নিয়ে আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করুন।

উত্তরঃ
কপিরাইট ইনফ্রিজমেন্ট হচ্ছে একটা আইন। কিন্ত আইন ভঙ্গ করাকে কপিরাইট ইনফ্রিজমেন্ট এর মধ্যে পড়ে। যেমন কপিরাইট লঙ্ঘনের প্রকৃত অর্থনৈতিক প্রভাবের অনুমানগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হয়।

এবং অন্যান্য কারণগুলির উপর নির্ভর করে। তবুও, কপিরাইট ধারক, শিল্প প্রতিনিধি এবং বিধায়করা দীর্ঘকাল ধরে কপিরাইট লঙ্ঘনকে জলদস্যুতা বা চুরি হিসাবে চিহ্নিত করেছেন। অর্থাৎ এখন বুঝতে পারবেন যে অন্যের পোস্ট হুবহু চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়াকে কপিরাইট ইনফ্রিজমেন্ট বলে।

এই বিষয়ে আমার মতামতঃ

অলস ও কুড়ে ব্যক্তি এই কাজটা করে থাকে। শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তির দ্বারা এটা সম্ভব না। কারন অলস ব্যক্তি নিজে কষ্ট না করে বসে বসে টাকা পাওয়ার পরিকল্পনা করে। তাই আমাদের সকলের উচিত কপি রাইট ইনফ্রিজমেন্ট হতে দুরে থাকা।

২য় প্রশ্নঃ

এবিউজ কাকে বলে? কি ধরনের কার্যকলাপ কে এবিউজ বলা হয়, পাঁচটি উদাহরণ দিন।
উত্তরঃ
কোন ভুলভাবে ভুল কাজ করাকেই এবিউজ বলে। ধরুন আপনি পোষ্ট লেখার সময় কোন ওয়েবসাইট থেকে লেখা কপি করে নিয়ে এসে সেই লেখাকে একটু মডিফাই করে যদি নিজের লেখা বলে চালিয়ে দেন তাহলে এটাও এক ধরনের এবিউজ হবে।

নিচে এবিউজের পাঁচ টি উদাহরণ তুলে ধরা হলঃ
১/অন্যের পোস্ট পড়ে সেখান হতে কিছু অংশ চুরি করে তা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া এবিউজের মধ্যে পড়ে ।

২/যেকাউকে কমেন্টে গিয়ে খুব বাজে ভাষায় গালি গালাজ করাও এবিউজের অন্তর্ভুক্ত।

৩/ অন্যের কবিতা বা ভিডিও করা গান একটু পরিবর্তন করে নিজের পোস্ট বলে চালিয়ে দেওয়া।

৪/কোন এক জনের পোস্টে ঢুকে তার পোস্টের ফটোগ্রাফিগুলো ভালো লাগল আমি কি করলাম ওই ফটোগ্রাফি টা ডাউনলোড করে নিজের পোস্ট ফটোগ্রাফিগুলো ব্যবহার করে নিজের বলে চালিয়ে দিলাম। এটাও এবিউজের মধ্যে পড়ে।

৫/যেমন একজনের কমেন্ট কপি করে কিছু মডিফাই করে আরো কিছু লেখে সেই কমেন্ট নিজের বলে চালিয়ে দিলাম এটাও এবিউজের অন্তর্ভুক্ত।

৩য় প্রশ্নঃ
স্পামিং কাকে বলে? কি ধরনের কার্যকলাপ কে স্পামিং বলা হয়, পাঁচটি উদাহরণ দিন।
উত্তরঃ

যেমন একই বিষয় ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লেখে উপস্থাপন করাকে স্পামিং বলে। আমি যদি একই বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে বারবার পোস্ট করি তাহলে সেটাও স্পার্মিং এর অন্তর্ভুক্ত হবে।তাই আমাদের সবাইকে এটা হতে বিরত থাকতে হবে।

নিচে স্পামিং এর পাঁচ টি উদাহরণ তুলে ধরা হলোঃ
১/ যদি আমার পোস্ট হিসেবে ঠিকঠাক হ্যাস ট্যাগ ব্যবহার না করি এটাও স্পামিং এর আওতায় পড়বে।

২/ আমার পোস্টের মাধ্যমে আমার পরিচয় টা যদি বারবার উপস্থাপন করি এটাও স্পামিং হবে।

৩/আমার পোস্টে এক ছবি ব্যবহার করছি ওই ছবি যদি আবার ব্যবহার করি এটাও স্পামিং এর আওতায় পড়বে।

৪/ আমরা পোস্ট করার সময় অযথা কাউকে মেনশন দিয়ে বিরক্ত করি এটাও স্পামিং এর মধ্যে পড়ে।

৫/একই পোস্টে গিয়ে যদি বারবার কমেন্ট করি এটাও স্পামিং এর আওতায় পড়বে।

৪র্থ প্রশ্নঃ
প্লাগিয়ারিজম কাকে বলে?
উত্তরঃ
আমরা যদি অন্য কারো লেখা কপি করে নিয়ে এসে নিজের বলে দাবী করে পোস্ট করি এটাকে প্লাগিয়ারিজম বলে। তাই আমরা এ ধরনের জঘন্যতম কাজ করা হতে বিরত থাকবো।

আর আমরা সবাই ক্লাস করে জানতে পেরেছি যে স্টিমিট প্লাটফর্মে প্লাগিয়ারিজম একদম নিষিদ্ধ।যেমন হতে পারে আমি একটি উপন্যাস বা গল্প নিয়ে কাহিনী লিখেছি এখন এই গল্পের সাথে মিল করে একটি ছবি ব্যবহার করব।

তখন আমি ছবিটা কোথায় পাব এবং কিভাবে সংগ্রহ করবো সে ক্ষেত্রে কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো হতে আমরা সবাই ব্যবহার করি। তাই আমাদের সবাইকে খেয়াল করতে হবে যে ওই ছবির লিঙ্ক দিতে হবে। যদি ছবির লিঙ্ক না দেয় তাহলে এটাও প্লাগিয়ারিজম এর আওতায় পড়বে।

৫ম প্রশ্নঃ

ফার্মিং কাকে বলে? কি ধরনের কার্যকলাপকে ফার্মিং বলা যায়?

উত্তরঃ
কোয়ালিটিফুল পোস্ট না করে ভোটিং পাওয়ার আশা করাকে ফার্মিং বলে। অথবা একজন ব্যক্তি যদি বেশি টাকা ইনকামের আশায় একাধিক একাউন্ট খুলে এই স্টিমিট প্লাটফর্ম থেকে বেনিফিট গ্রহণ করে সেটাও ফার্মিং বলে গণ্য হবে।

তাই ফার্মিং টা এক প্রকার লোভনীয় বিষয়। যারা লোভী তারা এ ধরনের জঘন্য কাজ করে থাকে। এই প্লাটফর্মে ফার্মিং খুবই জঘন্যতম একটি অপরাধ। তাই আমরা সবাই ধরনের অপরাধমূলক কার্যকলাপ হতে বিরত থাকবো। নিজের যোগ্যতা দিয়ে নিজে পোস্ট করব ইনশাআল্লাহ।

৬ষ্ঠ প্রশ্নঃ
রিরাইট বলতে কী বোঝেন? রিরাইট নিয়ে সংক্ষিপ্ত মতামত পেশ করুন।
উত্তরঃ

আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে পোস্ট করতে বসি যে বিষয় সম্পর্কে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে হয়। সংগ্রহ করার তথ্যগুলোকে পোস্টে ব্যবহার করাকে রি-রাইট বলে।

রি রাইট বলতে আমরা বুঝতে পেরেছি নিজের সৃজনশীলতা ৭৫% রেখে ২৫% তথ্য অন্য কোথাও হতে ব্যবহার করা। মানে স্পষ্ট বুঝতে পারলাম আমার পোস্টে সংগ্রহ করা তথ্য ২৫% এর বেশি থাকা যাবে না।

এই নিয়মটি আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ একেবারে নিষিদ্ধ না করে ২৫% সুযোগ করে দিয়েছে এটা খুব ভালো লেগেছে। তাই স্টিমিট প্লাটফর্মে অসংখ্য ধন্যবাদ আমাদের সৃজনশীলতা ৭৫% রেখে অন্য সাইট হতে ২৫% তথ্য সংগ্রহ করার সুযোগ করে দেওয়ার জন্য।

৭ম প্রশ্নঃ
আপভোট, ডাউনভোট ও রিস্টিম বলতে কী বোঝেন?
উত্তরঃ

আপভোটঃ

আমরা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে কোন পোস্ট পছন্দ হলে লাইক দিই কিন্তু স্টিমিট প্ল্যাটফর্মে আমরা কোন পোস্টে লাইক দিতে পারি না।

এই প্লাটফর্মে আমাদের লাইকের জায়গায় আপভোট দিতে হয়।যেমন যার পোস্ট আমাদের ভালো লাগে তাদেরকে আপভোট দেওয়া।এতে পোস্ট কারী আনন্দিত হয়ে কাজ করার আগ্রহ বেড়ে যায়। তাই আমাদের উচিত সময় পেলে পোস্টে গিয়ে আপভোট করা।

ডাউনভোটঃ
আমাদের কারো পোস্ট ভালো লাগার পাশাপাশি খারাপ লাগতে পারে। তাই যখন কারো পোস্ট খারাপ লাগবে তখন ইচ্ছে করলে তাকে ডাইনভোট দিতে পারি।

তবে ডাউনভোট দেওয়ার আগে তাকে একবার ভুল ধরে দেওয়া উচিত। কিন্তু যদি ভুল ধরে দেওয়ার পর বারবার ভুল করে তখন ডাউনভোট দিতে পারেন। তবে ডাউনভোট না দেওয়ায় ভালো। এজন্য ডাইনভোটের অপশন চালু আছে।

রিস্টিমঃ
ফেসবুক টুইটার কিংবা অন্য সোশ্যাল মিডিয়ায় আমাদের কোন কিছু ভালো লাগলে আমরা সেই জিনিসটি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেই।

Steemit পারফর্মে কোন কিছু ভালো লাগলে সেই জিনিসটিকে ওয়ালে রাখার একমাত্র মাধ্যম হলো রিস্টিম করা। ফেসবুকের শেয়ার এবং Steemit এর রিস্টিম একই ব্যাপার।

আমি আপনাদের নিয়ম মেনে পরীক্ষায় অংশ গ্রহণ করলাম। যদি লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আজকের মত এখানেই শেষ করে বিদায় নিচ্ছি।অন্যদিন আবার অন্য টপিক নিয়ে আসব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 2 years ago 

আরে বাহ আপনি তো দেখছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন।খুবই ভালো লাগলো আপনার প্রশ্নের উত্তর গুলো পড়ে, অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26