আমাদের সকলের উচিত দুর্বলদের সাথে ভালো ব্যবহার করা।(Beneficiaries 10% meraindia)

in Incredible Indialast year

আমাদের সকলের উচিত দুর্বলদের সাথে ভালো ব্যবহার করা।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো:-আমাদের সকলের উচিত দুর্বলদের সাথে ভালো ব্যবহার করা।
Pixabay

people-4050698_1280.jpg

পৃথিবীর সকল প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন।এই জন্য আরবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। আমাদের মাঝে অনেকেই মানব সেবাই বড় ধর্ম মনে করেন। অনেকেই বলে থাকেন সবার পরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষ সর্বশ্রেষ্ঠ এবং সব দিকে থেকে মানুষকে আল্লাহ তায়ালা সম্মানিত করেছেন। মানুষ সৃষ্টির সেরা হওয়ার অনেক কারণ রয়েছে। সেই বিষয় নিয়ে আজকে লিখব না। অন্য কোন পোস্টে লেখার চেষ্টা করব।

মানুষ সৃষ্টির সেরা জীব।কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ বড় জঘন্য হয়ে গেছে, মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। বর্তমান সময়ে কোন মানুষ অন্য কোন মানুষকে সম্মান দিতে চায় না, বিশেষ করে যারা একটু নিম্ন পর্যায়ের মানুষ তাদেরকে কেউ মানুষই মনে করে না, সর্ব ক্ষেত্রে তাদের অবহেলা করা হয়। নিম্ন শ্রেণীর মানুষদের সবাই অপমানিত করে, তাদের কষ্ট দেয় এবং তাদের উপর নিজের কর্তৃত্ব দেখানো চেষ্টা করে।

youtube-2617510_1280.jpg
pixabay

কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সেখানে দেখতে পেলাম একজন পাগল রাস্তার পাশে শুয়ে আছে, আরেকজন মানুষ সেই পাগলের শরীরে প্রস্রাব করছে এবং সে এটা করে খুব মজা পাচ্ছে, ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ যদিও সে পাগল কিন্তু সেও তো একজন মানুষ তার সাথে এই রকম ব্যবহার করা কখনও উচিত হয় নাই।

বর্তমান সমাজের অধিকাংশ মানুষই এই রকম হয়ে গেছে, নিজের থেকে দূর্বল মানুষের উপর অত্যাচার করে, নিজের থেকে নিচু মানুষের সাথে অন্যায় করে, আর নিজের থেকে সবল এবং শক্তিশালী, সম্পদওয়ালা মানুষের কাজে গিয়ে নিজে ছোট হয়ে থাকে। মনে রাখতে হবে দূর্বলের উপর অত্যাচার আল্লাহ তায়ালা কখনও সহ্য করেন না। যারা নিজের থেকে দূর্বল মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে তারা কখনোই প্রকৃত মানুষ নয়, তারা মানুষ নামের কলঙ্ক।

crime-515923_1280.jpg
Pixabay

এই কথাগুলো আজকে মন থেকে বের হচ্ছে কারণ, আজকে আমাদের বাংলাদেশের একজন মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, তার উপর হামলা করা হয়েছে। তাকে দূর্বল পেয়ে রাস্তায় তাকে আঘাত করা হয়েছে এখন সে হাসপাতালে আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

আমাদের সকলের উচিত নিজের থেকে দূর্বল মানুষের সাথে ভাল ব্যবহার করা, সকল মানুষের সাথে তো ভাল ব্যবহার করতেই হবে। দূর্বলদের সাথে ভাল ব্যবহার করার কথা এই জন্য বললাম যে, সাধারণত কেউ দূর্বলদের সাথে ভাল ব্যবহার করে না। যার কাছে অর্থ সম্পদ নাই তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি।আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।
TQ.png

         @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 last year 

বর্তমান সমাজে এমন ঘটনা অহরহর দেখা যায়! সবলরা সাধারণত দুর্বলের ওপর অবিচার করে! সব সময় চেষ্টা করে দুর্বল মানুষ গুলোকে অত্যাচার করার জন্য,,, তাদেরকে কিভাবে কষ্ট দেয়া যায় সেই চিন্তাটাই করে।

আসলে একটা মানুষ সকালে হয়তো বা ভালো থাকতে পারে! বিকেল বেলা তার সাথে কি হবে সে নিজেও কল্পনা করতে পারবে না! কিন্তু তাই বলে একটা মানুষের সাথে এমন আচরণ করা মোটেও ঠিক না।

আমাদের প্রত্যেকটা মানুষের উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো! আপনার কাছে যতটুকু আছে তা দিয়ে তাকে সাহায্য করুন! যদি সাহায্য করতে না পারেন তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখুন! তাও এ ধরনের আচরণ কখনোই করবেন না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত সুন্দর একটা বিষয়ে আমাদের সাথে তুলে ধরার জন্য,,, এবং সবাইকে সতর্ক করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 last year 

ঠিক বলেছেন ভাই বর্তমান সমাজে অনেক অহরহ ঘটনা ঘটতেছে দূর্বলদের প্রতি প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে তার কাছ থেকে নানা ধরনের লুটপাট শুরু করে দেয় ৷ আসলে এই ধরনের কাজ অনৈতিক এগুলো মানুষের সাথে জোর করে জুলুম অত্যাচার করে থাকে ৷

এই ধরনের কাজ থেকে আমর বিরত থাকার চেষ্টা করবো ৷ বরংচ আমাদের উচিত দুর্বলদের প্রতি পাশে দাড়ানো ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 last year 

ভাই আজ আপনি যে টপিক আমাদের মাঝে তুলে ধরেছেন এই টপিক টি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের জীবনে, কথায় আছে শক্তের ভক্ত নরমের যম আমরা যদি একটু দুর্বল হয়ে যায় তাহলে আমাদের প্রতি অনেক অন্যায় অবিচার হয়ে যায় আসলে আপনি ঠিকই বলেছেন দুর্বল মানুষের পাশে গিয়ে দাঁড়ানো উচিত আমাদের সব সময়।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69812.20
ETH 3376.99
USDT 1.00
SBD 2.78