You are viewing a single comment's thread from:

RE: বিবাহ বিচ্ছেদ

in Incredible Indialast year

আপনি বিবাহ বিচ্ছেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কারন গুলো শেয়ার করছেন তা পড়ে যে কেউ সচেতন হতে পারে। বিয়ে একটি সামাজিক বন্ধন, একটি বৈধ চুক্তি যার মাধ্যমে নারী পুরুষ দুজন দাম্পত্য সম্পর্ক স্থাপন করে। কখনো পারিবারিক সম্মতিতে, আবার কখনো নিজেদের পছন্দে। দেশ, কাল-পাত্র-ধর্ম, বর্ণভেদে বিয়ের আনুষ্ঠানিকতা অনেকটাই ভিন্ন হয়ে থাকে।

বিয়ে জীবনের জন্য কতোইনা গুরুত্বপূর্ণ যার মাধ্যমে নারী পুরুষ একত্রে বৈধভাবে মিলিত হয়। রচনা করে স্বপ্নের সুখী নীড়। গড়ে তোলে পারিবারিক ও সামাজিক বন্ধন।সবাই চায় তার বিবাহিত জীবন সুখী হোক, জীবন মরণে দু’জন মিলে কাটিয়ে দিক সফল জীবন। গড়ে তুলুক স্বপ্নীল একটি সুখের ঘর, তাদের নিয়ে রচিত হোক ভালবাসার প্রেমময়, আবেগবহুল কাহিনি। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয় অনেক কারণে যেমন বিবাহবিচ্ছেদের আরও একটি কারণ হলো সন্দেহ, বিপথগামী স্বামী স্ত্রী ও বহুগামিতা। স্বামী-স্ত্রী দুজন দুজনকে সন্দেহ করা একটি মানসিক ব্যধি। সন্দেহ যখন নিঃস্বন্দেহভাবে ধরা দেয়, বাস্তবে রূপ নেয় তখন বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দম্পতিরা।এছাড়া পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে নারী-পুরুষ। গড়ে তুলছেন এক্সট্রা-ম্যারিটাল সম্পর্ক। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে যা প্রযোজ্য। অন্যপুরুষ বা নারীতে আসক্ত পরিবারে সব সময় অশান্তি, নির্যাতন, অবিশ্বাস নিত্যদিনের ঘটনা। একসময় উভয়পক্ষ বিবাহবিচ্ছেদের মাধ্যমে শান্তিপূর্ণ পথ বেছে নেয়।আবার ছোট ছেলে-মেয়েদের অনেকেই নিজে পছন্দ করে পালিয়ে গিয়ে কিংবা বাবা মায়ের সম্মতিতে বিয়ে করে। নাবালিকা কন্যা বিয়ের পর তার লালিত স্বপ্ন আর বাস্তবতার মাঝে যখন মিল খুঁজে পায়না, যখন তার স্বপ্ন ও প্রত্যাশা ভেঙ্গে যায়, তখনই বেছে নেয় বিবাহবিচ্ছেদের মতো সিদ্ধান্ত।তাই পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করে গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য। ভালো থাকবেন

Sort:  
 last year 

@hafizur46n

আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ।দুজনার বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে বিবাহিত জীবন সুখের করা যায় ।

 last year 

100% Right

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69618.00
ETH 3376.33
USDT 1.00
SBD 2.76