Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in Incredible India10 months ago

20240116_165255_0000.png
Edit By Canva

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি ও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি।

লেখার শুরুতেই @sduttaskitchen দিদিকে ধন্যবাদ জানাই আমার পক্ষ হতে। আমার এলাকা আমার কাছে গর্বের এবং পছন্দের।দিদি আমার এলাকা সম্পর্কে সবাইকে পরিচয় করিয়ে দেয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, এই কনটেষ্ট এর মধ্যদিয়ে। তাই আমি দিদির নিকট বিশেষভাবে কৃতজ্ঞ।

Why is your locality precious to you?

প্রত্যেক মানুষই তার জন্মভূমিকে ভালোবাসে।তাই আমিও আমার জন্মভূমিকে ভালবাসি। কারণ যেহেতু আমি আপনার এলাকাতে জন্মগ্রহণ করেছি। এজন্য আমার কাছে আমার এলাকা অন্যান্য এলাকা থেকে অনেক মূল্যবান। কারণ আমি আমার প্রাথমিক শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমি আমার এলাকা থেকেই শিক্ষা অর্জন করেছি। তাই আমার জীবনের প্রথম শিক্ষা অর্জন করতে পেরেছি আমার এই এলাকা থেকে।

তাই আমার এলাকা আমার কাছে গর্ব, এবং আমার কাছে আমার এলাকা অত্যন্ত মূল্যবান। আমার এলাকার সকল মানুষেরা সুখে শান্তিতে বসবাস করে। আমাদের এলাকার লোকেরা খুবই শান্তশিষ্ট। তারা কখনো ঝগড়া বিবাদ, মারামারি করে না। তাই এদিক থেকে বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে বসবাস করি। আমার এলাকাতে অধিকাংশ মানুষই মুসলিম, এবং এছাড়া কিছু হিন্দু মানুষ রয়েছে।

তারা সকলেই একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে। তাই পরিশেষে বলতে গেলে আমার শৈশব জীবন এবং কৈশোর জীবন ও যৌবনের অধিকাংশ সময়ই আমি আমার এলাকাতেই কাটিয়েছি। আলহামদুলিল্লাহ এখনো আমি এলাকাতেই রয়েছি। তাই দেখা যায় এলাকার প্রতি আমার অনেক মায়া রয়েছে। তাই সব কিছু মিলিয়ে আমার কাছে আমার এলাকা অনেক ভালো লাগে। এজন্য আমি আমার এলাকাকে অনেক ভালোবাসি, এবং আমার এলাকা আমার কাছে অনেক মূল্যবান।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

প্রিয় বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে আমি বেশ আনন্দিত। কারন এখানে আমি আমার এলাকার পাঁচটি ছবি তুলে ধরতে পাবো, এবং তার সাথে ছবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পাবো।

১ম ছবিঃ

IMG_20231208_095806.jpg

প্রথম ছবিটা আমার কাছে খুব ভালোলাগার একটি জায়গা। এই জায়গাটা হল আমার পাশের গ্রাম, অর্থাৎ আমার বাড়ি থেকে পাঁচ মিনিট যাইতে লাগে। যাইহোক, একদিন বিকেল বেলা ঘোরাঘুরি করার সময় এই ছবিটা তুলে রেখেছিলাম। আমার কাছে এমন জায়গা খুবই ভালো লাগে। কারণ আমি যখন ঘোরাঘুরি করি, তখন বিশেষ করে এমন জায়গায় দেখলে সেই জায়গার ছবি তুলে রাখি।যেমন এমন প্রকৃতির দৃশ্য সবার ভালো লাগে। তাই আমি প্রকৃতির মাঝে একটা ছবিও তুলেছিলাম ।

আশা করি এমন প্রকৃতির দৃশ্য সবারই ভালো লাগে। কেননা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে দেখা যায়,সবারই ভালো লাগে। এবংপ্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে দেখা যায়, মন যদি ভালো না থাকে তার পরেও মনটা ভালো হয়ে যায়,প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার জন্য। তাই পরিশেষে বলা যায় আমার গ্রামটা প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, এবং আমার গ্রামটা ফসলে ও ভরপুর। কেননা আমার এলাকায় সরিষাসহ ভুট্টা, ধান, গম সবকিছুই চাষ করা হয়।

২য় ছবিঃ
IMG_20231207_120451.jpg

এই জায়গাটা হল আমাদের এলাকার একটি পর্যটক স্থান। অর্থাৎ এই স্থানে বিভিন্ন স্থানের লোক ঘোরাফেরা করতে আসে। এই স্থানটি আমাদের গ্রামে, তাই আমিও মাঝে মাঝে এই স্থানে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে এই ছবিটা তুলে রেখেছিলাম। এটা একটি পার্ক বলা চলে। কারণ এখানে ঢুকতে দশ টাকা লাগে। তাই আমি একদিন ১০ টাকা দিয়ে এই পার্কে ঢুকেছিলাম। এবং বিভিন্ন দৃশ্য উপভোগ করেছিলাম। যাইহোক, পার্কের ভিতরে দৃশ্য গুলো অনেক ভালো লেগেছে। যেমন ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবেন মানুষের তৈরিকৃত কৃত্রিম বক, এবং গাঁদা ফুলের ছবিগুলো যা আমাকে মুগ্ধ করেছে। তাই আমার এলাকাতে এই স্থানটা হওয়ার কারণেই মাঝে মাঝেই এই স্থানে ঘুরতে যায়। তাই আমার কাছে এই স্থানটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

৩য় ছবিঃ
IMG20230825124459.jpg

আর এই স্থানটা হল আমাদের নাটুয়ার পাড়ার বিশাল বড় হাট। এই হাটটা সপ্তাহে দুই দিন বসে, অর্থাৎ বুধবার এবং শনিবার। এই হাটে দেখা যায় বিভিন্ন জায়গার লোকজন আসে। যেমন ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ এবং রাজশাহী হতে লোকজন এই হাঁটে আসে। তাই বলা চলে আমাদের এই হাটটি বিশাল হাট। এই হাটে নিত্য প্রয়োজন সকল জিনিসই পাওয়া যায়। তাই আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এই বিশাল হাট থাকার কারণে দেখা যায়।

সকল জিনিস আমাদের এলাকাতেই পাওয়া যায়। আমাদের এলাকার সকল লোকজনই প্রায় সচ্ছল জীবন যাপন করে। কারণ দেখা যায় আমাদের এলাকার প্রায় লোকই চাকরিজীবী এবং ব্যবসায়ী। ব্যবসায়ীরা দেখা যায় সপ্তাহে দুই দিন হাঁটে যায়। হাটে গিয়ে তারা ব্যবসা করে অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তাই আমার কাছে এই স্থানটাও অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

৪র্থ ছবিঃ

IMG20231219073701.jpg

এই স্থানটা হল আমাদের নাটুয়ার পাড়া নৌকা ঘাট। এই নৌকা ঘাট দিয়ে প্রতিদিন লোকজন পারাপার হয়ে থাকে। যেমন ছবিটি দেখতে পারছেন আমরা সকল শিক্ষকেরা একটা নৌকার ভিতর রয়েছি, অর্থাৎ স্থান এটা হল নৌকা ঘাট। আমি এই ছবিটা তুলে রেখেছিলাম, আমরা যখন সকল শিক্ষকরা নতুন কারিকুলাম এর উপরে প্রশিক্ষণ দিতে যাচ্ছি। তখন এই ছবিটি তুলে রেখেছিলাম। কারণ আমাদের শহরে যাইতে হলে নৌকা দিয়ে পার হতে হয়। তাই দেখা যায় আমাদের এলাকার লোকজন প্রতিদিন নৌকা দিয়ে শহরে যায়। আর এই নাটুয়ার পাড়া নৌকা ঘাটে সব সময় নৌকা পাওয়া যায়। তাই দেখা যায় সকল মানুষ খুব ভালোভাবে পার হয়ে শহরে যেতে পারে। তাই আমার কাছে এই স্থানটাও অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

৫ম ছবিঃ
IMG20240103130703.jpg

এই জায়গাটা হল আমাদের বাড়ির পাশেই বেলাল ভাইয়ের ওষুধের দোকান বা ফার্মেসী।বেলাল ভাই এই ওষুধের ফার্মেসী হতে ওষুধ বিক্রি করে অন্যদিকে যেমন লাভবান হচ্ছে, তেমনি আমাদের এলাকার লোকজনের অনেক সুবিধা হয়েছে। কারণ দেখা যায় বেলাল ভাইয়ের ফার্মেসি থেকে যেকোনো ওষুধ স্বল্প দামে পেয়ে থাকে। তাই দেখা যায় বিভিন্ন এলাকার লোকজন এই বেলাল ভাইয়ের ফার্মেসি হতে ওষুধ কিনে থাকে। এছাড়া আমাদের এলাকায় একটা কমিউনিটি ক্লিনিক করেছে। এই ক্লিনিক হতেও অনেক মানুষ চিকিৎসা নিয়ে থাকে। তাই পরিশেষে বলা যায়, আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ সবকিছুই পরিপূর্ণ রয়েছে।

যাইহোক, এই কনটেস্টের জন্য পাঁচটি ছবি নির্ধারণ করা হয়েছে। তাই আমি সুন্দর করে পাঁচটি ছবির পাশাপাশি বর্ণনা করার চেষ্টা করেছি। তাই আমি আপনাদের মাঝে পাঁচটি ছবির পাশাপাশি বর্ণনাও করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

এই প্রশ্নের উত্তর আমি বলবো জি, কারণ একটা জায়গায় যখন বছরের পর বছর থাকা হয়। তখন দেখা যায় সেই জায়গার প্রতি মায়া ও ভালবাসে জন্মে। তখন দেখা যায় আমরা যত ভালো স্থানেই যাই না কেন? তখন এই জায়গার প্রতি বেশি মায়া লাগে।যেমন আমি যখন আমার এলাকাতে দশটা বছর পড়ালেখা করে শহরে যায়। তখন আমার খুব খারাপ লাগে। যেমন প্রথমদিকে আমি আমার এলাকাকে অনেক মিস করি। তাই দেখা যায় মাসের মধ্যে দুই তিনবার বাড়িতে এসেছিলাম। যেহেতু আমি আট বছর শহরে পড়ালেখা করেছি। তারপর দেখা গেছে সেই আমার এলাকার টানে ঘন ঘন বাড়িতে এসেছি।

আলহামদুলিল্লাহ এখনো এলাকায়তে রয়েছি। আমি পড়াশোনা শেষ করে, এখনো এলাকাতেই রয়েছি। কারন এলাকার প্রতি একটা মায়া ও ভালোবাসা রয়েছে। তাই শহরের যেতে মন চায় না। আমার এলাকার প্রতি মায়া রয়েছে। এজন্য দেখা যায় আমাকে তিনটা কোম্পানি থেকে ডাকা হয়েছিল। কিন্তু সেই দূরে দূরে চাকরি মিলে, অর্থাৎ কক্সবাজার, রংপুর এবং লক্ষ্মীপুরে এই তিন জায়গা থেকে আমাকে ডাকা হয়েছিল।

কিন্তু এলাকার মায়ায় যাইতে পারিনি। তাই এখন এলাকার একটা হাইস্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছি আলহামদুলিল্লাহ।যাই হোক, এলাকার প্রতি আসলে একটা মায়া কাজ করে। তাই পরিশেষে বলবো সকলেরই যার যার এলাকার প্রতি মায়া ও ভালবাসা থাকে। এজন্যই তো যার যার এলাকা তার কাছে অতি মূল্যবান।

প্রিয় বন্ধুরা,
আমি চেষ্টা করেছি তিনটি প্রশ্নের উত্তরগুলো সঠিক ভাবে দেওয়ার। বাকি টা আপনারা বুঝে নিবেন, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।ভালো থাকবেন সবাই।

আমি আমার কিছু বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@saha10
@mdsahin111
@baizid123
@jakaria121
@memamun

10% beneficiaries To Meraindia

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 10 months ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আপনাকে এবং এই প্রতিযোগিতায় সাফল্য কামনা করছি।

 10 months ago 

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কনটেষ্টে এ পার্টিসিপেট করার জন্য। আমাদের জন্মভূমি আমাদের কাছে প্রিয়। ঠিক আমরা যেই এলাকায় জন্মেছি সেই এলাকাও আমাদের নিকট অধিক প্রিয়। এলাকার মায়া ত্যাগ করা অনেক কঠিন একটি কাজ। যে কেউ এটি পারে না বলে আমি বিশ্বাস করি।

ভাই আপনি দারুণভাবে আপনার এলাকার বিভিন্ন যায়গার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আপনার এলাকার সবকিছু সত্যি অনেক সুন্দর। আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ভালো থাকবেন প্রিয় ভাই।

 10 months ago (edited)

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য দ্বিতীয়ত এই প্রতিযোগিতায় আপনি আমাকে আমন্ত্রণ জানাইছেন আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং আমার মূল্যবান মতামত আপনাদের কাছে তুলে ধরবো।

আর এই প্রতিযোগিতার ছবি গুলো দুর্দান্ত ফটোগ্রাফি করছেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আসলে মাতৃভূমি সবার কাছে অনেক প্রিয় যেখানে আমরা বড় হয়েছি শৈশব কৈশব এবং যৈবন পার করছি সেই খানের মায়া অন্যরকম থাকে।

ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।

 10 months ago 

ঠিক আছে আপনি অংশ গ্রহণ করুন ভাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি খুব চমৎকারভাবে আপনার নিজের এলাকাকে তুলে ধরেছেন।
ভালো লাগল আপনার পোস্টটি পড়ে,ভালো থাকবেন, সুস্হ থাকবেন।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

 10 months ago 

আমাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি একটা আলাদা টান থাকে। এটা অন্য কোনো জায়গার প্রতি হয় না। আপনার সরিষা ক্ষেতের ছবিটা খুব ভালো লাগলো।আপনি গ্রাম ছেড়ে অন্য কোথাও যান নাই জেনে ভালো লাগলো। শিক্ষকতা পেশাটা সম্মানের। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন আপু

Loading...
 10 months ago 
  • এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, স্কল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

সেই জন্মভূমির প্রিয় জায়গা গুলোকে আপনি বেছে নিয়েছেন এবং সেগুলোর সাথে পরচিত হতে পারে খুব ই ভালো লাগলো।

ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। অনেক অনেক শুভকামনা।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91382.97
ETH 3119.60
USDT 1.00
SBD 2.91