Better Life with Steem||The Diary Game|| 15 May 2024||

in Incredible India3 months ago (edited)

20240518_080902_0000.png

Edited By Canva

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো: ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল।

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সম্পন্ন করি।আর আজকের সকালের নাস্তা হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে বড় মাছের তরকারি। আলহামদুলিল্লাহ আজকের সকালের খাবারটা অনেক ভালো হয়েছিল।

IMG_20240515_215924.jpg

সকালের খাবার সম্পন্ন করে, কিছু সময় বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে আপু অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিল।যে শাড়িটা অর্ডার করেছিল সেই লোক আপুকে ফোন করেছিল।আপু যে ঠিকানার কথা বলেছিল। সেই ঠিকানায় লোকটা চলে এসেছিল।

IMG_20240515_222059.jpg

তাই আপু আমাকে ১৫০০ টাকা দিয়ে বলে শাড়িটা নিয়ে আসো। তাই আমি আপুর কথা মতো ১৫০০ টাকা নিয়ে সেই শাড়িওয়ালার কাছে গিয়েছিলাম।গিয়ে আমি এবং আপু দুজনেই দেখি যে কাপড়টা আসলে ভালো কিনা। তখন আপু বলল ঠিক আছে শাড়িটা আমার পছন্দ হয়েছে।

কাপড়ও মোটামুটি ভালো আছে। তাই শাড়িটা নেওয়া যায়। তখন আমি তাকে ১৫০০ টাকা দিয়ে শাড়িটা নিয়ে আমি এবং আপু দুজনে বাসায় আসি। বাসায় এসে শাড়িটা রেখে একটা ছবি তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।

যাইহোক অনলাইনে এখন নিজের পছন্দমত কোন জিনিস যদি পছন্দ হয় সেই জিনিস অর্ডার করা যায়। আর পছন্দ হলে সেই জিনিস নিবে আর পছন্দ না হলে সেই জিনিস ফেরত দেওয়া যায়। এতে কোন সমস্যা নেই।

তাই আপুকে কয়েকদিন আগে অনলাইনে যে শাড়ি অর্ডার দিয়েছিল। সেই শাড়িটা নিয়ে এসেছে যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপু অনলাইনে যে শাড়ি অর্ডার করেছে এই শাড়িটা আপুর বাসার ভিতরে লোকজনকে দেখাতে লাগলো।

তখন তারাও বলল যে শাড়ি টা ভালো হয়েছে। তারা শাড়ি নিয়ে ব্যস্ত আর আমি তখন বাসার ভিতরে চেয়ারে বসেছিলাম। এমন সময় একটা বিড়াল আমার পায়ের নিচে বসলো। আমি বিড়ালটিকে অনেকবার চেষ্টা করে সরে দিতে চাইলাম।

IMG_20240515_221620.jpg

কিন্তু বিড়ালটি সরে যেতে চাইলো না। তাই আমি দেরি না করে পায়ের নিচে যে বিড়ালটি বসেছিল। সেই বিড়ালটির একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করা হলো। যাইহোক আমার পায়ের নিচে বিড়ালটি যে বসেছিল সেই বিড়ালটা কোন প্রকার দুষ্টামি করেনি।

IMG_20240515_221443.jpg

তাই আমি বিড়ালটিকে কিছু না বলে, এখানে বসতে দিয়েছিলাম আর কিছু সময় চেয়ারে বসে থেকে বিড়ালটির সাথে মজা করি। যেহেতু দপুর হয়ে আসলো। তাই দেরি না করে দুপুরে গোসল সম্পন্ন করে, কিছু সময় পর ভাইয়া অফিস হতে আসলে তিনজনে মিলে দুপুরের খাবার সম্পন্ন করি।

দুপুরে খাবার সম্পন্ন করে কিছু সময় বিশ্রাম নিয়েছিলাম। এভাবে চারটা পর্যন্ত রুমে ছিলাম। চারটার পরে অর্থাৎ বিকাল বেলা ঘোরাঘুরি করার জন্য বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করি।

IMG_20240515_215817.jpg

ঘোরাঘুরি করে রাস্তার পাশে একটা হোটেল দেখতে পায়। তখন সেই হোটেলে গিয়ে একটা চা অর্ডার করি। চা অর্ডার করলে চা দিলে আমি সেখানে চা খাই। চা খাওয়ার আগে একটা ছবি তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

যাইহোক যা খেয়ে আরো কিছু সময় চান্দুরা পল্লী বিদ্যুৎ সেই জায়গায় ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি অবস্থায় চান্দুরা পল্লী বিদ্যুতের রাস্তার পাশে তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে। এমন সময় রাস্তার পাশে দেখতে পেলাম একটা ছেলে কয়েকটা পুরাতন মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে আছে।

তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম। এই ফোনগুলো বিক্রি করবেন নাকি। তখন ছেলেটা বলল বিক্রি করব। তখন আমি বললাম এই ফোনগুলোর দাম কত তখন বলল বড় ফোনের দাম ৫০০ টাকা। আর ছোট ফোনের দাম ৪০০ টাকা।

IMG_20240515_221735.jpg

তখন আমি বললাম ফোনের কোন সমস্যা আছে কিনা। তখন বলল এই ফোনগুলো পুরাতন হওয়ার কারণে আমি মাঝে মাঝেই এখানেই বিক্রি করে থাকি। তখন বললাম ঠিক আছে। আমি যদি পরে এ ফোনগুলো নিই। তাহলে আবার আসতে পারি,এই বলে একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

সেখানে আরো কিছু সময় অতিবাহিত করি। কিছু সময় অতিবাহিত করে সন্ধ্যা ছয়টার পর আপু আমাকে ফোন দিয়েছিল। কারণ আপু একটা জুতা কিনবে। তাই আমাকে ফোন দিয়ে বলল, তুমি কোথায় আছো? আমি যাব মার্কেটে কারণ আমার একটা জুতা লাগবে।

!

IMG_20240515_221544.jpg

তখন আমি বললাম ঠিক আছে আমি এই জায়গায় আছি তুমি চলে আসো। তখন আমার কথা মত আপু ওই জায়গায় চলে আসলো। আপু চলে আসলে আমি এবং আপু মার্কেটে গিয়ে আপুর জন্য একটা জুতা কিনেছিলাম।

আর এই জুতাটার দাম নিয়েছিল ২৫০ টাকা। ২৫০ টাকা দিয়ে জুতাটা নিয়ে এসে সরাসরি আপুর বাসায় চলে গিয়েছিলাম। আপুর বাসায় চলে গিয়ে একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।ছবি তুলে আমি এবং আপু ২ জনে বসে বিভিন্ন বিষয় কথা বার্তা বলি। এভাবে রাত ৮ টা পর্যন্ত সময় অতিবাহিত করি।

রাত ৮ টার পর ভাইয়া অফিস থেকে আসলে কিছু সময় পর আমরা ৩ জনে রাতের খাবার সম্পূর্ণ করি।রাতের খাবার সম্পূর্ণ করে কিছু সময় অলনাইন সময় দিয়ে রাতের নির্দিষ্ট সময় ঘুমে পড়ি। আর এটাই ছিল আমার ঐদিনের সারাদিনের সকল কার্যক্রম। আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন । ভালো থাকবেন সকলে ।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 3 months ago 

বর্তমানে অনলাইন শপিং অনেক জনপ্রিয়। কোন ঝামেলা ছাড়াই অনলাইনে অর্ডার দেওয়া যায়। আবার পছন্দ না হলে সেটি ফিরিয়েও দেওয়া যায়। আপনার বোনের অনলাইনের শাড়িটি পছন্দ হয়েছে।

আমি পশু-পাখি অনেক পছন্দ করি। আমার পোষা একটি বিড়াল আছে। আপনার পায়ের কাছে যে বিড়ালটি বসে ছিল সে খুবই ভদ্র দেখে আদর করে দিতে ইচ্ছে করলো।

ফুটপাত থেকে টেকনলজিকাল কোন কিছু না কেনাই ভালো। আপনি ফোন না কিনে ভালোই করেছেন। এগুলো খুব শীঘ্রই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ধন্যবাদ আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 3 months ago 
  • এখন আমরা বাইরে গিয়ে কেনাকাটা না করেও কত সহজে নিজের পছন্দ মতো জিনিসপত্র অনলাইনের মাধ্যমে কিনতে পারছি। প্রযুক্তির কারনে জীবন কতই না সহজ হয়ে গিয়েছে।

  • এধরণের ফোন না কিনে ভালো করেছেন আপনি কারম এসব ফোন অধিকাংশই চুরি করে এভাবে বিক্রি করে। আর এর কারনে আপনিই ঝামেলায় পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে সেই অনুযায়ী এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন


We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @edgargonzalez

 3 months ago 

Many many thank you for your support ❤️❤️

 3 months ago 

প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে। দিনটি আপনি কেনাকাটায় কাটিয়েছেন এবং বিভিন্ন কিছু দারুনভাবে উপভোগ করেছেন। অনলাইনে কেনাকাটা করার অভিজ্ঞতা কিন্তু ভালো ছিলো। কেননা অনেকেই এখন অনলাইনে প্রতারিত হয়। তবে এটি চুক্তি করে নেয়া ভালো যে পন্য পছন্দ হলে গ্রহন করবো নয়ত নয়।

ভালো লাগলো আপনার লিখা পড়ে। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

 3 months ago 

জি ভাই অবশ্যই অললাইন কোন পন্য কেনার আগে চুক্তি করে কেনা উচিত পছন্দ হলে নেওয়া উচিত আর পছন্দ না হলে ফেরত দিবে এমন চুক্তি করা উচিত। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।ভালো থাকবেন ভাই

 3 months ago 

বর্তমানে অনলাইন থেকে সবকিছু অর্ডার দিলে বাসায় পৌঁছে দিয়ে যায়। আপনার আপুও অনলাইনে একটি শাড়ি অর্ডার দিয়েছিল। পরে আপনি এবং আপনার আপু গিয়ে শাড়িটি রিসিভ করেছেন।
শাড়িটা দেখতে খুব সুন্দর হয়।
বিকেলবেলা বাইরে হাঁটতে গিয়ে চা খেয়েছেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য।ভালো থাকবেন

 3 months ago 

বিড়াল খুবই শান্ত প্রিয় একটা প্রাণী আর ওদের সাথে মজা করতে বেশ ভালই লাগে। এই গরমে চা খাওয়াটা আমার কাছে তেমন একটা ভালো দেখায় না। আমি এমনিতেই চা খাওয়াটা তেমন একটা পছন্দ করি না। এই গরমে খেলে তো অবস্থা আরো বেশি খারাপ। যাইহোক আপনার আপু সহ একটা জুতা কিনে বাসায় চলে এসেছেন। আপনি যে মোবাইলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। এগুলো হয়তোবা চুরি করা মোবাইল কম দামে বিক্রি করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর করে সেই মোতাবেক মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45