Better Life with Steem||The Diary Game||06 February 2024||

in Incredible India7 months ago

Grey and White Minimalist Fashion Photo Collage_20240207_193702_0000.png

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো: একটা সুন্দর দিন পার করলাম।

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে, দাঁত ব্রাশ করি। দাত ব্রাশ করে ফ্রেশ হয়।ফ্রেশ হয়ে রুমে এসে রাতে ভেজানো ছোলাগুলো পরিষ্কার করে খেয়েছিলাম। যাইহোক ছোলা খাওয়ার ২০ মিনিট পর, আবার সকালের নাস্তা সম্পূর্ণ করলাম।সকালের নাস্তা সম্পন্ন করে, পূর্বের মত স্কুলে চলে গিয়েছিলাম।

IMG_20240206_193556.jpg

এবং স্কুলে চলে গিয়ে আজকে যেহেতু প্রাইভেট ছিলোনা। কারণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দেওয়া হয়েছে। তাই তাদের প্রাইভেটে পড়াতে হবে না। এর জন্য আজকে স্কুলে দশটার পরে গিয়েছিলাম। যাইহোক স্কুলে গিয়ে সরাসরি অফিসে চলে গিয়েছিলাম।অফিস রুমে গিয়ে কিছুক্ষণ বসে থেকে দপ্তর সাহেব। যখন সাড়ে দশটার দিকে ক্লাসের ঘন্টার বেল দিল।

তখন আমরা সকল শিক্ষক যার যার মত ক্লাসে চলে গিয়ে ক্লাস নেই।এভাবে টিফিনের আগ পর্যন্ত তিন টা ক্লাস নিয়েছিলাম।এবং যখন দুপুর ১ টা বাজলো। তখন আজকে টিফিন দেওয়া হলো।টিফিন দিলে কিছু ছাত্রছাত্রী টিফিনে চলে গেল। এবং আমি বাড়িতে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার বাড়িতে এসে সম্পূর্ণ করলাম।

IMG_20240206_184444.jpg

আর আজকের দুপুরের খাবার হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে মুরগীর মাংস।যাইহোক দুপুরের খাবার সম্পূর্ণ করে ১০ মিনিট বিশ্রাম নিয়ে আবার স্কুলে চলে যায়।স্কুলে চলে গিয়ে দেখি ১ঃ৪০ বেজেছে।তাই যেহেতু ২ টা বাজতে ২০ মিনিট লাগবে। তাই আমি ও আমার ইসলাম শিক্ষক মাঠের ভিতরে যেতেতু রোদ আছে। তাই সেই রোদে বসে কিছুক্ষণ আলাপ করলাম।

IMG_20240206_182259.jpg

এর মাঝে একটা ছবি তুলে রেখেছি।যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।এবং যখন ২ টা বাজলো। তখন আবার টিফিনের পর ক্লাস শুরু হলো। তখন আমরা সকল শিক্ষক যার যার মতো ক্লাস চলে গিয়ে ক্লাস নেয়। এভাবে টিফিনের পর আরো তিন টা ক্লাস নিয়েছিলাম।

যাইহোক তিন টা ক্লাস নেওয়ার মাঝে মাত্র ৩০ মিনিট বিশ্রাম নিয়েছিলাম।যাইহোক এভাবে ক্লাস নিয়ে যখন বিকাল ৪ টা বাজলো তখন স্কুল ছুটি হলে আমরা বাড়িতে চলে আসি।বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে আমার রুমে বসে থাকি। এক পর্যায়ে দেখি মা আমাকে ২ টা তেলে ভাজা পিঠা দিয়ে গেলে আমি সেই পিঠা খেয়েছিলাম।

IMG_20240206_184352.jpg

এবং একটি ছবি তুলে রেখছিলাম।যাইহোক পিঠা খেয়ে কিছু সময় বাহিরে গিয়ে ঘুরে আসি। এবং বাড়ি গিয়ে আমাদের পাশের গ্রামে একটা বিড়াল দেখতে পায়। তখন সেই বিড়াল এর ছবি তুলে রাখি। যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।

IMG_20240206_184411.jpg

ছবি তুলে কিছু সময় বাহিরে ঘুরে সন্ধ্যার আগে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে গিয়ে ফ্রেশ হয়ে, সন্ধ্যার যখন ছাত্ররা বাড়িতে প্রাইভেট পড়তে আসলো। তখন আমি তাদেরকে এক ঘন্টা যাবত প্রাইভেট পড়ায়। এবং প্রাইভেট পরিয়ে নির্দিষ্ট সময়ে ছুটি দিয়ে দিই।

এবং নির্দিষ্ট সময় ছুটি দিলে তারা যার যার মত বাড়িতে চলে যায়। এবং বাড়িতে চলে গেলে আমি রাতের খাবার সম্পন্ন করি। এবং রাতের খাবার সম্পন্ন করে, কিছু সময় অনলাইনে বন্ধুদের সাথে সময় দিয়ে, রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি। যাইহোক এই ছিল আমার গতকালকের সারা দিনের সকল কার্যক্রম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন । ভালো থাকবেন সবাই ।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 7 months ago 

প্রতিদিন এর মতোই ফ্রেশ হয়ে ছোলা খান আপনি।এর মিনিট বিশেক পরে নাস্তা করে স্কুলে চলে যান।আজকে স্কুলে প্রাইভেট না থাকার কারনে লেট করে স্কুলে যান।
বাসায় এসে ভাত খান।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনারা জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Loading...
 7 months ago 

ভাই আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে দিনলিপিটি তুলে ধরার জন্য। আপনি প্রতিদিন সকালে উঠে ছোলা ভেজা খান এটি আপনার অনেক ভালো একটি গুণ। আজ আপনার প্রাইভেট ছিলো না বলে একটু সময় পেয়েছিলেন অন্যান্য কাজগুলো করার। আপনার স্কুলে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ছিলো। সব মিলিয়ে দারুণ সময় পার করেছেন। ভালো থাকবেন ভাই।

 7 months ago 

আমাদের এখানে যখন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তখন কোন ক্লাস হয় না। সেখানেই মিলাদের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। কিন্তু আপনাদের ওখানে দেখলাম ক্লাস করতে হয়। বিকেল চারটা পর্যন্ত ক্লাস করে বাসায় ফিরে এসেছেন। ধন্যবাদ আপনাকে, আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে আপনি নিয়মিত ছোলা বুট খেয়ে থাকেন।। আর হ্যাঁ বর্তমান সময়ে এস এস সি পরীক্ষার সকল ছাত্র-ছাত্রী সকল প্রাইভেট বন্ধ করে বাসায় পড়া শুরু করে দিয়েছে।। শীতের সময় রোদে বসে থাকতে বেশ ভালো লাগে।।

তেলের পিঠা আমার অনেক পছন্দ।। আর বিড়ালের বাচ্চাটাকে দেখতে বেশ ভালো লাগছে।।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59615.63
ETH 2524.32
USDT 1.00
SBD 2.44