Better Life with Steem||The Diary Game||02 January 2024||On the second day of the new year, my students and I organized a picnic.

in Incredible India10 months ago

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

এবং সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবারই ভালো কাটুক এই প্রত্যাশা করি। হ্যাপি নিউ ইয়ার ০৩/০১/২০২৪

বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলোঃ নতুন বছরের দ্বিতীয় দিনে, আমি এবং আমার ছাত্ররা একটি পিকনিকের আয়োজন করেছিলাম।

প্রতিদিনের প্রতিদিনের ন্যায় আজকে একটু খুব ভোরে উঠেছিলাম। আমি যখন উঠি তখন দেখি সকাল সাতটা বাজে। সকাল সাতটার সময় আমি ঘুম থেকে জেগে উঠি। আজকে তুলনামূলক অনেক শীত ছিল। তাই ঘুম থেকে জেগে উঠে সরাসরি আমি আমার শীতের পোশাক গায়ে দেই। শীতের পোশাক গায়ে দিয়ে প্রতিদিনের ন্যায় দাঁত ব্রাশ করি এবং ফ্রেশ হই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সকালের নাস্তা সম্পূর্ণ করি।

আর আমি যেহেতু সকাল সকাল প্রতিদিনই স্কুলে যায়। তাই মা আগে হতেই জেগে ওঠে ভাত রান্না করে। তাই দেখা যায় প্রতিদিন সকালের নাস্তা তৈরি করে আমাকে দিয়ে যায়। এরপর আমি সকালের নাস্তা সম্পন্ন করি। আজকের সকালের নাস্তা ছিল সবজি ভাজি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল সকালের নাস্তা।

IMG_20240102_215135.jpg

এরপর আমি প্রতিদিনের মতো সেই স্কুলে চলে গিয়েছিলাম। ছাত্র-ছাত্রীদেরকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে। আজকে যেহেতু প্রচন্ড শীত ছিল। তাই স্কুলে গিয়ে দেখলাম অর্ধেক ছাত্রছাত্রী প্রাইভেটে ছিল না। অর্থাৎ ১৫ জনের মত প্রাইভেটে ছাত্র আসে কিন্তু আজকে দেখলাম অর্ধেক ছাত্রছাত্রী এই শীতের কারণে আসতে পারিনি। আসলে দেখা গেল এবার তুলনামূলক শীত অনেক কম হবে। কিন্তু এক সপ্তাহ ধরে ইদানিং খুব বেশি শীত পড়েছে।

তাই দেখা যায় অধিকাংশ মানুষের এই শীতে কষ্ট হচ্ছে। যাই হোক আমি ছাত্রছাত্রীকে কিছু কথা জিজ্ঞাসা করে প্রতিদিনের মতো সে প্রাইভেট পড়া শুরু করি। প্রাইভেট একঘন্টা যাবৎ পড়ায়। এরপর প্রাইভেট শেষ করে আমাদের সেই অফিস কক্ষে চলে যাই। অফিস কক্ষে গিয়ে বসলে আমাদের দপ্তর আমাকে দুইটি মিষ্টি দিয়ে যায়। তখন আমি একগ্লাস পানি নিয়ে আমি হাতটা ধুয়ে সেই মিষ্টি দুইটা খেয়ে নিয়। মিষ্টিটি খাওয়ার আগে একটা সেলফি তুলে রেখেছিলাম।

IMG_20240102_215108.jpg

যাইহোক খাওয়া-দাওয়া শেষ করে যেহেতু জানুয়ারি মাস তাই স্কুলে তেমন একটা ক্লাস হচ্ছে না। তাও প্রতিদিন একটা দুইটা স্কুলে ক্লাস নিতে হয়। যাইহোক স্কুলে দুই একটা ক্লাস শেষ করে প্রতিদিনের মতো সেই নির্দিষ্ট সময়ে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে পূর্বের মতো ফ্রেশ হয়ে দুপুরে খাবার সম্পন্ন করি। দুপুরের খাবার সম্পন্ন করে আজকে যেহেতু অত্যন্ত শীত।

তাই দুপুরের খাবার খেয়েই আমি আমার বিছানায় শুয়ে পড়েছিলাম। দুপুরে খাবার খেয়ে প্রায় এক-দেড় ঘণ্টা বিছানায় শুয়ে ছিলাম। যাই হোক বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাহিরে গিয়ে ঘুরে আসলাম। বাইরে গিয়ে ঘোরাঘুরি করে সন্ধ্যার পরপরই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আমি যে বাড়িতে প্রাইভেট পড়ায় তারা সন্ধ্যা ছয়টার পরেই আমাদের বাড়িতে এসেছে। কারণ তাদেরকে আমি বলেছিলাম নতুন বছর উপলক্ষে বছরের প্রথম দিনে পিকনিক হওয়ার কথা ছিল।

IMG_20240102_214917.jpg

IMG_20240102_214935.jpg

কিন্তু প্রথম দিন পিকনিক টা করতে পারিনি। তাই তারা বছরের দ্বিতীয় দিন পিকনিক করার জন্য সন্ধ্যার পরেই বাড়িতে এসেছে। যাইহোক পিকনিকের জন্য জনপ্রতি ছাত্ররা দিয়েছিল ৫০ টাকা। আমার পক্ষ থেকে আমি দিয়েছিলাম ১০০ টাকা। আমরা মোট মানুষ ছিলাম সাত জন। তাই বাজার হইতে ২ কেজি পোলাও চাউল ও আটটি ডিম আনা হয়েছিল। এবং রান্না করার জন্য যা যা লাগে সব আনা হয়েছিল। যাইহোক আমি নির্দিষ্ট সময়ে ছাত্রকে দিয়ে বাজার হতে বাজার করে আনলাম।

IMG20240102191245.jpg

বাজারে পাঠানোর আগে আমি বাজার লিস্ট করেছিলাম। বাজার লিস্টের তালিকা ছবি তুলে রেখেছিলাম। পিকনিকের জন্য ছাত্ররা বাজার করে নিয়ে এসে সময় মত তারা রান্না করে রেডি করে।

IMG_20240102_215034.jpg

পরে রান্না সম্পূর্ণ হলে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া সম্পূর্ণ করি। খাওয়ার সময় আমার ছাত্ররা কিছু ছবি তুলে রেখেছিল। ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক নতুন বছরের উপলক্ষে ছোট খাটো পিকনিকের আয়োজন করেছিলাম।

IMG_20240102_214959.jpg

IMG_20240102_215217.jpg

আলহামদুলিল্লাহ পিকনিক টা ভালো হয়েছে। যাই হোক আমরা সকলে মিলে খাওয়া দাওয়া সম্পন্ন করে এই দিনের মতো কোন প্রাইভেট না পড়ে ছাত্ররা যার যার মত বাড়িতে চলে যায়।ছাত্ররা বাড়িতে চলে গেলে আজকে যেহেতু প্রচুর শীত ছিল। তাই আমি দেরি না করে অতি দ্রুতই অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। এবং রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি। এই ছিল আমার ওই দিনের সকল কার্যক্রম।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন । ভালো থাকবেন সবাই ।আল্লাহ হাফেজ।

     10% Beneficiaries to Meraindia 

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 10 months ago 

যেহেতু শীতের সকাল তাই‌ আপনার উঠছেন ও একটু দেরি করে, সম্পূর্ণ পোস্টটা পড়ে বুঝতে পারলাম আপনি একজন স্কুল টিচার।
এছাড়া আপনি স্কুলে ক্লাস আগে শুরুর আগে প্রাইভেট পড়ান এবং রাতেও পড়ান, আজ আপনি আপনার কিছু ছাত্রদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন এবং খুব সুন্দর ভাবে আনন্দ করেছেন ।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

Loading...
 10 months ago 
  • আপনার দিন লিপি টি পড়ে জানতে পারলাম, আপনি শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রাইভেট পড়াতে স্কুলে গিয়েছেন কিন্তু যে দেখলেন অর্ধেক স্টুডেন্ট আসেনি। এক ঘন্টা প্রাইভেট পোড়ানোর পর অফিসে চলে গেলেন। আপনার স্কুলের দপ্তরে আপনাকে দুটি মিষ্টি দিল। মিষ্টিগুলোকে দুইটা ক্লাস নিয়ে বাসায় চলে আসে।

  • এদিকে আপনার প্রাইভেট স্টুডেন্টরা পিকনিক করার জন্য চলে আসে। ২ কেজি পোলা চাল ও ৮টি ডিম নিয়ে আসেন । সবাই মিলে একসাথে খান। খুব ভালো কাটলো আপনার দিন টি।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য করার জন্য
ভালো থাকবেন

 10 months ago 

জি ভাইয়া আপনার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছি। খুব ভালো লেগেছে আপনার কার্যক্রম গুলো শুনি। ভালো থাকবেন অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন ‌

Posted using SteemPro Mobile

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

স্কুলে এখন পড়ালেখার পাশাপাশি রান্না শিখানো হচ্ছে। আমার পাশের স্কুলে প্রায়ই দেখি ছাত্ররা ডিম, আলু এগুলো নিয়ে যায়, এবং ক্লাসে গিয়ে ভেজে খায়।

এখন দেখলাম আপনার স্টুডেন্টরা বাসায় ও পিকনিক করছে। এরকম অবশ্য আমরাও খেতাম। তারুণ মজা হয়েছে আপনাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে।

ধন্যবাদ সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

শীত মাঝখানে অনেকটা কমে গিয়েছিল কিন্তু গত দু চার দিন ধরে আবার যথেষ্ট ঠান্ডা পড়েছে। আপনার ছাত্ররা পোলাও আর ডিম তো বেশ ভালোই রান্না করেছে। আমি আশা করি ছাত্রদের সাথে পিকনিকটা বেশ ভালই এনজয় করেছিলেন আপনি।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

 10 months ago 

স্কুলে ক্লাস না হলেও প্রাইভেট পড়ানো নিয়ে আপনাকে অনেক বেশি ব্যস্ততার মধ্যেই আপনার দিনটা শুরু করতে হয়। তারপর আবার ছাত্রদের সাথে পিকনিক করেছেন, বিষয়টা একটু মজার মনে হয়েছে। আপনাদের তৈরি করা খাবার গুলো অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75904.17
ETH 2906.60
USDT 1.00
SBD 2.64