যেকোনো কাজ ধৈর্য্য সহকারে করলে সফলতা আসবেই।

in Incredible India11 months ago (edited)

যেকোনো কাজ ধৈর্য সহকারে করলে সফলতা আসবেই।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-যেকোনো কাজ ধৈর্য্য সহকারে করলে সফলতা আসবেই।

প্রত্যেক মানুষকে জীবনে সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হবে। জীবনে সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেগুলো মেনে কাজ করলে অবশ্যই জীবনে সফলতা আসবে। জীবনে সফল হওয়ার জন্য কয়েকটা শর্তে মধ্যে একটা হচ্ছে আপনি যে কাজটা শুরু করবেন, সেই কাজটা খুব ভালভাবে শিখবেন এবং সেই কাজের শেষ পর্যন্ত ধৈর্য্য সহকারে থাকবেন।

fishing-453296_1280.jpg
Pixabay

অনেকেই দেখা যায় একটা কাজ শুরু করে কিন্তু সেই কাজটা ভালভাবে না শিখেই শুরু করে, এর দ্বারা সেই কাজের মধ্যে অনেক ভুল হয়ে যায় এবং সে সেই কাজে আর অগ্রসর হতে পারে না। আবার অনেকেই কাজ শিখে ঐ কাজ শুরু করে কিন্তু ঐ কাজের শেষ পর্যন্ত করতে চায় না। অল্প কিছুদিন কাজ করে যখন সফল হতে না পারে তখন ঐ কাজ ছেড়ে দেয় এবং নতুন আরেকটা কাজ শুরু করে।

নতুন যে কাজটা শুরু করল সেই কাজটা আবার অল্প কিছুদিন করে আবার সেটাও ছেড়ে দিয়ে নতুন আরেকটা কাজ শুরু করে, এই ভাবে কাজ একটা ছাড়ে আরেকটা শুরু করে, আর কখনও জীবনে সফল হতে পারে না। এই ধরণের লোকেরা সব সময় খুব অল্প সময়ে এবং খুব সহজেই সফলতা পেতে চায়। কিন্তু সফলতা কখনোই এত সহজে আসে না।

আমার খুব পরিচিত একজন মানুষ যে অনেক দিন আগে ব্যবসা শুরু করেছিল। তার সাথে আরও দুইজন মানুষ ব্যবসা শুরু করে, কিন্তু ব্যবসার প্রথমে কেউ লাভবান হতে পারছিল না। ব্যবসায় শুধু লস হচ্ছিল। তাই অপর দুইজন ব্যবসা ছেড়ে দেয়, কিন্তু প্রথম জন ব্যবসায় লস হওয়ার পরেও ব্যবসা ছাড়ে নাই।

সে নিয়মিত ব্যবসা করেছে এবং ব্যবসা টিকিয়ে রাখার জন্য অনেক কষ্ট করেছে। এখন সে একজন সফল উদ্যোক্তা। তার ব্যবসা থেকে এখন প্রতি মাসে কমপক্ষে দুই লাখ টাকার মত ইনকাম থাকে। তার অধিনে এখন ছয়জন মানুষ চাকরি করে।

পক্ষান্তরে অপর দুইজন যারাও ব্যবসা শুরু করেছিল। কিন্তু ধৈর্য্য ধরতে পারে নাই, এবং ব্যবসার সাথে লেগে থাকতে পারে নাই, তারা দুইজন এখন অন্য একটা প্রাইভেট কোম্পানীতে চাকরি করে, বেতন খুব বেশি না। তারা এখন আফসোস করে যে, কেনো তারা ব্যবসা ছেড়ে দিল! তারা দুইজন যদি ব্যবসার সাথে কষ্ট করে লেগে থাকত তারাও এখন সফল হতে পারত।

এজন্য আমরা যে কোন কাজ করব, ধৈর্য্য সহকারে করার চেষ্টা করব এবং ঐ কাজের সাথে লেগে থাকব তাহলে সফলতা আসবেই। সফলতা কখনোই হঠাৎ করে অল্প সময়ের মধ্যে আসে না।সফলতা আসে অনেক চেষ্টা এবং পরিশ্রমের পর।

বন্ধুরা আজকে আর লিখবো না । আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরেক দিন আবার নতুন টপিক নিয়ে আসতে পারি।খোদা হাফেজ।

TQ.png

             @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 11 months ago 

স্যার আপনি খুব সুন্দর একটি আর্টিকেল উপস্থাপনা করছেন, ধৈর্য ধারণ করলে সফলতা আসবেই, বাস্তবতা এটাই যে যার যত বেশি ধৈর্য শক্তি ক্ষমতা আছে তারা খুব দ্রুতই জীবনকে পরিবর্তন করতে পারে, তাই ধৈর্য ধারণ করার চেষ্টা করব আমাদের জীবনের সফলতা আনার জন্য।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে সেই মোতাবেক মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন

 11 months ago 

Amigo es muy importante tener paciencia para así poder lograr el éxito en lo que realizamos y es cierto que la persona con más paciencia lo puede hacer. Gracias por compartir esta linda publicación. Saludos y bendiciones.🤗

 11 months ago 

Muchas gracias, muchas gracias por leer mi publicación con cuidado y ser muy agradable para comentar en consecuencia.

Loading...

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66053.51
ETH 3482.63
USDT 1.00
SBD 3.17