জীবনে সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন।

in Incredible Indialast year

জীবনে সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন।

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব।আর সেই বিষয়টার নাম হলোঃ জীবনে সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন

clock-2696234_1280.jpg
Pixabay

সময় এবং নদীর স্রোত কখনও কারো জন্য অপেক্ষা করে না। আপনি কখনও সময় এবং নদীর স্রোতকে ধরে রাখতে পারবেন না।সময় এবং নদীর স্রোত সব সময় আপন গতিতে চলতে থাকে। আপনি যদি ঘড়ির কাটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোন ক্লান্তি ছাড়াই ঘড়ির কাটা তার আপন গতিতে চলছে। সে কারো জন্য অপেক্ষা করছে না।

যেমন মানুষ সময়ের সাথে সাথে বদলায়। আর, সঠিকভাবে জীবন বদলানোর জন্য। সময়ের সঠিক ব্যবহার করা আবশ্যক। কেননা, একটা সময় পর আপনি দেখবেন যে, আপনার জীবনে সব আছে কিন্তু, সময় আর নেই। তাই সময়ের মূল্য দিতে শিখুন। দেখবেন আপনি জীবনে সফলকামী হতে পারবেন।

সময় আপনার জন্য অপেক্ষা না করলেও, আপনার কাজগুলো আপনার জন্য অপেক্ষা করে থাকবে। অর্থাৎ, সময় চলে গেলেও কাজ ঠিকঠাক করা লাগবেই। আসুন

আপনি সময়কে ধরতে পারবেন না কিন্তু সময়ে কাজে লাগাতে পারবেন। এই পৃথিবীতে সময়কে যে যত বেশি কাজে লাগিয়েছে সে তত বেশি সফল হয়েছে।আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে, সময়ের কাজ সময়েই করা উত্তম। সময় শেষ হয়ে গেলে শুধু আফসোস করতে হবে, তখন আর কিছুই করার থাকবে না।

আমাদের জীবন থেকে যে মুহূর্তটা চলে যাচ্ছে সেটা খুব মূল্যবান। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা খুব মূল্যবান। এই জন্য এই মূল্যবান সময়কে অহেতুক নষ্ট না করে কাজে লাগানো প্রয়োজন। এই জন্য একটা গানে বলা হয়, সময় গেলে সাধন হবে না।

আমাদের সবাইকে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। তাহলে আমরা নিজেরাও সফল হতে পারব আমাদের দেশটা হবে সুন্দর, আমরা সবাই মিলে যদি মূল্যবান সময়কে অবহেলায় নষ্ট না করে সঠিক ভাবে কাজে লাগাই তাহলে সুন্দর একটা পৃথিবী সৃষ্টি হবে।যেই পৃথিবীর সমস্ত মানুষ সফল হবে।

এই দুনিয়ার অনেক কিছুই চলে গেলে আবার ফিরিয়ে আনা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না।সময় খুব দ্রুত চলে যায় এই সময়কে যারা সঠিক ভাবে কাজে লাগাতে পারে তারাই সফলতার মুখ দেখতে পায়। মানুষের সময় শেষ হয়ে গেল আফসোস করা ব্যতীত আর কিছুই থাকে না।

সময়কে কাজে লাগানোর জন্য আমাদের প্রতি মুহূর্তের কথা স্মরণ রাখতে হবে। আপনি যদি প্রতি মিনিটের কথা স্মরণ রাখতে পারেন যে, আপনি এই মিনিটে কি করলেন তাহলে একসময় ঘন্টার কথাও মনে রাখতে পারবেন এবং আপনার সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে পারবেন।

বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।আজকের মতো আর লিখবো না।অন্যদিন আবার অন্য বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ

TQ.png

            @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 last year 

প্রিয় ভাই, আমাদের বাংলাদেশে আরো একটি প্রবাদ আছে , সেটি হলো সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়। অর্থ্যাৎ আমরা যদি সময়ের কাজ সময়ে করি তাহলে অল্প পরিশ্রমে সেই কাজ করা সম্ভব। কিন্তু সময় শেষে যদি সেই কাজ করতে যাই তাহলে আগের থেকে আরো বেশি পরিশ্রম করা লাগতে পারে সেই কাজে। তাই আমাদের সকলের উচিত সময়ের কাজ সময়ে করা।

আপনার লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি সময়কে কাজে লাগানোর জন্য বেশ কিছু মূল্যবান কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন সবসময় প্রিয় ভাই।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন ভাই

Loading...
 last year 

ঠিক বলেছেন ভাই জীবনের সফলতার পিছনে সঠিক সময় টা আমাদের কাজে লাগাতেই হবে ৷ আর সময় এমন একটি জিনিস সময়ের সাথে তাল না মিলাতে পারলে সব কিছু গোল্লায় চলে যাবে ৷ কারন সময় কারো জন্য অপেক্ষা করে থাকে না ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য ভালো থাকবেন

 last year 

সময়ের সাথে যেমন নিজেকে বদলে নেয়াটা দরকার! ঠিক তেমনি গুরুত্বপূর্ণ সময়ে,,, সেই সময়টাকে কাজে লাগানো টাও! আমাদের প্রত্যেকেরই প্রয়োজন।

সময় আপনার জন্য অপেক্ষা না করলেও, আপনার কাজগুলো আপনার জন্য অপেক্ষা করে থাকবে। অর্থাৎ, সময় চলে গেলেও কাজ ঠিকঠাক করা লাগবেই। আসুন

একদমই ঠিক বলেছেন,,, সময় আমাদের জন্য অপেক্ষা করে না! কিন্তু আমাদের কাজগুলো আমাদের জন্য ঠিকই থেকে যায়! আমাদের প্রত্যেকেরই উচিত! সেই কাজগুলোকে সঠিকভাবে সম্পূর্ণ করা।

বাস্তবতাটা এত সহজভাবে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন! যেটা পড়ে আসলে জীবনের প্রত্যেকটা মানে খুঁজে পাওয়া যায়! আমাদের জীবনটা সহজ না হলেও! সেটাকে সহজ করেই নিতে হয়।

অসংখ্য ধন্যবাদ,,,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 last year 

Amigo estoy de acuerdo con usted el éxito de da si lo utilizamos adecuadamente y no dejar lo que puedes hacer hoy para mañana. Me encantó tu publicación gracias por compartir. Saludos y bendiciones.🤗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32