গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার।

in Incredible Indialast year

গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার।

অনেকদিন পর আজকে আমি আপনাদের সাথে গোলাপ ফুল নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশে সবার কাছে পরিচিত এবং খুবই জনপ্রিয় ফুল হলো গোলাপ ফুল। গোলাপ ফুল বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। গোলাপ ফুলকে ফুলের রাণী বলা হয়।

IMG_20230616_101245.jpg

বাংলাদেশে বিভিন্ন ধরনের গোলাপ ফুল রয়েছে। গোলাপের কোন গন্ধ নেই। গোলাপ ফুলের বিভিন্ন ধরনের রং হয়ে থাকে।যেমনঃ সাদা, লাল, হলুদ, সবুজ, গোলাপী ইত্যাদি বিভিন্ন রকমের রং হয়ে থাকে। গোলাপ গাছে কাটা থাকে এবং পাতায় ও ছোট ছোট অনেক কাঁটা থাকে।এক কথায় গোলাপ আমাদের অনেক কাজে লাগে।

IMG_20230616_101303.jpg

নিচে গোলাপের ব্যবহার আলোচনা করা হলোঃ-

গোলাপ ফুলের বহুবীধ‌ ব্যবহার রয়েছে। আমি ছোটবেলায় আমার বইতে পড়েছিলাম যে গোলাপ ফুল দিয়ে পারফিউম,সাবান ইত্যাদি তৈরি করা হয়। এবং স্কুল কলেজে বিদায় অনুষ্ঠান হলে বিদায়ী ছাত্র ছাত্রীদের কে একটা করে গোলাপ দিয়ে বিদায় দেয়া হয়।এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে নবীন ছাত্র ছাত্রীদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

IMG_20230616_101317.jpg

এছাড়া কোন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গোলাপ ফুল মহান আল্লাহ তায়ালার এক অশেষ রহমত।বিভিন্ন খেলা, এবং মেলার মাঠে আমরা দেখতে পাই যে অনেকে সেখানে এই গোলাপ ফুল বিক্রি করেন।

IMG_20230616_101200.jpg

বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই গোলাপ ফুল বিক্রি করে তার পরিবার চালান। অনেকের গোলাপ ফুলের নার্সারি রয়েছে।তারা তাদের নার্সারি থেকে প্রতিবছর ভালো ইনকাম করেন। গোলাপ ফুল শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। এই ফুল পৃথিবীর অনেক দেশেই প্রচলিত।

আমাদের বাংলাদেশে ১৪ই ফেব্রুয়ারি ভালো বাসা দিবস।এই দিনে প্রচুর পরিমাণে গোলাপ ফুল বিক্রি হয়।কেননা এই দিনে ছেলে মেয়েরা গোলাপ ফুলের মাধ্যমে ভালোবাসা বিনিময় করে।তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা বেশি থাকে।

IMG_20230616_101226.jpg

সেই দিন প্রতিটি পার্কে গোলাপ বিক্রেতারা হাতে গোলাপ নিয়ে গোলাপ ফুল বিক্রি করেন।অন্য দিনের তুলনায় সেদিন একটু গোলাপের দাম বেশি হয়। গোলাপ ফুল বাংলাদেশের যে কোনো প্রান্তে পাওয়া যায়। তাই অবশেষে বলা যায় যে ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ ফুল সারাদেশ ব্যাপী বিখ্যাত ।

বন্ধুরা আজকে আর লিখবো না।আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরেক দিন আবার নতুন টপিক নিয়ে আসতে পারি।খোদা হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 last year 

সত্যিই অসাধারণ ফটোগ্রাফির লেখনি এবং ছবি তুলে ধরেছো তুমি। গোলাপ ফুল আসলেই আমাদের সকলের অনেক পছন্দের একটি ফুল। এছাড়াও এই গোলাপ ফুলকে বলা হয় ফুলের রানী। যাহা তুলে ধরেছো তুমি এই লেখনীর মধ্যে।

আসলে এই ফুল শুধুমাত্র কোন নির্দিষ্ট জায়গা নাই বরং সকল জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণস্বরূপ বিয়ের অনুষ্ঠান, নবীনবরণ অনুষ্ঠানে, কাউকে গিফট করার ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন ব্যবহার এখানে উল্লেখিত।

মানুষ ফুল বিক্রি করে তার পরিবারকে পরিচালিত করে থাকে কেননা এটাও বেশ ভালো বিক্রি হয়। লক্ষ্য করলে দেখা যায় ফুটপাতে অনেক মানুষ রয়েছে যারা ভিক্ষা না করে কর্মঠ হতে চায় তা বোঝা যায় এবং উপলব্ধি যদি কেউ করে তাহলে সে অবশ্যই তাদের কাছ থেকে ফুল ক্রয় করবে কর্মঠ হওয়ায় উৎসাহিত প্রদান করার জন্য। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি লেখনী এবং ছবি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবে

 last year 

আপনি বেশ কয়েকটি গোলাপ ফুলের ছবি শেয়ার করেছেন ৷ প্রতিটি গোলাপ ফুলের ছবি অসাধারন হয়েছে ৷ তাছাড়াও গোলাপ কে ফুলের রানী বলা হয়ে থাকে ৷ গোলাপ ফুল ভালোবাসার একটি অংশ বলা যায় ৷ গোলাপ ফুলের চাহিদা সব জায়গায় রয়েছে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68598.13
ETH 2704.77
USDT 1.00
SBD 2.72