আমাদের নাটুয়াপাড়া চরে বাদাম চাষ।

in Incredible Indialast year (edited)
আমাদের নাটুয়াপাড়া চরে বাদাম চাষ।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহতালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহতালার রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হচ্ছে আমাদের নাটুয়াপাড়া চরে বাদাম চাষ।

IMG_1679325399702.jpg

ছবিতে দেখতে পারছেন একটা বাদামের জমি।এই জমিটা হলো আমার বন্ধু লিটন তালুকদারদের। প্রতি বছর এই জমিতে বাদাম চাষ করে । বিশেষ করে তাদের জমি বালু মাটি হওয়াতে বাদাম আবাদ করে।কারন বালু মাটিতে বাদাম চাষের জন্য উপযোগী।

IMG_1679325372769.jpg

কারণ বালু মাটিতে অন্য ফসল ভালো হয়না। তাই বন্ধুরা প্রতি বছর বাদাম চাষ করে অনেক টাকা লাভ করে থাকে। কারন বন্ধু লিটন তালুকদারের এমন জমি প্রায় ৩ বিঘা। এই ৩ বিঘা জমিতে বাদাম আবাদ করে।দেখা যায় এই ৩ বিঘা জমি হতে অনেক টাকা লাভ হয়।

কারন বাদাম চাষ এ বেশি টাকা খরচ হয় না। প্রতি বিঘা জমিতে মাত্র ৫ হাজার টাকা খরচ হয়। আর প্রতি বিঘা জমির বাদাম প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করা যায়। যেমন প্রতি বিঘা জমিতে বাদাম প্রায় ৮ হতে ৯ মণ বাদাম হয়ে থাকে।

আর এই বাদাম হাটে ২৫০০ টাকা হতে ৩০০০ টাকা মণ বিক্রি করে। তাই দেখা যাচ্ছে অন্য আবাদ হতে বাদাম এর আবাদে পরিশ্রম কম এবং তুলনামূলক অনেক টাকা লাভ হয়। কারন বাদামের আবাদে পানি সেচের প্রয়োজন নেই।

IMG_1679325387171.jpg

তবে অতিরিক্ত খরা বা মাটি শুষ্ক হলে একবার সেচ দেওয়া হয়। তাই বলা যায় বাদামের আবাদে লাভ বেশি। এজন্য আমার বন্ধু লিটন তালুকদার প্রতি বছর বাদাম চাষ করে থাকে। তাই আপনাদের যাদের এমন জমি আছে তারা আমার বন্ধু লিটন তালুকদার এর মতো বাদাম চাষ করে লাভবান হতে পারেন।

IMG_1679325404147.jpg

এছাড়া বাদাম একটি পুষ্টিকর খাবার। তাই কেউ যদি প্রতি দিন বাদাম খায় তাহলে তার মস্তিষ্ক ভালো কাজ করবে। তাই আমাদের যাদের জমি আছে যাদের উপরোক্ত বিষয় বিবেচনা করে বাদাম চাষ করা উচিত।

এখন বাদাম খেলে কি কি উপকার হয় তা নিচে আলোচনা করা হলোঃ

১.
কেউ যদি নিয়মিত একমুঠ করে বাদাম খায় তাহলে ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকটাই কম হয়।

২.
ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে নানান ধরনের হৃদরোগ দূর করতে সাহায্য করে বাদাম।

৩.
ক্যান্সারের মত মরণব্যাধি রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে বাদাম। বাদামে থাকা ফলিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে।

৪.
নিয়মিত বাদাম খেলে বাদামে থাকা ভিটামিন বি, ভিটামিন বি৩ উপাদান মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে।

৫.
বাদাম হলো শক্তির উৎস। বাদাম খাওয়ার ফলে শরীরে শক্তি আসে।তাই নিয়মিত বাদাম খেলে শরীরের ক্লান্তি দূর হয়।

৬.
বাদাম ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এবং প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধ করতে পারে বাদাম।

৭.
কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড় গঠনে সাহায্য করে এবং মাংসপেশি মজবুত করতে সাহায্য করে ।
তাই উপরোক্ত কারণগুলো পড়ে আমাদের সবারই উচিত নিয়মিত বাদাম খাওয়া।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি ।আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

বন্ধুরা আমি যে ছবিগুলো তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Many many thank you for support ❤️❤️❤️❤️

 last year 

ভাই আপনাদের ঐ দিকে বাদাম চাষ আমাদের এই দিক থেকে আলাদা ৷ আপনারা বালু মাটিতে বাদাম চাষ করেছেন ৷ আর বিশেষ করে বালু মাটিতেই বাদাম চাষ ভালো হয় ৷ তারপর বাদাম গাছের লাইন গুলো সারিবদ্ধ ভাবে রয়েছে ৷ দেখে খুবই ভালো লাগলো ভাই ৷

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বাদাম চাষের একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন ভাই

 last year 

Amigo que gusto conocer sobre el cultivo de almendro, no sabía que se cultivan en suelos arenosos, las almendras proporcionan muchos beneficios para el cuerpo humano.

Fue un gusto leerte.

 last year 

Yes didi nut grows in sandy soil. And nuts are beneficial for the human body rightly said. So thank you very much for reading my post carefully and expressing valuable comments. Be well didi

 last year 

ভাই আমাদের এই দিকে বাদাম চাষ হয় না যার কারণে বাদাম চাষ কিভাবে হয় আমার জানা নেই এবং বাদাম গাছ কেমন হয় সেটিও আমার জানা নেই কিন্তু আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম বাদাম গাছ দেখতে কেমন হয় এবং আপনি বাদামের অনেক উপকারিতা আমাদের মাঝে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ে মূল্য মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই আপনি আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনি শেয়ার করেছেন বাদাম নিয়ে,
আসলে আমরা সকলেই বাদাম পছন্দ করি কিন্তু বাদাম চাষ কখনো দেখা হয়নি চোখে যা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখলাম। অনেক ভালো লাগলো।
সেই সাথে বাদামের পোষ্টটি সম্পর্কে আপনি শেয়ার করেছেন। আমরা সবাই কমবেশি জানি বাদাম একটি পুষ্টিকর খাবার। এবং আপনি আরো বলেছেন বাদাম চাষে অত্যন্ত লাভ হয়। যা আমরা আপনার ফটোগ্রাফের মাধ্যমে বুঝতে পেরেছি এখানে কি পরিমাণ বাদাম উৎপাদন হব।

আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবে এবং দোয়া করবে।

 last year 

আজকে দেখছি আপনি বাদাম চাষের সুন্দর একটা ফটোগ্রাফি এবং তার উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন এবং বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন।

আবার পোস্ট করে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44