সবুজ প্রকৃতিতে ভরা আমাদের এই বাংলাদেশ।

in Incredible Indialast year

সবুজ প্রকৃতিতে ভরা আমাদের এই বাংলাদেশ।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করবো টপিকটার নাম হলো:-সবুজ প্রকৃতিতে ভরা আমাদের এই বাংলাদেশ।

আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি নিয়ে আলোচনা করবো।সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। চারদিকে শুধু সবুজে ভরপুর।যে দিকেই চোখ যায় সেদিকেই সবুজ আর সবুজ। বাংলাদেশের সর্বত্রেই সবুজ শ্যামলে ভরা।

IMG_20230628_095410.jpg

গ্ৰাম বাংলার মাঠে ঘাটে নদী নালা খাল বিল ইত্যাদিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক অপরূপ সৌন্দর্য। চারপাশে তাকালেই মন ভরে যায় সবার।দেখলে শুধু দেখতেই মন চায়। বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি।মনে হয় পৃথিবীর সকল সৌন্দর্য আমাদের বাংলাদেশে দিয়েছে।বাংলার পল্লি-প্রকৃতি মহান আল্লাহ তায়ালার এক অশেষ রহমত।

IMG_20230628_095315.jpg

এছাড়া অপরূপ গ্রাম-বাংলার প্রকৃতি, দেখতে ভারি মিষ্টি। কত যে ভালো লাগে, বলে বোঝাতে পারবো না কাউকে। মন শুধু চায় সারাক্ষণ ঘুরে বেড়ায় দেশের এ প্রান্ত হতে ও প্রান্তে। বাংলার ভূসর্গ সিলেট, চারিদিকে চা-বাগান আর চা-বাগান। পাহাড়ি ঢালে বাক নেয়া চা-বাগানগুলি দেখলে, মন ভরিয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়।

IMG_20230628_095351.jpg

বাংলার মেঘালয় বান্দরবান, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মেঘের উপর বাড়ি, মানুষের চলাচল মেঘের উপরেই। ভোর সকালে নিচ দিয়ে ছুটছে হাজারো মেঘ, উপরে পাহাড়ি আঁকাবাকা উঁচুনিচু পথে চলছে মানুষ। সবাই ব্যাস্ত, কেউ প্রকৃতি দেখা নিয়ে কেউবা আবার জুম ক্ষেতে নতুন ফসল তুলতে বা বুনতে।

বাংলার গ্রামীন পরিবেশ, খুব ভোরেই পাখির ডাকে ভেঙে যায় মানুষের ঘুম। মানুষ তার কর্ম নিয়ে ব্যাস্ত। খোলা মাঠে যেখানে প্রচুর ঘাস সেখানে গরু ছাগল বাধা কিংবা বাড়ির আঙ্গিনায়, হাস মুরগি ছাড়া।

IMG_20230628_102449.jpg

গরুগুলোর হামবা হামবা ডাক ছাগলগুলোর ম্যায়্যা ম্যায়্যা ডাক এবং পাখপাখালিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত থাকে গ্রাম বাংলা।

IMG_20230628_102604.jpg

ছোট ছোট ছেলেমেয়েরা সারাদিন মাতিয়ে রাখে পুরো গ্রাম। তারা খেলে নানান সব খেলা ফুটবল, গোল্লাছুট, দৌড় ঝাপ, বুড়ি-ছি ও ইত্যাদি।

বাংলার রুপ সত্যি এক অপূর্ব। আমাদের এদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা। এদেশের মাঠে ঘাটে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। ফসলের মাঠের বুকে রয়েছে ছোট ছোট নদ নদী। আবার ফসলের মাঠের বুকে রয়েছে আঁকাবাঁকা পথ।

কাজী নজরুল ইসলামের কবিতা, মাঠের পরে মাঠ চলছে মাঠের নাহি শেষ। বাংলাদেশ চির সবুজের দেশ। আমাদের দেশের শিল্পিরা এই প্রকৃতির ছবি আঁকা আঁকি করেন। বাংলাদেশর প্রকৃতি এক অপরূপ।

IMG_20230628_095430.jpg

এদেশের প্রকৃতি আর মানুষের জীবনের সাথে মিল রয়েছে। এদেশের গাছের সবুজ পাতার ডালে পাখিরা বসবাস করে। এদেশের শহরের থেকে গ্ৰামের প্রকৃতি অনেক সুন্দর।গ্ৰামের মানুষেরা সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।গ্ৰামের মানুষের পেশা বিভিন্ন ধরনের। কবি বলেছেন আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। বর্ষাকালে এদেশের মাঠ ঘাট খাল বিল নদী নালা সব কিছু পানিতে ভরপুর থাকে।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি।আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 last year 

ঠিক বলেছেন ভাই সবুজ প্রকৃতিতে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশে সবুজ সমরাহো ঘেরা ৷ আমাদের দেশে এমন সৌন্দর্য আসলেই পাওয়া টা অনেক ভাগ্যের ব্যাপার ৷ আমাদের প্রকৃতিতে থাকা সবকিছুই এক অপরুপ সৌন্দর্য রয়েছে যেগুলো দেখে আমরা সবাই মনোমুগ্ধকর হয়ে যাই ৷ আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা হয়ে থাকে না ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

আমাদের বাংলাদেশ সবুজে গড়া যেদিকে তাকাই সে দিকে সবুজ রঙের গাছ গাছালি আমরা দেখতে পাই তাই তো বলা হয় আমার সোনার বাংলাদেশ দেশে যেদিকে দেখি সেদিকে শুধু সোনার মত চকচক করে সবুজে ভরা। ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে শেয়ার করেছেন যেগুলো দেখে ভালো লাগলো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61215.97
ETH 3350.38
USDT 1.00
SBD 2.49