আমরা যখন কথা বলি, তখন ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন।(Beneficiaries 10%meraindia)

in Incredible Indialast year

আমরা যখন কথা বলি, তখন ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো: আমরা যখন কথা বলি, তখন ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন।

playmobil-451203_1280.jpg
Pixabay

আমরা যখন কথা বলি তখন অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমরা যদি চিন্তা ভাবনা করে কথা না বলি। তাহলে অনেক সময় আমরা বিপদে পতিত হব অথবা অপমানিত হব। অনেক সময় আমাদের সেই রকম কথার দ্বারা অন্য মানুষের বিপদ হতে পারে। অথবা আমাদের সেই কথার দ্বারা অন্য মানুষের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে।

অনেক সময় শুধুমাত্র মুখের কথার দ্বারাই সম্পর্ক ঠিক থাকে। আবার অনেক সময় এই মুখের কথার দ্বারাই সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিছু কিছু সময় মুখের কথার দ্বারাই বন্ধুত্ব তৈরী হয়। আবার কিছু কিছু সময় এই মুখের কথার দ্বারাই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য সব সময় কথার বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে।

কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে দেখানো হয় যে, একটা ছেলে সব সময়ই কোন কিছু চিন্তা না করেই কথা বলে। এবং সব সময় বেশি কথা বলে। একদিন তার কাছে তার একজন বন্ধু আসলো।তারা দুইজন এক সাথে কলেজে পড়াশোনা করত। তার ঐ বন্ধু এসেই বলল।
Pixabay

friends-3077835_1280.webp

তোমার কি রোজিনার এর কথা মনে আছে। রোজিনা হচ্ছে তাদের দুইজনের সাথে একই কলেজে পড়তো।সে উত্তর দিল আরে রোজিনা কে কি ভোলা যায়? রোজিনার যখন মিথুনের সাথে প্রেম ছিল তখন ওদের রুম ডেটিং এর জন্য আমিই তো রুম ঠিক করে দিয়েছিলাম। তখন তার বন্ধু এই কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল যে রোজিনার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে।

তখন সেই ব্যক্তি সেখানে অপমানিত হল এবং লজ্জিত হল।তার উচিত ছিল প্রথমে সম্পূর্ণ কথা ভালভাবে শোনা এবং সেই কথা অনুযায়ী উত্তর দেওয়া।সম্পূর্ণ কথা না শুনে এবং কোন কিছু চিন্তা না করেই কথা বলে দিয়েছে। যার কারণে নিজেও লজ্জিত হয়েছে এবং তাদের বিবাহ হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে গেছে।

আরেকটা ছোট ঘটনা বলি, আমার এক বন্ধু একদিন বাজারে গিয়েছে। তার এক বন্ধুর সাথে বাজারে দেখা হল।তার সেই বন্ধু বিবাহ করেছে এবং স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়েছে। তখন স্বাভাবিক ভাবে আমার সেই বন্ধু তাকে জিজ্ঞেস করেছে এই মেয়েটি কে? সে উত্তর দিল যে, এটা আমার স্ত্রী। তখন আমার সেই বন্ধু আবার তাকে জিজ্ঞেস করছে যে, তুমি আবার বিবাহ করেছো? কবে আবার বিবাহ করলা?

conversation-799448_1280.webp
Pixabay

এই কথা শোনার পর তার স্ত্রী তার সাথে রেগে গেছে যে, তুমি আগেও একবার বিবাহ করেছিলে? এখন সে আর তার সংসার করবে না। পরবর্তীতে তার স্ত্রীকে ভালভাবে বুঝিয়ে এবং আমার সেই বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে তার সামনে প্রমাণ করেছে যে, সে আগে বিবাহ করে নাই।

এই জন্য আমাদের সকলের উচিত সব সময় চিন্তা ভাবনা করে কথা বলা। চিন্তা ভাবনা করে কথা বললে সেই কথার মধ্যে ভুল কম হয়। আর চিন্তা ভাবনা ব্যতীত কথা বললে সেই কথার মধ্যে ভুল বেশি হয়।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

         @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 last year 

আপনার সম্পূর্ণ পোস্টটি পড়লাম, চমৎকারভাবে গুছিয়ে আপনি আজকের এই পোস্টে করেছেন। কথার মধ্যে আসলে মাপকাঠি রাখা প্রয়োজন বলে আমি মনে করি। কথার মাধ্যমে গড়ে ওঠে বন্ধুত্ব আবার এই কথার মাধ্যমে শত্রুতার সৃষ্টি হয়।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে সেই মোতাবেক মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 last year 

আপনাকে স্বাগতম ভাইজান!

 last year 

আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।আমি মনে করি বেশি কথা বললে ভুল বেশি হয় ।তাই বেশি কথানা বলে যতটুকু বলা দরকার ততটুকু ভেবেচিন্তে বলা ভালো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য।ভালো থাকবেন।

আসলেই সঠিক বলেছেন আমাদের সবার উচিত প্রথমে সম্পূর্ণ কথা শোনা এবং যথাযথ উত্তর দেয়া এতে আমাদের সবার সাথে সম্পর্ক যেমন ভালো থাকবে তেমনি আমরাও অনাকাঙ্ক্ষিত লজ্জার হাত থেকে বেঁচে যাবো। আপনার উদাহরণগুলো থেকে আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করতে পারি যাতে পরবর্তীতে আমরা এসব পরিস্থিতি এড়াতে সক্ষম হই
এতো সুন্দর টপিক নিয়ে লিখার জন্য ধন্যবাদ আপনাকে

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে সেই মোতাবেক মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

 last year 

Thank you

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58635.35
ETH 3152.96
USDT 1.00
SBD 2.44