জীবনে সফল হতে হলে অন্যের কথায় কান দেওয়া যাবে না

in Incredible Indialast year

জীবনে সফল হতে হলে অন্যের কথায় কান দেওয়া যাবে না

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-জীবনে সফল হতে হলে অন্যের কথায় কান দেওয়া যাবে না

বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে সবাই যার যার নিজ অবস্থান থেকে সফল হতে চায়।কেউ হয়ত চাকরিতে সফল হতে চায়।কেউ আবার ব্যবসাতে সফল হতে চায়, কেউ কৃষি কাজে সফল হতে চায়। এর মধ্যে কেউ সফল হতে পারে আবার কেউ সফল হতে পারে না।

business-3189797_1280.webp
Pixabay

জীবনে সফল হতে হলে অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।যার মধ্যে একটা বিষয় হচ্ছে, নিজের উদ্দেশ্য ঠিক রাখতে হবে এবং সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য অন্য কারো কথার দিকে কান দেওয়া যাবে না।

আপনি যখন সফলতার দিকে চলতে থাকবেন অনেকেই পিছন থেকে আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে এবং বলবে যে, তোমার দ্বারা এটা হবে না। তুমি যেরকম আছো সেই রকমই থাকো। তার এই কথা শুনে যদি আপনি থেমে যান, তাহলে কখনও সফলতা আসবে না।

আজকেও একটা গল্প উল্লেখ করছি মনোযোগ দিয়ে পড়বেন।যদিও এটা একটা গল্প কিন্তু এর মধ্যে উল্লেখিত বিষয়টা খুব ভাল ভাবে বুঝে আসবে।

এক গাছের ডালে এক কাক বাসা বেঁধেছিল।কিছুদিন পর সে সেই বাসায় কয়েকটা ডিম দিয়েছিল, একদিন হঠাৎ করে একটা বাতাস আসে এবং কাকের বাসা থেকে একটা ডিম মাটিতে পড়ে যায়, কিন্তু ডিমটা ভাঙে না। ঐ গাছের নিচ দিয়ে একটা মুরগি যাওয়ার সময় ডিমটা দেখতে পায়। ডিমটা সে সাথে করে তার বাসায় নিয়ে যায়।

মুরগির কয়েকটা ডিম ছিল, সেগুলোর সাথে কাকের ডিমটা রেখে দেয়। কিছুদিন পর মুরগি সবগুলো ডিমে তাপ দিতে থাকে এবং নির্দিষ্ট সময়ের পর সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয়। ঐ কাকের ডিম থেকেও বাচ্চা বের হয়।

কিছুদিন পর কাকের বাচ্চা যখন নিজেকে আলাদা ভাবতে শুরু করে এবং তার মত দেখতে অন্য কাকদের উড়ে যেতে দেখে, তখন সে মুরগিকে বলে আমি উড়তে চাই, মুরগি তখন বলে যে তুমি তো মুরগি, তুমি উড়তে পারবে না। কাকের বাচ্চা তার কথা মেনে নেয়।

কাকের বাচ্চা আবার স্বপ্ন দেখে যে, সে আকাশে উড়ছে।এবং তার মত দেখতে অনকগুলো কাক তার সাথে উড়ছে, সে আবার মুরগিকে বলে, মুরগি আবার একই কথা বলে। কাকের বাচ্চা মুরগি কথা শুনতে শুনতে একদিন উড়ার কথা ভুলে যায় এবং মুরগির সাথে থাকতে থাকে, এমন অবস্থায় তার মৃত্যু হয়।

আমরা এই গল্প থেকে বুঝতে পাড়ি যে, কাকের বাচ্চা যদি মুরগির কথা না শুনে উড়ে চলে যেত তাহলে সে নিজেকে চিনতে পারতো এবং তার স্বপ্ন পূর্ণ হতো।

এই রকম আমাদের জীবনে চলার পথে অনেক বাঁধা সামনে আসবে, অনেকেই বলবে তুমি পারবে না, কিন্তু সেই দিকে খেয়াল না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং আমি পারবোই এরকম মন মানসিকতা নিয়ে চলতে হবে। তাহলেই জীবনে সফলতা আসবে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্টটা মনোযোগ সহকারে পড়ার জন্য।

বন্ধুরা আজকে আর লিখবো না । আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরেক দিন আবার নতুন টপিক নিয়ে আসতে পারি।খোদা হাফেজ।

TQ.png

            @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 last year 

জ্বী ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। জীবনে আমরা যারাই একটু এগুতে চাই কিন্তু পেছন থেকে আমাদের টেনে ধরার চেষ্টা করা হয়। অনেকে অনেক কথা বলে। আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু সব বাধা পেরিয়ে সামনের দিকে অগ্রসর হওয়াই হলো প্রকৃত সাফল্যের পথে এগিয়ে যাওয়া।

তাই আমাদের উচিত অন্যের কথা এড়িয়ে চলা। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি লিখা আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবসময়।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

জীবনে এগিয়ে যাওয়াটা যেমন সহজ নয়! ঠিক তেমনি জীবনে এগিয়ে যাওয়াটা সহজ! আপনি যদি কোন একটা কাজে সফল হন! তখন আপনার সামনে থাকা মানুষ গুলো আপনার জন্য হাততালি দেবে! আবার দেখবেন আপনি যখন কোন একটা কাজ করতে যাবেন! তখন ওই মানুষ গুলি আপনাকে টেনে ধরবে।

জীবনের সফল হতে গেলে,, নিজের মন নিজের কঠোর পরিশ্রম সবকিছু নিজের মতো করে চলতে হবে! অন্য একজন মানুষ আপনাকে কি বলেছে,,, না বলেছে! সেখানে কখনোই কান দেয়া যাবে না।

অসম্ভব ভালো লাগলো,,,, আপনার আজকের পোস্ট পড়ে অনেক দারুন একটা বিষয় আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন আপু

Loading...
 last year 

জীবনে সাফল্য অর্জনের চেষ্টায় সবাই থাকে কেউ অন্যের কথা শুনে নানা ধরনের সমস্যার সম্মখীন মুখে পরে থাকে ৷ যার জন্য সাফল্য অর্জন করতে হলে অন্য মানুষের কথায় কান দেওয়া যাবে না ৷ আপনার পোস্ট টি পড়ে অসাধারন লাগলো ভাই ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করে জানানোর জন্য ভালো থাকবেন ভাই

 last year 

Amigo tienes toda la razón para tener éxito no es necesario escuchar lo que digan los demás, nos has compartido una linda historia que nos deja una gran reflexión. Saludos y bendiciones.🤗

 last year 

Thank you so much dear for reading my post carefully and commenting so nicely

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66094.73
ETH 3446.09
USDT 1.00
SBD 2.66