ভালো ব্যবহারের মাধ্যমেই মানুষ সবার কাছে প্রিয় হয়।
ভালো ব্যবহারের মাধ্যমেই মানুষ সবার কাছে প্রিয় হয়।
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো: ভালো ব্যবহারের মাধ্যমেই মানুষ সবার কাছে প্রিয় হয়।
পৃথিবীর কোন মানুষকেই ছোট করে দেখা ঠিক না। পৃথিবীর কোন মানুষকেই অপমানিত করা ঠিক নয়। কে কখন কার প্রয়োজনে কাজে লাগবে সেটা আমরা কেউই বলতে পারব না। হয়ত এখন আপনি যাকে অপমানিত করছেন একদিন সেই আপনার প্রয়োজনে এগিয়ে আসবে।
এবং আপনাকে সহযোগিতা করবে। অথবা আপনি এমন একটা বিপদের মধ্যে পতিত হবেন যেই বিপদ থেকে ঐ ব্যক্তি ছাড়া আর কেউ আপনার সহযোগিতা করতে পারবে না।কারন পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যেই কোন না কোন ভাল গুন আছে। এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক না কেনো তার মধ্যে অবশ্যই কোন ভাল গুন আছে। এই জন্য পৃথিবীর সকল মানুষকে সম্মান করতে হবে।
প্রত্যেক মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে। আপনার ভাল ব্যবহার আপনাকে সকলের নিকট প্রিয় মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি যদি অন্য সকল মানুষের সাথে ভাল ব্যবহার করেন তাহলে সবাই আপনাকে ভালবাসবে এবং আপনার বিপদে পাশে গিয়ে দাড়াবে।
আরবীতে একটা প্রবাদ বাক্য আছে যার অর্থ হচ্ছে "মানুষ ইহসানের দাস"। অর্থাৎ আপনি যদি কারো প্রতি দয়া করেন। তাহলে সে সব সময় আপনার কথা শুনবে। ঠিক যেমন কোন গোলাম তার মালিকের কথা শোনে। ভাল ব্যবহার এবং ইহসানের মাধ্যমে মানুষের মন খুব সহজে জয় করা সম্ভব। যেটা অন্য কোন ভাবেই সম্ভব না।
মানুষ মরে যায় কিন্তু তার ভাল ব্যবহার পৃথিবীতে অনেকদিন পর্যন্ত থেকে যায়। আপনি যদি ভাল কাজ করেন এবং মানুষের সাথে ভাল ব্যবহার করেন। তাহলে মানুষেরা আপনার ভাল কাজ এবং ভাল ব্যবহার আপনার মৃত্যুর পরেও মনে রাখবে।
আর যদি আপনি মন্দ কাজ এবং মানুষের সাথে মন্দ আচরণ করেন তাহলে আপনার মৃত্যুর পর সবাই খুশি হবে এবং আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে।এই জন্য আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, "এমন জিবন করে যাবে গঠন মৃত্যুর পর হাসবে তুমি কাদবে এই পৃথিবী ।
অর্থাৎ তুমি এমন ভাবে নিজের জীবনকে সাজাও যেন মৃত্যুর পর সবাই তোমার জন্য কান্না করে। এবং মৃত্যুর পর তুমি চির সুখি হও এবং হাসো। আমরা সবাই যেন এই রকম জীবন গঠন করতে পারি। পৃথিবীতে ভাল কাজ করতে পারি এবং মানুষের সাথে ভাল ব্যবহার করতে পারি আমিন।
বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।আজকের মতো আর লিখবো না।অন্যদিন আবার অন্য বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ
@hafizur46n