এমন কিছু মানুষ আছে যারা সবকিছুতেই নিজের লাভ খোঁজে।

in Incredible Indialast year

এমন কিছু মানুষ আছে যারা সবকিছুতেই নিজের লাভ খোঁজে।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-এমন কিছু মানুষ আছে যারা সবকিছুতেই নিজের লাভ খোঁজে

পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সব কিছুর মধ্যে নিজের স্বার্থ খুঁজে। তারা নিজের স্বার্থ ব্যতীত কিছুই করে না, এবং সব জিনিসের মধ্যে থেকে নিজের লাভ বাহির করার চেষ্টা করে। তাদের কাছে যদি কেউ কিছু দেয় সেখান থেকে নিজের জন্য আগে রেখে দেয় তারপর অবশিষ্ট জিনিস অবশিষ্ট কাজ করে।

Pixabay

earn-3172504_1280.jpg

এই বিষয়ে ছোট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা পড়লে বিষয়টা আরও ভাল ভাবে বুঝে আসবে। কোন বিষয়ের সাথে যদি উদাহরণ স্বরূপ কোন ঘটনা থাকে তাহলে সেই বিষয়টা বুঝতে অনেক সহজ হয়। এই জন্য ঘটনা শেয়ার করা।

এক দেশের এক রাজা ছিল, সেই রাজার দরবারে একজন মন্ত্রী ছিল যে সব কিছু থেকে নিজের লাভ খুঁজে নিত। রাজা যদি তার কাছে কোন কিছু কিনতে দেয় তাহলে সে সেখান থেকে কিছু বাঁচিয়ে নিজের জন্য রেখে দেয়। বিষয়টা রাজা বুঝতে পারল, এবং সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল যে, এই মন্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে।

রাজা মন্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য খুব সুন্দর একটা বুদ্ধি বাহির করল, একদিন রাজা তার মন্ত্রীর কাছে চার টাকা দিল এবং বলল এই চার টাকা দিয়ে চারটা চকলেট কিনে নিয়ে আসো। মন্ত্রী চার টাকা দিয়ে চারটা চকলেট কিনে নিয়ে এসে রাজাকে দিল। রাজা চারটা চকলেট হাতে নিয়ে হাসতে লাগল। তখন মন্ত্রী রাজাকে জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেনো? রাজা বলল, কিছু না! মন্ত্রী বলল, কেনো হাসলেন বলুন।

তখন রাজা বলল, আমি শুনেছি তুমি সব কিছু থেকে নিজের জন্য কিছু রেখে দেও, এবং সব কিছুর মধ্যে নিজের লাভ খুঁজতে থাক, আজকে আমি তোমাকে বোকা বানিয়েছি। আজকে তুমি আমার জন্য চার টাকা দিয়ে চারটা চকলেট এনেছো, এর মধ্যে নিজের জন্য কিছুই রাখতে পারো নাই।

তখন মন্ত্রী হাসতে লাগল, রাজা জিজ্ঞেস করলেন, তুমি হাসছো কেনো? মন্ত্রী বললেন, আপনার চার টাকা দিয়ে চারটা চকলেট এনেছি ঠিকই এবং এই চারটা চকলেট আনার মধ্যে আমার কোন লাভ হয় নাই ঠিকই, কিন্তু আমি চারটা চকলেট চেঁটে দিয়েছি। রাজা মন্ত্রীর কথা শুনে অবাক হয়ে গেল, এবং বলল আসলে তুমি একজন আজব মানুষ, সব কিছুর মধ্যেই নিজের লাভ খুঁজে বের করো। চারটা চকলেটকেও ছাড়ো নাই।

আমাদের সমাজেও এই রকম অনেক মানুষ আছে, যারা সব কিছুর মধ্যে নিজের লাভ খুঁজতে থাকে এবং খুঁজে বের করে। এই প্রকৃতির মানুষ অন্য জিনিস না নেওয়া পর্যন্ত ঠিক থাকতে পারে না। তারা অন্যের জিনিস নিয়ে খুশি হয়, এবং সব সময়ই অন্য মানুষকে ধোঁকা দিয়ে থাকে। এই সকল মানুষ থেকে আমাদের বেঁচে থাকতে হবে।

বন্ধুরা আজকে আর লিখবো না । আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরেক দিন আবার নতুন টপিক নিয়ে আসতে পারি।খোদা হাফেজ।

TQ.png

             @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 last year 

একদমই ঠিক বলেছেন,,, ওই রাজার মন্ত্রীর মত আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে! যারা কিনা সামান্য কিছু জিনিসের উপরেও,, তাদের লাভের পরিমাণটা ছাড়তে চায় না।

বাস্তবতা নিয়ে খুবই সুন্দর একটা গল্প আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন! যে গল্পটা আমাদের বাস্তবতাটা আমাদের সামনে নিয়ে আসে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এই মূল্যবান টপিকটা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন

Loading...
 last year 

গল্পটি বেশ ভালোই লাগলো যেখানে মন্ত্রী নিজের স্বার্থের জন্য রাজাকে শেষ পর্যন্ত বোকা বানিয়ে দিল ৷ সে চকলেট গুলো আনছে ঠিকি কিন্তু সেগুলো সে চেটে দিয়েছে ৷ তাহলে এই গল্প থেকেই বুঝা যায় এমন কিছু মানুষ আছে যারা সবকিছুতেই নিজের লাভ খোঁজে।

এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

আপনি একদম ঠিকই বলেছেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের লাভ ছাড়া কিছুই বোঝেনা। আপনার গল্পে ঠিক মন্ত্রীর মত। রাজার মন্ত্রী যেমন নিজের স্বার্থের জন্য রাজাকে বোকা বানিয়েছে ঠিক তেমনি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে। আর এটাই বাস্তবতা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর, এত মূল্যবান একটি টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন

 last year 

ঠিক বলেছেন ভাই। আপনি আপনার এই পোস্টের মাধ্যমে সমাজের কিছু মানুষের বাস্তব চরিত্র তুলে ধরেছেন। খুব শিক্ষানীয় একটি পোস্ট এটি।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন

@hafizur46n ভাই,

অনেক চমৎকার একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ | কিছু,কিছু মানুষ আছে যারা নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে কিংবা অন্যের কাছে আসে | আবার নিজের স্বার্থ হাসিল হওয়া মাত্রই চলে যায় | স্বার্থপরতা কিংবা সুবিধাবাদী মানুষগুলো সাময়িক অবস্থায় এগিয়ে থাকলেও সময়ের পরিক্রমায় নিজেই একদিন সুবিধাবঞ্চিত হয়ে যাবে এটা নিশ্চিত |
 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68147.96
ETH 3273.79
USDT 1.00
SBD 2.66