জীবনে কখনও কখনও একা চলতে শিখতে হয়।(Beneficiaries 10% meraindia)

in Incredible Indialast year

জীবনে কখনও কখনও একা চলতে শিখতে হয়।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো: জীবনে কখনও কখনও একা চলতে শিখতে হয়।

lonely-7689797_1280.webp
Pixabay

প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে। যখন তার পাশে কেউ থাকে না।তখন একা একাই নিজের জীবনকে অতিবাহিত করতে হয়। এটাকে বলা হয় একাকীত্বের জীবন। একাকীত্ব জীবন বড় কঠিন। অনেক মানুষ এই একা জীবনের ভার সহ্য করতে না পেড়ে নিজেকে শেষ করে দেয়।

আমরা কিছুদিন আগে দেখেছি যে, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের চিত্রনায়ক রিয়াজ এর শ্বশুর ফেসবুক লাইভে এসে নিজের একাকীত্ব জীবনের গল্প শুনেছিলেন। এবং গল্প শোনানোর শেষে আত্মহত্যা করেছিলেন। তার কিন্তু সবকিছু ছিল কিন্তু একা থাকাকে সে সহ্য করতে পারে নাই।একা থাকতে থাকতে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যা করেছেন।

এই জন্য মাঝে মাঝে একা থাকা শিখতে হয়। যেন একাকীত্ব আপনাকে কখনও দুর্বল করতে না পারে। আমাদের বাংলাদেশের একজন সংগীত শিল্পী আছেন, নাম মনির খান, তার একটা গানের কথা আমার খুব মনে পড়ে।যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর মাঝখানের একটু সময় একলা না থাকার অভিনয়"।

জীবনের কিছু কঠিন মুহূর্ত আসে যে সময় আপনার পাশে কেউ থাকবে না।জীবনের সেই মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কখনও পিছনের দিকে যাওয়া যাবে না। আপনি যদি সেই একাকীত্ব জীবনের নিজেকে কন্ট্রোল করে সামনে এগিয়ে যেতে পারেন তাহলেই জীবনে সফলতা আসবে। একাকী জীবনের দুর্বীসহ যন্ত্রণা আপনাকে কখনও আঘাত করতে পারবে না।

background-7485228_1280.webp
Pixabay

জীবনে যদি কখনও নিজেকে খুব একা মনে হয়, তখন কোন প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসুন দেখবেন মন অনেকটা হাল্কা হয়ে গেছে। এবং নিজের একাকীত্ব এর ভাবটা অনেক অংশে কমে যাবে।

আর যখন একাকীত্ব এর ভাব অনেক অংশে কমে যাবে তখন নিজের জীবনের লক্ষ্য মত চলতে শুরু করা আপনার জন্য সহজ হবে। আপনি যখন একাকীত্ব জীবন কাটিয়ে উঠে সফলতার পথে উঠবেন তখন দেখবেন আপনার কাছে আর মানুষের অভাব হবে না।এই জন্য একাকীত্ব জীবনকে অভিশাপ মনে না করে, তাকে কাজে লাগিয়ে নিজের জীবনের সফল হওয়ার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজে।

আমার যখন নিজেকে খুব একা মনে হয় তখন কোন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ঘুরতে যাই। যদি সাথে কেউ নাও থাকে তারপরেও একাই ঘুরতে যাই। কারন প্রাকৃতিক পরিবেশে গেলে মনটা সতেজ হয়।ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট টা মনোযোগ দিয়ে পড়ার জন্য।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

         @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  

জীবনের কিছু কঠিন মুহূর্ত আসে যে সময় আপনার পাশে কেউ থাকবে না।জীবনের সেই মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কখনও পিছনের দিকে যাওয়া যাবে না। আপনি যদি সেই একাকীত্ব জীবনের নিজেকে কন্ট্রোল করে সামনে এগিয়ে যেতে পারেন তাহলেই জীবনে সফলতা আসবে। একাকী জীবনের দুর্বীসহ যন্ত্রণা আপনাকে কখনও আঘাত করতে পারবে না।

ভাই আসলে কি বলবো আপনার আজকের পোস্টটি আমি পড়ছিলাম আর মনে হচ্ছিল কেউ আমার মনের কথাগুলো বলে দিচ্ছে।

বিশেষ করে আপনার এই লাইনটা আমার জীবনের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। এবং এখনই সেই সময়টা আমি পার করতেছি।

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করলাম না ভালো থাকবেন আরো সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিবেন

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে সেই অনুযায়ী মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই

 last year 

ভাই আপনি ঠিকই বলছেন যে একাকীত্ব জীবন বড়ই কঠিন, উদাহরণস্বরূপ আমি বলতে চাই, গত বছর এমন সময় বাংলাদেশের সুনামধন্য একজন নায়কের বাবা লাইভে এসে আত্মহত্যা করে ছিল ঠিক এই একাকীত্ব জীবনের জন্য তার ছেলে সন্তান ও অর্থ সব থাকার সত্ত্বেও তিনি আত্মহত্যা করেছিলেন শুধুমাত্র এই একাকীত্ব জীবন তার কাছে অতিষ্ট হয়ে উঠর কারনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

Loading...
 last year 

আমাদের জীবনে ছোট থেকে অনেক বন্ধু আত্বীয় স্বজন লেগেই থাকে ৷ কিন্তু কোন এক সময় দেখবেন বয়স বাড়ার সাথে সাথে এক সময় আপনার পিছনে কেউ সংঘ দিবে না ৷ তখন আপনাকে একাই চলতে হবে একাই সব ধরনের কাজের জন্য যুদ্ধ করতে হবে ৷ এমন সময় সবারই আসবে শুধু সময়ের অপেক্ষা ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43