লোভ মানুষকে ধ্বংস করে দেয়।

in Incredible Indialast year

লোভ মানুষকে ধ্বংস করে দেয়।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-লোভ মানুষকে ধ্বংস করে দেয়।

vulture-4212214_1280.jpg
Pixabay

অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভের কারণে মানুষ যে কোন কাজ করতে বাধ্য হয়। অতিরিক্ত লোভ কখনও ভাল না। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে "লোভে পাপ আর পাপে মৃত্যু"। অতিরিক্ত লোভের কারণেই মানুষ মন্দ কাজ করে। তাই আমাদের সবাইকে অতিরিক্ত লোভ থেকে বেঁচে থাকতে হবে।

অতিরিক্ত লোভের ক্ষতি নিয়ে অনেক ঘটনা আছে।আমরা সবাই অতিরিক্ত লোভের ক্ষতি সম্পর্কে জানি।আজকে অতিরিক্ত লোভ নিয়ে ছোট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব।ঘটনাটা পড়লে লোভের ক্ষতি সম্পর্কে বুঝতে পারবেন।
Pixabay

girl-5623231_1280.jpg

এক লোকের একটা কুকুর ছিল। লোকটা কুকুরটা কে খুব ভালোবাসতো। তাই কুকুরটা সব সময়ই সেই লোকের কাছেই থাকত। একদিন ঐ লোকের বাড়িতে গোস্ত রান্না করা হল। কুকুর সুযোগ পেয়ে এক টুকরো গোস্ত নিয়ে পালিয়ে গেল।

সেই কুকুর গোস্তের টুকরা নিয়ে অনেক দুর চলে গেল। যেতে যেতে সে একটা নদীর তীরে চলে গেল। কুকুরটা নদীর তীরে গিয়ে নদীর পানির দিকে তাকাতেই নিজের মত আরেকটা কুকুর দেখতে পেল।

কুকুরটা বুঝতে পারল না যে এটা তারই ছবি। সে ভাবল এটা আরেকটা কুকুর, এবং সে ঐ পানির মধ্যে থাকার কুকুরের মুখে আরেক টুকরো গোস্ত দেখতে পেল।তখন কুকুরটা চিন্তা করল।

ঐ গোস্তের টুকরো নিতে পারলে আমার কাছে দুইটা গোস্তের টুকরা থাকবে।আর আমি পেট ভরে খেতে পারব। এই ভেবে সে ঐ গোস্তের টুকরো নেওয়ার জন্য মুখ খুলল।তখন তার মুখে থাকা গোস্তের টুকরো পানিতে পড়ে গেল।

তখন কুকুরটা দেখতে পেল পানির মধ্যে থাকা কুকুরের মুখেও কোন গোস্তের টুকরো নাই। তখন কুকুরটা মন খারাপ করে চলে আসল। এখানে বোঝার বিষয় হচ্ছে কুকুরটা যদি নিজের কাছে থাকা গোস্তের টুকরো নিয়ে সন্তুষ্ট থাকত তা হলে সে ভাল ভাবে খেতে পারত।

এখন পানির মধ্যে নিজের ছবিটা দেখে মনে করেছিলো আরেকটা মাংসের টুকরা তাই মুখে থাকা কুকুরের গোস্তের টুকরো দেখে লোভের পড়ে যায় এবং নিজের আয়ত্তে থাকা গোস্তের টুকরোটাও হারালো।

আজকে এই ঘটনা থেকে আমরা লোভের ক্ষতি সম্পর্কে বুঝতে পারলাম। এই জন্য আমাদের সকলের উচিত অতিরিক্ত লোভ থেকে বেঁচে থাকা অর্থাৎ অতিরিক্ত লোভ না করা। নিজের কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাহলে লোভ হতে বাচা সম্ভব হবে।

বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।আজকের মতো আর লিখবো না।অন্যদিন আবার অন্য বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ

TQ.png

             @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
Congratulations! This post has been upvoted through -steemcurator07. We support quality posts, and good comments anywhere, with any tags.
PicsArt_05-29-09.43.25.jpg
Curated by :@radjasalman
 last year 

Many many thank you for your support ❤️❤️❤️❤️❤️

 last year 

লোভ এমন একটি জিনিস যা একবার একটি মানুষের মধ্যে ঢুকে গেলে সে আর সফলতা খুজে পাবেনা তার জীবন থেকে ৷ আর লোভ মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে থাকে ৷ যা একটি মানুষ এই লোভে পরে তার সব কিছুই হারাতে হয় ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59956.07
ETH 2524.56
USDT 1.00
SBD 2.49