অসতর্কতার কারণে অধিকাংশ দুর্ঘটনা সংঘটিত হয়।(Beneficiaries 10% meraindia)

in Incredible India11 months ago

অসতর্কতার কারণে অধিকাংশ দুর্ঘটনা সংঘটিত হয়

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করব। টপিকটার নাম হলোঃ অসতর্কতার কারণে অধিকাংশ দুর্ঘটনা সংঘটিত হয়।

Pixabay

accident-1497298_1280.jpg

আমরা বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হয়। অথবা অনেক দুর্ঘটনা দেখতে পাই। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনা ঘটে থাকে। অধিকাংশ দুর্ঘটনা সতর্ক না হওয়ার কারণে বা সচেতন না হওয়ার কারণে ঘটে থাকে। আমরা যদি সতর্ক এবং সচেতন হই।

তাহলে অবশ্যই দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে। কিছু কিছু দুর্ঘটনা থাকে যেগুলো সতর্ক থাকার পরেও সংগঠিত হয়।আমরা অনেক সময় ভুল বশত দুর্ঘটনার শিকার হয়ে থাকি।আমরা সর্বস্তরের মানুষ যদি সতর্ক থাকি এবং সচেতন থাকি তাহলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচতে পারব।

আমরা অনেক সময় দেখি যে রাস্তার মধ্যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় দেখবেন ঐ গাড়ির ড্রাইভার সচেতন ছিল না।সে গাড়ি চালানোর সময় তাড়াহুড়ো করছিল।অথবা মোবাইলে কথা বলছিল, অথবা অন্য কোন গাড়িকে ওভারটেক করছিল, এই সব কিছুই হয় সতর্ক না থাকার কারণে।
Pixabay

busdriver-68014_1280.jpg

কিছুদিন আগে ঢাকার সাভারে একটা বাস দুর্ঘটনার শিকার হয়, সেই দুর্ঘটনায় বাংলাদেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে যে, ঐ বাসের ড্রাইভার বাস চালানোর সময় ঘুমিয়ে পড়েছিল। ঐ ড্রাইভার বাস চালানোর সময় সচেতন ছিল না যার কারণে সে ঘুমিয়ে যায় এবং বাসটা দুর্ঘটনার শিকার হয়।

বাংলাদেশের নদী পথের একটা দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করি, কিছুদিন আগে ঢাকা লঞ্চ ঘাট থেকে একটা যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়, সেই লঞ্চটি পদ্মা নদীতে ঢুবে যায়, সেই দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। পরবর্তীতে জানা যায় যে ঐ লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল।

ship-5437790_1280.jpg
pixabay

এবং ঐ লঞ্চ যে পরিমাণ ওজন বহন করতে পারবে তার থেকে অনেক বেশি ওজন বহন করা হয়েছিল, যার কারণে লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। এখানেও ঐ লঞ্চের কর্তৃপক্ষ সচেতন ছিল না যার কারণে লঞ্চে অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত মালামাল বহন করা হয়েছিল এবং লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে।

এই জন্য আমাদের সকলকে সর্বদা সচেতন থাকতে হবে। এবং সর্ব দিক দিয়ে সতর্ক থাকতে হবে, তাহলে আমরা অনেক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পাড়ব। আমরা যখন রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার ইচ্ছা করি। তখন অবশ্যই সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করতে হবে।এবং অবশ্যই রাস্তা অতিক্রম করার সময় মোবাইলে কথা বলা যাবে না, তাহলে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন।

আমাদের মাঝে অনেকেই রাস্তা পারাপার এর সময় বা গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলেন, অবশ্যই রাস্তা পারাপার এর সময় এবং গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা দুর্ঘটনার আরেকটা বড় কারণ, অনেক মানুষ শুধু এই কারণেই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি।আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

         @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 11 months ago 

সড়ক দূর্ঘটনা বেশিরভাগে অসতর্কতার কারনে হয়ে থাকে ৷ অথবা ভাড়ি লোট নিয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এই সব মিলিয়ে তারপর রাস্তাঘাট পারাপার হতে মূলত এই সড়ক দূর্ঘটনাগুলো হয়ে থাকে ৷ তাই আমাদের সাবধানতার সাথে গাড়ি চালানো এবং রাস্তা ঘাট পারাপার হওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন ভাই

 11 months ago 

সমসাময়িক একটি লেখা প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
রাস্তা পারাপারের সময় খুব সাবধানে রাস্তা পার হবো।
যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। তাই যখন আমরা রাস্তা ঘাটে গাড়ি চালাবো তখন অবশ্যই সতর্ক থাকবো। আমরা যারা মোটর সাইকেল আরোহী তারা অবশ্যই রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান করবো।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Gerade als Radfahrer im Straßenverkehr scheint es mir immer das Beste zu sein, wenn ich der erste bin der bremst und steht und der letzte der sich wieder in Bewegung setzt.

!invest_vote

 11 months ago 

Thank you so much for your feedback. Stay well

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

 11 months ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61536.69
ETH 3445.53
USDT 1.00
SBD 2.50