ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ।

in Incredible Indialast year (edited)

ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো: ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ

confused-6741161_640.webp
Pixabay

পৃথিবীর সমস্ত মানুষের ভুল হয়।কেউ বলতে পারবে না আমার কোন ভুল নাই। কথা বলতে ভুল হয়, কাজ করতে ভুল হয়, মানুষের দ্বারা ভুল হবে এটাই স্বাভাবিক। আর বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের ভুল বুঝতে পারে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধন হয়। ভবিষ্যতে যেন একই ধরনের ভুল আর দ্বিতীয়বার না হয় সেই চেষ্টা করে।

কেউ যদি মনে করে তার কোন ভুল নাই।তাহলে সে মিথ্যা কথা বলছে।অথবা সে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। কেউ ভুলের উর্ধে নয়, পৃথিবীর সমস্ত মানুষের ভুল হয়।কারো হয়ত কম ভুল হয় আবার কারো হয়ত একটু বেশি ভুল হয়। ভুল হওয়া দোষের কিছু না। কিন্তু একই ভুল বারবার করা এবং নিজের ভুল হলে সেটাকে ভুল মনে না করা বড় দোষের।

বর্তমানে অনেক মানুষ আছে যারা নিজের ভুলকে কিছুই মনে করে না। কিন্তু অন্য মানুষের ভুল সহ্য করতে পারে না। নিজের বড় ভুলকে ছোট মনে করে আর অন্যের ছোট ভুলকে বড় মনে করে। এই ধরণের লোককে কেউ ভুল ধরিয়ে দিলে তার সাথে ঝগড়া শুরু করে দেয় এবং বলে আমার কোন ভুল নাই। কিন্তু মনে রাখতে হবে যে আপনার ভুল ধরিয়ে দেয় সে আপনার বন্ধুর মত।

আমরা যদি নিজেদের ভুল ধরতে পারি এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে পারি। এবং আমাদের জীবনে একই ধরণের ভুল যেন দ্বিতীয়বার না হয় সেই চেষ্টা করতে পারি তাহলে জীবন থেকে ভুলগুলো দূর হয়ে যাবে।জীবন হবে সুন্দর এবং জীবনে সফল হতে পারব। আর যদি নিজের ভুল ধরতে না পারি তাহলে জীবনে অনেক ক্ষতির মধ্যে পতিত হয়ে যাব।

মানুষের জীবনে মাঝে মাঝে ভুল হওয়া ভাল। কারণ আপনার যদি ভুল হয় এবং সেটা সংশোধন করতে পারনে তাহলে আপনার মনের মধ্যে থেকে অহংকার দূর হয়ে যাবে। মনে মধ্যে এই চিন্তা আসবে যে আমারও তো অনেক ভুল হয়।তখন অন্য মানুষের ভুলগুলো আর বড় মনে হবে না।

আর যদি কোন সময়ই ভুল না হয় তাহলে মনের মধ্যে অহংকার আসতে পারে যে আমার কোন ভুল হয় না।এই জন্য ভুল হলে ভয় পাওয়া যাবে না, এবং ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন সংশোধন করতে হবে, তাহলেই দুনিয়াতে ভাল মানুষ হতে পারব এবং সফল হতে পারব।

বন্ধুরা আজকের মতো আর লিখছি না। আজকের মতো এখানেই সমাপ্তি করছি । সবাই ভালো থাকবেন। আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।

TQ.png

            @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 last year 

আমরা যদি নিজেদের ভুল ধরতে পারি এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে পারি। এবং আমাদের জীবনে একই ধরণের ভুল যেন দ্বিতীয়বার না হয় সেই চেষ্টা করতে পারি তাহলে জীবন থেকে ভুলগুলো দূর হয়ে যাবে।জীবন হবে সুন্দর এবং জীবনে সফল হতে পারব। আর যদি নিজের ভুল ধরতে না পারি তাহলে জীবনে অনেক ক্ষতির মধ্যে পতিত হয়ে যাব।

ঠিক বলেছেন আপনি নিজের ভুল ধরতে পারি এবং সেই ভুল থেকে আমরা যেন দ্বিতীয়বার ভুল না করি সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে তাহলে জীবন অনেক সুন্দর হবে এবং যে মানুষটি আমাদেরকে ভুল ধরিয়ে দেয় সে আমাদের অনেক ভালো একটি বন্ধু হলে সে আমাদের ভুল ধরিয়ে দিতে আসে।

ধন্যবাদ আপনাকে খুবই মূল্যবান একটি পোষ্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই।

 last year 

ঠিক বলেছেন ভাই মানুষ মাত্রই ভুল হয়ে থাকে ৷ আর সেই ভুল গুলো বড় না করে সেই ভুল থেকে শিক্ষা নিয়েই সংশোধন করাই বুদ্ধিমান এর কাজ ৷ কেননা ছোট ছোট ভুল থেকেই বড় ভুল হয়ে যায় ৷ আর সেই ভুলের মাসুল যেন সারাজীবন না দিতে হয়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

Amigo pienso como usted toda persona comenté errores en la vida pero si no se cometiera como podemos aprender de ellos. Creo que de los error aprendemos a ser las cosas mejores porque al final no somos perfectos.

Bonito artículo que comparte con nosotros saludos y bendiciones.🤗

 last year 

Thank you very much for reading my post carefully and giving valuable comments. Be well sister.

 last year 

বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের ভুল বুঝতে পারে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধন হয়। ভবিষ্যতে যেন একই ধরনের ভুল আর দ্বিতীয়বার না হয় সেই চেষ্টা করে।

মানুষ মাত্রই ভুল। ভুলের উর্ধ্বে আর কিছু নয়। সুতরাং আমরা যে সমস্ত ভুলগুলো করি সচরাচর তা অবশ্যই জেনে অথবা না জেনে হয়ে থাকে।

তবে যখন আমরা বুঝতে পারি বা কারো দ্বারা সেই ভুলগুলো উন্মোচন হয় সেগুলো অবশ্যই সংশোধন করে নেওয়া একান্তই কাম্য। কেননা ভুল হতেই পারে সেই ভুলগুলোকে নিজে রিয়েলাইজ করে সেখান থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে তবেই সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে।

আর অবশ্যই এই ভুলগুলো যখন নিজের মধ্যে অনুশোচনা আসবে তখন অবশ্যই মনে আর হবে না সে ব্যক্তি অহংকার বা অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে নিজেকে নিয়ে একটু রিয়েলাইজ করা খুঁজে দেখা এতে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রতিবেদন আমাদের মাঝে উন্মোচন করার জন্য।

 last year 

ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবে।আল্লাহ হাফেজ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48