মানুষের পৃথিবীতে অনেক কিছুর প্রয়োজন রয়েছে।কেউ কেউ তা পায়। কেউ কেউ তা পায় না।

in Incredible India11 months ago

মানুষের পৃথিবীতে অনেক কিছুর প্রয়োজন রয়েছে।কেউ কেউ তাদের প্রয়োজন অনুসারে জিনিসগুলি পায়। কেউ কেউ তা পায় না।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-মানুষের পৃথিবীতে অনেক কিছুর প্রয়োজন রয়েছে।কেউ কেউ তাদের প্রয়োজন অনুসারে জিনিসগুলি পায়। কেউ কেউ তা পায় না।

person-835453_1280.webp
Pixabay

পৃথিবীর সমস্ত মানুষের অনেক কিছু চাওয়া থাকে। সেই চাওয়া কারো পূর্ণ হয় আবার কারো পূর্ণ হয় না। কিন্তু সবার মনের মধ্যে ইচ্ছা থাকে যে, আমি যদি ঐ জিনিসটা পাইতাম।অথবা অনেক সময় কিছু জিনিস না পাওয়ার ইচ্ছা হয়।যেমন কেউ মনে করে যে, আমি যদি এই জিনিসটা না পাইতাম। এই রকম সবার জীবনেই হয়ে থাকে।

একেক জনের চাওয়া একেক রকম, একেক জনের ইচ্ছা একেক রকম। কারো ইচ্ছার সাথে কারো ইচ্ছার কোন মিল নাই।কেউ চায় যে, সে যদি নায়ক হতে পারত।আবার কারো ইচ্ছা যে, সে যদি নায়িকা হতে পারত। আবার কারো ইচ্ছা যে, সে যদি বড় ডাক্তার হতে পারত, আবার কারো ইচ্ছা যে, সে যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারত। এই রকম একেক জনের ইচ্ছা একেক রকম।

আবার একেক জনের চাওয়াও একেক রকম, কেউ চায় যে, তার যদি একটা মোটরসাইকেল থাকত, আবার কেউ চায় যে, তার যদি একটা অনেক বড় বাড়ি থাকত।কেউ চায় যে, তার কাছে যদি অসংখ্য সম্পদ থাকত। এই রকম একেক জনের চাওয়া একেক রকম, সবাই ভাল কিছু চায়, এবং সেটা পাওয়ার আশা করে।

যার কাছে যেটা আছে, সে সেটা থেকে বড় কিছুর আশা করে, যেমন, কারো কাছে মোটরসাইকেল আছে, এখন সে আশা করে যে তার যদি একটা প্রাইভেট কার থাকত। কারো কাছে সাইকেল আছে।সে আশা করে যে, তার কাছে যদি একটা মোটরসাইকেল থাকত। কারো একটা বাড়ি আছে, সে আশা করে যে তার যদি আরও একটা বাড়ি থাকত, আবার যার কোন ঘর বাড়ি নাই, সে আশা করে যে, তার যদি থাকার মত একটা ঘর থাকত।

এই প্রত্যেক মানুষ তার কাছে যা আছে তার থেকে বেশি কিছু আশা করে, এবং সে সেটা পাওয়ার জন্য চেষ্টা করে, কেউ সফল হয়ে সেই জিনিসটা পায় আবার কেউ সফল হতে পারে না এবং সেই জিনিসটা পায় না। যে তার চাহিদা অনুযায়ী জিনিস পায় সে অনেক খুশি হয় এবং সবার কাছে সেটা বলতে থাকে। আর যে চাহিদা অনুযায়ী তার জিনিস পায় না, সে অনেক কষ্ট পায়।

অনেকেই সেই কষ্ট সহ্য করতে পারে না, এবং নিজের জীবন শেষ করে দেয়। এই রকম করা কখনও উচিত না, কারণ একবার সে পায় নাই, আবার চেষ্টা করতে হবে। সঠিক ভাবে চেষ্টা করলে অবশ্যই সে তার কাঙ্খিত জিনিস পাবে এবং সে সফল হবে। এই জন্য কোন কিছু না পেলে মন খারাপ করা যাবে না। বরং ঐ জিনিস পাওয়ার জন্য আরও ভালভাবে চেষ্টা করতে হবে।

বন্ধুরা আজকে আর লিখবো না । আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরেক দিন আবার নতুন টপিক নিয়ে আসতে পারি।খোদা হাফেজ।

TQ.png

            @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  

আমার ইচ্ছে ছিলো ডাক্তার হওয়ার কিন্তু হতে পারি নাই। তারপরও আমি এখন ভালো আছি। মানুষের সব ইচ্ছা আশা পূর্ণ হবে না সেতাই ঠিক। আপনার লেখাছি পড়ে অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাই।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন

Loading...
 11 months ago 

আমরা মানুষ আমাদের চাহিদার কোন শেষ নেই! আমাদের একটা ইচ্ছে পূরণ হলে,,, আরেকটা ইচ্ছে আপনা আপনি জন্ম নেয়।

একেক জনে দিচ্ছে একেক রকম একেকজনের চাওয়া একেক রকম! প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইচ্ছে কখনো পূরণ হয় না! একটা জীবনের সব শখ পূরণ করা সম্ভব নয়।

তবে আমাদের সব সময় একটু ভালোভাবে থাকার চেষ্টা করতে হবে! অন্যের ক্ষতি না করে নিজের জীবনটাকে কিভাবে সাজানো যায়! সেই চেষ্টা করতে হবে! মূল্যবান একটা টপিক আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন! যেটা আসলে আমাদের প্রত্যেকেরই জীবনে খুব বাস্তব কিছু কথা।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66011.09
ETH 3480.06
USDT 1.00
SBD 3.17