মোবাইল ফোনে ধারনকৃত কিছু এলোমেলো ফটোগ্রাফি !!!!
হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি পরমেশ্বর ভগবান ও ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, আমিও আপনাদের আর্শিবাদ দোয়া এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছি।
ভালোবাসি ফটোগ্রাফি করতে ৷ এক কথায় বলা যায় যে ফটোগ্রাফি একটা নেশা৷ আর তাইতো যখনই কোনো ভালো দৃশ্য চোখে পড়ে৷ ঠিক তখনই হাতে থাকা মুঠোফোন টি দিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করি৷ আর বিশেষ করে বর্তমানে শীতের মৌসুমে প্রকৃতি যেন তার রুপ সৌন্দর্য নিংড়ে দিয়েছে৷ প্রতিটি ক্ষণ প্রতি মুহূর্ত শুধু ফটোগ্রাফি ছাড়া জন্য কিছুই দেখতে পাই না৷
যা হোক যদিও আমি তেমন কোনো ভালো ফটোগ্রাফার না ৷ আর আমার কাছে তেমন ভালো ফোন কিংবা ভালো ক্যামেরা নেই ৷ তবে একটা কথা শুনেছি যে মনে শক্তিতে সবচেয়ে বড় বিষয় ৷ আর আমি আমার হাতে থাকা ফোনটি দিয়েই মনের মতো করে ধৈর্য সহকারে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷
তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের ফটোগ্রাফি প্রোস্টের মেইন ধারায় ৷ আমি এক একটি ফটোগ্রাফি বিবরণ এবং কি উপস্থাপন আপনাদের মাঝে শেয়ার করছি৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ৷এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করেছি আমার আজকের ফটোগ্রাফি পোষ্ট ৷
ফটোগ্রাফি:
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এই ফুলের ফটোগ্রাফি দেখুন চমৎকার সাদা ৷ এই ফুলের তেমন কোনো নাম নেই৷ আসলে কলমি শাকের ফুল ৷ গ্রামে কলমী শাকের বেশ প্রচলন রয়েছে৷ আর তাইতো জমিতে কিংবা রাস্তার আশেপাশে কলমী শাকের চারা বুনে থাকে৷ আজ বিকেল বেলায় ফটোগ্রাফি টি করি৷
ফটোগ্রাফি:
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এটিও একটি উদ্ভিদ জাতীয় ফুল৷ গ্রামের ভাষায় বাবুরি ফুল বলে৷ আর বাবুরি এক তরকারি যা খাওয়া যায় ৷ এই ফুল গুলো এক সময় পেতে গিয়ে এখান থেকে বিজ করা যায় ৷ পরবর্তী সময়ে আবার নতুন করে বাবুর চাষ করা যায়৷ তবে ছোট্ট এই উদ্ভিদ ফুলটি সত্যি অনেক সুন্দর ছিল ৷
ফটোগ্রাফি:
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
জঙ্গলি ফুলের ফটোগ্রাফি৷ যদিও এই ফুলের কোনো নাম জানি না ৷ আসলে গ্রামের রাস্তার ধারে এসব জঙ্গলি জাতীয় নানা ধরনের ফুল ফোটে৷ সাদা রঙের ফুল দেখতে বেশ ভালোই লাগছিল ৷
ফটোগ্রাফি:
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এ ফুলকে দেখুন বন্ধুরা কেউ চিনতে পারেন কি না ৷যদিও আমার এই ফুলের নাম খুব একটা মনে নেই ৷ তবে যতটা মনে পড়ে বা জানি এই ফুলটিকে চামচ ফুল বলা হয়৷ আকাশী ও সাধারণের সমন্বয় ফুলটি দেখতে বেশ চমৎকার৷
ফটোগ্রাফি:
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
একসাথে চারটি ডিঙ্গি নৌকা ঘাটে বাঁধানো৷ কিছুদিন আগে নদীর পাড়ে বেড়াতে গিয়ে এই নৌকার ছবিটিকে ফটোগ্রাফি করেছিলাম৷ নৌকা গুলোকে জেলেরা ব্যবহার করে থাকে৷ কারণ তারা এই নৌকাগুলো ব্যবহার করেই নদীতে মাছ শিকার করে৷
ফটোগ্রাফি:
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
ধুনিয়ার ফুলের ফটোগ্রাফি৷ আর ধুনিয়া তরকারি তে খাওয়া যায়৷ আর বেশ সুগন্ধি দেয়৷ আজকে সকাল বেলা এই ছবিটি ক্যাপচার করেছিলাম ৷ শীতের সকালে ছবিটি অনেক সুন্দর লাগছিল৷
তো বন্ধুরা এই ছিল আজকের আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি৷ জানি না আপনাদের কতটা ভালো লেগেছে৷ তবে আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর এবং কি তার সাথে বর্ণনা উপস্থাপন করার৷ আর আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে৷ তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন৷ তাহলে হয়তো আমি আরো অনেক উৎসাহিত হয়ে আপনাদের মাঝে নিত্য নতুন কিছু ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে পারবো এমনটাই প্রত্যাশা রাখছি৷
আজ আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি ৷ আবারও হাজির হবো নতুন কোন ইউনিক পোস্ট নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলুন৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
ফটোগ্রাফি বিবরন
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
তারিখ | ১৫/০১/২০২৩ |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩🇧🇩 |
বাহ..! অসাধারণ আপনার সব ফটোগুলো। আমিও ফটো তুলতে খুব ভালোবাসি। শহরে থাকি তাই সেরকম কোন প্লেস বা টাইম পাইনা। গ্রাম গঞ্জে এসব ফটোগ্রাফি গুলো ভালো হয়।
এক কথায় আপনার ফটোগুলো দারুন হয়েছে। প্রতিটা ফটো আমি মনোযোগ সহকারে দেখেছি, এবং তার সাথের ক্যাপশনও। আমি রীতিমত মুগ্ধ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন। গুড বায়
অসংখ্য ধন্যবাদ ভাই৷ আসলে গ্রাম মানেই এসব নিত্যনতুন ফটোগ্রাফি ৷
যা হোক আপনার সুন্দর উৎসাহিত মূলক মন্তব্য টি পড়ে অনেক ভালো লাগলো ৷ আপনার কাছে যে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ৷
যদিও আপনি আপনার শীর্ষক লাইনটিতে ব্যবহার করেছেন যে এলোমেলো ফটোগ্রাফি কিন্তু বাস্তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুবই সাজানো গোছানো হয়েছে।
আপনার জন্য অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর একটি ফটোগ্রাফি সংক্রান্ত লেখা উপহার দেয়ার জন্য।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইল দিদি ৷ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ৷