Better Life With Steem || The Diary Game || 10th November.

in Incredible India11 months ago

Hello Everyone
Picsart_23-11-10_23-55-55-803.jpg

Morning

আজকে সকালে প্রায় ৬.৩০ ই ঘুম থেকে উঠেছি মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে।। এরপরে দেখি আমার বড় মেয়েও ঘুম থেকে উঠে পরেছে এবং নিজে নিজেই ফ্রেশ হয়েছে এবং কায়দার বই নিয়ে পড়তে বসেছে।। বিষয়টা দেখে খুবই ভালো লাগছিল।।

20231110_093240.jpg
20231110_081008.jpg

এরপরে আমি বরাবরের মতো সকালের নাস্তা তৈরি করে নেই,রুটি, ডিম, এবং লাল চা।নাস্তা করে মেয়ের বাবা অফিসে চলে যায়।। উনার অফিস সোমবার বন্ধ থাকেন অতএব শুক্রবার অফিস খোলা থাকে।। তারপরে বড় মেয়েকে নাস্তা করিয়ে ছোট মেয়ে ঘুমে থাকতে থাকতে আমিও সকালের নাস্তা করে নেই।ছোট মেয়ে ঘুম থেকে উঠলে ওকে একটু খাইয়ে দিয়ে সকালের নেবুলাইজ করে দেই।। এরপরে দুই মেয়েকে খেলতে বসাই।

প্রতি শুক্রবার আমি ঘর পরিষ্কার করি।। আচ্ছা কেউ আবার এটা ভাববেন না যে সারা সপ্তাহ ঘর পরিষ্কার করি না (হা হা)। গরমের দিনে সপ্তাহে একবার করে সব ঘর গুলো ভালো করে পরিষ্কার করা যথেষ্ট ছিল।। কিন্তু শীতের দিনে যে পরিমাণে ধূলো বালি উড়ে দিনে দুই বার করে ঘর ঝাড়ু দিয়েও যেন পায়ের নিচ থেকে ধূলো যায় না।

20231110_132831.jpg
20231110_132738.jpg

Noon

যাইহোক সকল ঘর গুলো পরিষ্কার করে নিয়ে দুপুরের রান্নার কাজে হাত দেই। ঘর পরিষ্কার করতে করতেই ভাবছিল যে দুপুরে কি রান্না করা যায় কিন্তু মাথা কিছু আসছিল না। ভেবেছিলাম গড়আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো কিন্তু আলুটা সেরকম একটা ভালো জাতের মনে হলো না অতএব পরে আলাদা করে গড়আলু আর ইলিশের ঝোল রান্না করি। রান্না শেষে গোসল নেই,আর আম্মু আমার দুই মেয়েকে গোসল করিয়ে দেয়। দুপুর ২টার মধ্যে খাবার খেয়ে নেই,কারণ দুপুরের দিকে একটু বাহিরে যাওয়ার ছিল।

Snapchat-1749183450.jpg

তো খাওয়া দাওয়া করে একটু পরেই বেরিয়ে পরি।প্রথমে আমরা একটা শো-রুমে যাই, মূলত আজকে গিজার আর এসি দেখতে গিয়েছিলাম।। আমি আবার কোনো কিছু হুট করেঔ কিনি না,জিনিসটা কিনার আগে বেশ কিছু দিন দেখা শুনা করে তারপরে কিনি। শো-রুম থেকে বের হতে হতে বিকাল হয়ে যায়।।

20231110_160829.jpg
20231110_160645.jpg

Afternoon & Evening

এখন সিটি সেন্টারে যাই বড় মেয়ের ক্লাস পার্টির জন্য ড্রেস কিনতে।। তার সব বান্ধবীরা নাকি নতুন ড্রেস কিনবে তাই তারও নতুন ড্রেস লাগবে।। একটা ড্রেস অনেক পছন্দ হয়েছিল কিন্তু সঠিক মাপের না থাকার কারণে কিনা হয় নি। এরপরে অনেক খোজার পরেও পছন্দ না হওয়ার কারণে বড় মেয়ের ড্রেস কিনা হয় নি। তাই ছোট মেয়ের জন্য দুইটা টি-শার্ট কিনে নিয়ে বাসার উদ্দেশ্য রওনা দেই। মার্কেট থেকে বের হয়ে আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাস্তায় মানুষের এত পরিমাণ ভিড় ছিল যে ওভার ব্রিজ পার হতেই ৩০ মিনিট সময় লেগেছে,, একটাও রিক্সা পাচ্ছিলাম না,, অর্ধেক রাস্তা হেটে এসেও দ্বিগুণ ভাড়া দিয়ে বাসায় আসতে হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি পাওয়ায় সবাই মনে হয় আজকে ইদের বাজারের মতো রাস্তায় ভিড় জমিয়েছে আর তার সাথে রিকশা ওয়ালা সহ সকল ধরনের ব্যবসায়িরা প্রতিটা জিনিসের দাম বারিয়ে দিয়েছে।। আর এজন্যই বাঙালির অভাব কখনো ফুরায় না।

যাইহোক বাসায় এসে রাতের খাবারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করি।আর এতটাই ক্ষুধা লেগেছিল যে রান্না পরে কোনো ছবি তোলার কথাও মনে ছিল না।

Picsart_23-11-10_23-58-10-118.jpg

ও আচ্ছা আজকে বাহির থেকে আসার সময় দুইটি ছোট গোলাপ কিনে এনেছিলাম দেখতে অনেক সুন্দর লাগছিল তাই কিনে এনে হাসবেন্ড কে গিফট হিসেবে দেই।

20231110_181316.jpg

রাতের খাবারের পরে আজকের হ্যাংআউট এ জয়েন করি কমিউনিটিতে। এইতো এভাবেই আমার আজকের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে।

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ
Sort:  
Loading...
 11 months ago 

পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে এবং আপনি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছেন, নাস্তা করেছেন আপনার মেয়ে একাই পড়তে বসেছে দুপুরে রান্না শেষে বিকালে বাজারে গিয়েছেন মেয়ের জন্য ড্রেস কিনতে এরপরে বাসায় এসে চিকেন বিরানি রান্না করেছেন এবং আপনার হাসবেন্ডকে খুব সুন্দর দুটি গোলাপ গিফট করেছেন আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা

 11 months ago 

ধন্যবাদ আপু আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন আপু।

 11 months ago 

Welcome 🙂

 11 months ago 

আপু আপনার সারাদিনের কর্মকান্ড পড়ে বেশ ভালোই লাগলো। আপনার লিখা পড়ে যতটুকু বুঝলাম আপনি বেশ সংসারী মানুষ। সত্যি তো তাই প্রতিটি পরিবারে এমন মানুষ থাকা চাই। শুভকামনা থাকলো আপনার পরিবারের প্রতি আপু। ভালো থাকবেন সবসময়।

 11 months ago 

প্রতিটা মেয়েই তার সংসার টা কে গুছিয়ে রাখতে এবং সংসার জীবটাকে সুন্দর ভাবে উপভোগ করতে চায়।। আমিও তার ব্যতিক্রম না।।

ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

সামনে ঠান্ডা আসছে, গীজার আসলেই দরকারী জিনিস। কিন্তু এই সময় কেন এসি কিনবেন সেটা বুঝতে পারছি না। পাশাপাশি গোলাপ ভালোবাসেন বলে মনে হলো আপনার লেখা পড়ে। আপনার জন্যে শুভকামনা

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে শীতের মধ্যে এসি কিনবো।। কারণ এই সময় এসিতে ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যায়।।😄

 11 months ago 

এত বুদ্ধি মানুষের!!

 11 months ago 

😄

 10 months ago 

পোস্টটি পরিবেশ ভালই লাগলো আপনি খুব সকালে ঘুম থেকে উঠেছেন এবং সকালে নাস্তা করলেন। তারপর দুপুরে রান্না বান্না করে ও খাওয়া দাওয়া করে বাজারে গিলেন মেয়ের জন্য ড্রেস কিনতে। আপনার হাসবেন্ড আপনাকে লাল গোলাপ উপহার দিলো।আপনাদের পরিবারের জন্য শুভকামনা রইল সব ভালো থাকুন থ্যাঙ্ক ইউ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67