স্বপ্ন পূরণ//নাটক রিভিউ।

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম,

আমার ইনক্রেডিবল ইন্ডিয়ার সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছে আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে নাটকটি নাটকটি পরিচালনা করেছেন জিয়াউল হক পলাশ যিনি ব্যাচেলর পয়েন্ট দেশব্যাপী কাঁপিয়েছেন।

অভিনয়ের ক্ষেত্রে জিয়াউল হক পলাশকে আমি বেশ পছন্দ করি সময় পেলে মাঝেমধ্যে জিয়াউল হক পলাশের নাটক দেখে থাকি। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। অনেক দিন পর আফরান নিশো এবং মেহজাবিন এর নাটক দেখার সময় পেলাম। এদের নাটক দেখতে সব বারের মত আমার ভীষণ ভালো লাগে। তারা বেশ ভালো অভিনয় করে

এই নাটকটি আমি আজকে দুপুরে দেখেছিলাম। নাটকটি ভীষণ ভালো লাগাতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, মাঝেমধ্যে হাতের সময় পেলে বাংলা নাটক দেখে থাকি এবং বেশি সময় হাতে থাকলে হিন্দি মুভি ও দেখে থাকি কিন্তু পরিস্থিতির কারণে মুভি দেখার সময় হাতে থাকে না তাই বিনোদন বাক্সর জন্য মাঝে মাঝে বাংলা নাটক দেখে থাকি।

IMG_20230524_032433.jpg

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য


--------
নামস্বপ্ন পূরণ
অরিজিনবাংলাদেশী
পরিচালকজিয়াউল হক পলাশ
অভিনয়েআফরান নিশো,মেহজাবিন চৌধুরী, জিয়াউল হক পলাশ,মাসুম বাশার এবং আরো অনেকে
মুক্তি১১ই মে ২০২৩
সময় ব্যবধান৪০মিনিট

নাটকের সংক্ষিপ্ত কাহিনী


নাটকের ভেতর আফরান নিশো একজন ছোটখাটো চাকরি করতো এবং নাটকের নায়িকা একজন গৃহিণী ছিল। মেহজাবিন তারা দুইজন স্বামী-স্ত্রী ছিল তারা একটা বাসায় ভাড়া থাকতো বাসায় পানি ঠিকমতো দিত না গ্যাস ঠিকমত দিত না সিড়ির সামনে ময়লার ব্যাগ ফেলে যেতো উপরের ভাড়াটিয়ারা, মেহজাবিন এর ঘরে অনেক ময়লার গন্ধ আসতো, দিনশেষে নিশো বাড়িতে ফিরলে মেহজাবিন রাগারাগি করতো এবং নিশোর কাছে বিচার দিত নতুন একটা ফ্লাট বাসা ভাড়া নেওয়ার জন্য বলতো।

Screenshot_2023-05-24-03-22-47-97.jpg

Screenshot_2023-05-24-03-22-40-93.jpg

আফরান নিশো প্রতিদিন বিভিন্ন ফ্ল্যাট বাসা দেখে আসে কিন্তু উচ্চগতি দামের কারণে অর্থের হাত ছাড়া হয়ে যায় এবং ফ্ল্যাট বাসা কিনতে পারেনা, তাদের ভেতরের সম্পর্ক দিন দিন নষ্ট হতে শুরু করে কিন্তু হঠাৎ করে একদিন তাদের বাসায় মাসুম বাশার হাজির হয় একটা বিশাল সুযোগ নিয়ে।

মেহজাবিন দরজা খুললে মাসুম বাশার বলে যে, তারা নিম্ন মধ্যবিত্তদেরকে মাসিক স্কিমের মাধ্যমে ঢাকা শহরে ফ্ল্যাট দিচ্ছে এবং সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে গেলে ফ্ল্যাটের মালিকানাও দিয়ে দিবে।

মেহজাবিন মাসুম বাশার অফার শুনে বেশ আবেগি হয়ে পড়ে এবং মাসুম বাসার যাওয়ার আগে তাদের অফিসের ভিজিটিং কার্ড দিয়ে যায়। এবং পরবর্তী দিনে নিশো বাসায় ফেরার পর মাসুম বাসার এর বিষয় নিয়ে আলোচনা করে এবং নিশো তাতে জানায় এগুলো সব ভন্ডামি আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলাচ্ছে।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErZi9svwf6wAk3zeKZW6db3weUpRAF6Ft6sXHazU9EGvg9b1eXAq82RgjqVotacfUFEVdyPBRq8ocY6yiZaJTx5cTs2ezrZZAFZ8.jpeg

Screenshot_2023-05-24-03-22-56-25.jpg

তারপরে মেহজাবিন এর জড়াজড়িতে নিশো রাজি হয়ে মাসুম বাশার এর অফিসে যায় এবং অনেক দেখাদেখির পর একটা ফ্ল্যাট পছন্দ করে এবং মাসুম বাশার দাম জানায় ৭ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এবং মাসে ১২ হাজার টাকা কিস্তি দিতে হবে, এত টাকা দাম চলে তারা অনেক চিন্তায় পড়ে যায় এবং শত কষ্টের মধ্যে ফ্ল্যাট বুকিং দিয়ে দেয়।

এবং শেষের দিকে জানা যায় তারা একজন প্রতারক চক্র ছিল বাসা বুকিং দেওয়া ওগুলো সব ভুয়া ছিল এভাবে তাদের কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErLAFszQfGwgbXArCB4GDqYeLVYGfq5czvXAj7726r4FfyACKaQywn3wHDdBpKs3mNUfetfjvX19rhWKmCipJrfqajicpHptMFw4.jpeg

আমার মতামত

নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক শিক্ষণীয় নাটক ছিল বর্তমানে ঢাকা শহরে মধ্যবিত্ত ফ্যামিলি দেরকে টার্গেট করে প্রতারকরা এভাবে কষ্ট দিয়ে যাচ্ছে, আপনারা কেউ এরকম প্রতারণার শিকার হবেন না সব সময় সাবধান থাকবেন সবচেয়েতন থাকবে না।

আমার রেটিং: ১০/৮



আজকের মত এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...oJ8TzCheyufTZ2iFnjjq64nv92A1aEKGRzkJB82ydZLnPZZHS3WS7xNA1S7jMiGwUPRbUy7qDMhf7S18GvXuuXENwFEdPj61BFtmUUJM9Zov2AejeTDako485C.png

cc: @farhan456

Devicename
Android:oppo
Android version:oppo a15 Android 11
Camera:48MP
Location:Bangladesh-bogura
Short by :YouTube (screenshot)
Sort:  
Loading...
 last year 

আমাদের সমাজে এখন প্রতারক চক্র বিদ্যমান। এসব নাটক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেহেতু নাটকটি শিক্ষনীয় তাই আমি নিজেও দেখব এবং অন্য কে দেখার জন্য অনুপ্রাণিত করব। ভালো থাকবেন সব সময় প্রিয় ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48