Better Life With Steem || The Diary game || 9 September 2023

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ডাইরি গেম নিয়ে হাজির হয়েছি আশা করি ওই দিনের কার্যকলাপ আপনাদের মাঝে তুলে ধরে আমিও খুশি হব এবং আপনাদেরও ভালো লাগবে মনোযোগ সহকারে করার অনুরোধ রাখলাম।

IMG_20230913_014149-COLLAGE.jpg

আপনারা হয়তো সবাই জানেন আমার পূর্বের পোস্টগুলোর ভিতরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অনেক কথাই লিখেছিলাম মূলত আসল ঘটনা ছিল বড় আপু এসেছিল UK থেকে বাংলাদেশে কিছু দরকারের জন্য ঢাকাতে আম্মু বাসায় উঠেছিল এদিকে বাবা ছিল কুমিল্লায় আমরা ছিলাম বগুড়ায় ও কোথাও না যাওয়াতে পারায় আমাদেরকে যাওয়ার প্রয়োজন হয়েছে ওর কাছে।

এদিকে আম্মু আগে থেকেই জানিয়েছিল ও বাংলাদেশে আসলে বগুড়াতে যেতে পারবে না এজন্য আমাদেরকে ঢাকা যেতে হবে ওর সাথে দেখা করতে ওর পছন্দের অনেক খাবার যায় পছন্দ করেছিল সবকিছু নিয়ে গিয়েছিলাম ওর জন্য যার জন্য অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করেছিলাম।

যাইহোক আপনাদের মাঝে অনেক আলাপ করে ফেললাম এখন মূল কথায় আসি গত ৯ সেপ্টেম্বর ইউকেতে ইলেকট্রিক জিনিসের দাম অনেক বেশি। যেটা বাংলাদেশের থেকেও দুই গুণ বেশি ওর একটি ম্যাকবুক এর প্রয়োজন ছিল অনেক আশা করে বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাবার প্ল্যান করেছিল।

IMG_20230909_103414.jpg

মূলত আমার আর আপুর অনেক দিনের প্ল্যান ছিল এবং স্বপ্ন পূরণের একটি বিষয় ছিল আপু ঢাকাতে আসলে ও একটি ল্যাপটপ কিনবে আমিও একটি ল্যাপটপ কিনবো এদিকে আমি আপনারা জানেন আমার একটি ফোন সেল করেছিলাম ওই ফোন সেল করে কিছু টাকা জমিয়েছিলাম যার ফলে ল্যাপটপটি কেনার সামর্থ্য হয়েছিল।

গত ৯ সেপ্টেম্বর আমরা ঢাকার আগারগা IDB ভবনে যাই আমি নানু আপু ল্যাপটপ কেনার জন্য আপু এদিকে আগের দিন এসেই একটি দোকানে বলে গিয়েছিলাম ম্যাক বুকের এই মডেলটি রেখে দিতে। দোকানদার আঙ্কেল আমাদেরকে বলেছিল ম্যাকবুক কেনার আগে আগের দিন এসে বুকিং দিয়ে যেতে।

আগের দিন এসে আপু শুধুমাত্র ল্যাপটপ দেখার জন্য এসেছিল টাকা পয়সা নিয়ে আসেনি যার ফলে ল্যাপটপটি বুকিং দিতে পারেননি আমরা আসলে অনেক বড় বিপদে পড়েছিলাম 9 তারিখে যে দেখি ল্যাপটপটি সেল হয়ে গিয়েছে সকাল বেলায়।

IMG_20230906_170048.jpg

পরবর্তীতে বাধ্য হয়ে আমাদেরকে আরও বিভিন্ন দোকান ঘোরার পরে আপুর ম্যাকবুক এর মডেলটি পেয়ে যায় এবং আমি আমার আসুস আর মডেলটি পেয়ে যাই।পরবর্তীতে ল্যাপটপ কিনে রেস্টুরেন্টে বসে আমরা রাতের ডিনার করি এভাবেই আমাদের সারাদিনের কার্যকলাপ শেষ হয়।


আজকের মত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।

cc: @farhan456

Devicename
Android:Realme C53
Android version:13
Camera:50MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456
Sort:  
Loading...
 last year 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই একটা দিনের সম্পূর্ণ কার্যাবলী আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনার বড় বোন uk থেকে এসেছে তার পছন্দের খাবার নিয়ে ছুটে গিয়েছেন ঢাকাতে তার কিছু পছন্দের খাবার নিয়ে আসলে ভাই বোনের সম্পর্কটাই এমনই। যদিও বগুড়া থেকে ঢাকা অনেক পথ তবুও এ পথ পাড়ি দিয়ে বনের সাথে দেখা করার জন্য ছুটে গিয়েছেন। ব্যস্তময় সময় পার করার মধ্য দিয়েও কথাগুলো আমাদের কাছে শেয়ার করছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন।

 last year 

ভাই কমেন্টি পড়ে রিপ্লাই করার জন্য ধন্যবাদ

 last year 

আপনার এবং আপনার আপুর অনেক দিনের আশা পূরণ হয়েছে,, জানতে পেরে বেশ ভালো লাগলো। কেননা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো যদি পূরণ হয়। তাহলে আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনার আপু এবং আপনি চেয়েছিলেন ল্যাপটপ কেনার জন্য। সেটা আজকে পূরণ হয়েছে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।

যদিও আপনাদের একটু কষ্ট করতে হয়েছে,,, কিন্তু তারপরেও আপনারা শেষমেষ আপনি ল্যাপটপ এবং আপনার আপু ম্যাকবুক মডেলটি পেয়েছেন। এবং রাতে ডিনার করেছেন রেস্টুরেন্টে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার একটা দিনের কার্যাবলী এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু প্রতিবারের মতো আপনার সুন্দর কমেন্ট পাওয়ার জন্য ভালো থাকবেন।

 last year 

পৃথিবীতে প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে আর সেই মানুষটা চায় যেভাবেই হোক সেই স্বপ্নটা পূরণ করবে। সেরকম আপনার এবং আপনার বোনেরও একটি স্বপ্ন ছিল আর সেটি পূর্ণ হয়েছে শুনে খুবই ভালো লাগলো।

আপনার বোন বাইরের দেশে থাকে আর সেখান থেকে এসেছে আর আপনারা গ্রাম থেকে তার সব পছন্দের খাবার নিয়ে গেছেন। আর সবকিছু অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লেগেছে আপনার পোস্টটি।

 last year 

আপনার thediarygame টি পড়ে জানতে পারলাম আপনার বোন ukথেকে আসছে এবং দুজনে একসাথে ঢাকা থেকে ল্যাপটপ কিনেছেন।কেনাকাটা শেষে রাতের খাবার আপনারা রেস্টূডেন্টেই সেরে ফেলেন। খুব ভালো লাগলো পোস্ট টি পড়ে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65651.70
ETH 2676.03
USDT 1.00
SBD 2.91