মাহফিল আয়োজনের উদ্দেশ্যে//ইচ্ছা পূরণ

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে ইচ্ছা পূরণের গল্প শেয়ার করতে যাচ্ছি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

IMG_20230301_011026.jpg

ইচ্ছা পূরণ এমন একটা জিনিস যেটা মনের আবেগ ভালোবাসা তিগ নিয়ে পূরণ হয় সেরকমই আমাদের একটা সংগঠন আছে আমাদের সংগঠনের নাম ফাউন্ডেশন অফ সুন্নাহ আমাদের ইসলাম প্রচারের ক্ষেত্রে যুবদল নিয়ে একটা চিন্তাভাবনা ছিল যে মাহফিল আয়োজন করব একদিন ইনশাআল্লাহ।

আমার এক প্রান প্রিয় ভাইয়ের বাবা হজ করার উদ্দেশ্যে যাচ্ছে সে উপলক্ষে আমাদের একটি ছোট্ট খাটো মাহফিল আয়োজন করার ইচ্ছা পোষণ করা ছিল।

যে কথা সেই কাজ গত কয়েক মাস ব্যাপী আমরা সবাই টাকা জড়ো করছিলাম মাহফিলের জন্য আঙ্কেল আমাদেরকে জানিয়েছে বাবা তোমরা কিছুটা জোগাড় কর বাকি যা লাগে আমি দেব সবকিছুই আল্লাহ ভরসা নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা সংগঠনের যুবদল ছেলেপেলেরা মিলে মোট ১০০০০টাকা জড়ো করেছিলাম বাকি ১৫০০০টাকা আঙ্কেল দিয়েছেন।

IMG20230209145822.jpg

টাকা পয়সা সব ঠিকঠাক রেখে মাহফিলের ডেট দেই আমরা সেই ক্ষেত্রে পোস্টার নিয়ে এসে এলাকায় এলাকায় লাগিয়ে দিয়ে আসি মাহফিল প্রচারের ক্ষেত্রে সবাই মিলে ডেকোরেশনের কাপড় নিয়ে আসি খাবার রান্না করার জন্য ডেক্সি নিয়ে আসি।

খাবার-দাবারের ব্যাপারে ৭০ কেজি চাল ১৫ কেজি মুরগির মাংস দিয়ে এক পাকে বিরিয়ানি রান্না করা হয়েছিলো।

IMG20230209145736.jpg

আপনাদেরকে একটু জানাই ইসলাম মাহফিল আয়োজন অনুষ্ঠান নিয়ে কি বলে: বাংলাদেশ ওয়াজ মাহফিলের আয়োজন অনুষ্ঠান অনেক যুগ যুগ আগে থেকে । ধর্মীয় এ আয়োজন সর্ব অবস্থায় ও ধর্মপ্রাণ মুসলমানদের নতুনভাবে ইসলামের বিধিবিধান পালনে উদ্বুদ্ধ শুদ্ধ শিক্ষানীয় আলোচনার মাধ্যমে অনুপ্রাণিত করে থাকে। আল্লাহ বলেন, তোমরা সবাই উপদেশ দিতে থাকো। কেননা, উপদেশ মুমিনদের উপকারে আসে।’ সুরা জারিয়াত : ৫৫ আয়াত

কিন্তু আফসোস বন্ধুরা বর্তমান দ্বীনি মাহফিলগুলো তার ঐতিহ্য ও জৌলুশ হারানোর পথে চলে যাচ্ছে এবং যথাক্রমে তা মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। মাহফিলের আয়োজন প্রকৃতার্থে সফল ও সার্থক করতে কিছু বিষয় একান্ত লক্ষণীয় হচ্ছে। এর কয়েকটি হলো: পরিশুদ্ধ নিয়ত,সময়সীমা নির্ধারণ, মাইকের আওয়াজ নির্দিষ্ট গণ্ডিতে রাখা,চাঁদা সংগ্রহ, বাহুল্যতা বর্জন, বক্তা নির্বাচন, ইত্যাদি

আল্লাহর রহমতে আমরা মাহফিল আয়োজন করতে পেরেছিলাম মাহফিলে অনেক দোকানপাট নাগরদোলা আরো বিভিন্ন জিনিসপত্র এসেছিল সবাই অনেক আনন্দ উপভোগ করেছি।


আজকের মত এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবশেষে বলবো সবাই আমার প্রাণপ্রিয় বন্ধুর বাবার জন্য দোয়া করবেন উনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন আল্লাহ যেন তার হজ কবুল করেন আমিন।

🍀আসসলামু আলাইকুম🍀

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...oJ8TzCheyufTZ2iFnjjq64nv92A1aEKGRzkJB82ydZLnPZZHS3WS7xNA1S7jMiGwUPRbUy7qDMhf7S18GvXuuXENwFEdPj61BFtmUUJM9Zov2AejeTDako485C.png

Sort:  
 last year 

খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছিলেন আপনারা। এটার পিছনে এক দেড় মাস ধরে আপনারা টাকা জমিয়ে সুন্দরভাবে সে আয়োজনটা উপভোগ করলেন। আর আপনাদের আঙ্কেলের সাপোর্ট পেয়ে আরও আয়োজনটা সহজ হয়ে গেলো।

ভালো থাকবেন সুস্থ থাকবেন

 last year 

ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর মন্তব্য দেওয়ার জন্য

 last year 

আসলে আমাদের এদিকেও দেখি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর এর আয়োজন ওয়াজ মাহফিলের ডেট ফিক্সড করার,প্রায় এক-দেড় মাস আগে থেকেই শুরু হয়।

কারণ ওয়াজ মাহফিল সুন্দরভাবে করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আর সেজন্য এলাকার সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে টাকা কালেক্ট করতে হয়।এবং সেটাকে ওয়াজ মাহফিলের জন্য এক জায়গায় নিয়ে আসতে হয়।

যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনারাও ঠিক তেমনটাই করেছেন এক দেড় মাস ধরে ওয়াজের জন্য টাকা কালেক্ট করেছেন। এবং শেষ পর্যন্ত সেই ওয়াজ সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কাজের সাথে থাকার জন্য। এবং ওয়াজ মাহফিলের কাজে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু পোস্টে মনের সহকারে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য দেওয়ার জন্য ভাল থাকবেন।

Loading...

অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনারা,দুনিয়াতে এর কোনো মর্যাদা নেই বললেই চলে বর্তমান সমাজ ব্যবস্থানুযায়ী,তবে ইনশাআল্লাহ আখেরাতে অনেক বড় একটা সম্মানার কাজ হিসেবে এটি স্বীকৃতি পাবে।

আর এখন ওয়াজ মাহফিল সত্যিই হারিয়ে ফেলেছে এর জৌলুস।এখন যাও দু একটা মাহফিল আয়োজন করা হয়, সেখানে দ্বীনের কথা কম আর দলের কথা বেশি বলা হয়ে থাকে।হুজুরেরা এখন আর দ্বীনের কথা বলতে নয়,বরং আমার মনে হয় সাধারণ মানুষদের এন্টারটেইন করতে আসে।তাফসিরের পরিবর্তে তারা এখন যেসব অঙ্গভঙ্গি করে ও গান গায় সেগুলো সত্যিই ঘৃণার যোগ্য।

যাই হোক আপনাদের যুব সংগঠন লের জন্য শুভেচ্ছা ও অবিরাম ভালেবাসা রইল।দ্বীনের পথে কাজ করে যান, ভালো একটা পুরষ্কার আখেরাতে পাবেন ইনশাআল্লাহ।

 last year 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ভালো থাকবে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এমন মহৎ কাজে একজন সদস্য হিসাবে কাজ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43