আচ্ছা আমরা কি নিজের ভাবনা নিজেই করছি ?

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আবার অন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

tree-832079_1280.jpgsource

সকালের ঘুমটা ভালো ভাবে হয়নি মায়ের ডাকে ঘুম ভেঙেই টেবিলে বসে একজন কোরআনের হাফেজের জীবন কাহিনী শুনলাম দুধ কফি পান করতে করতে ,এবং তাঁকে দেখতে দেখতেই মাথার ভিতরে প্রথম যে চিন্তার পোকা বেজে উটলো আমরা কি আসলেই নিজের আনন্দ টা খুঁজে পাচ্ছি তো ? এই যে ভাবি আমারা ব্যাক্তিগত জীবনে অনেক সুখী অনেক আনন্দিত এইটা অন্য কেউ আমাদেরকে দিয়ে ভাবিয়ে নিচ্ছে না তো ?

কিছু রুপি টাকা পয়সা হাতে থাকলেই আমরা সুখী হতে শুরু করি ,তিন বেলা খাবারের নিশ্চয়তা পেলেই আমরা বিলাসের দিকে নুয়ে পরি বা ধাবিত হই যখন বিলাসের প্রয়োজনীয় ও আমার নিকট সহজলভ্য হয়ে যায় তখন আমরা কিছুটা ক্ষমতা অর্জনের চেষ্টা করি এবং খুব অল্প সময়েও যখন আমরা খানিকটা ক্ষমতাবান হয়ে উঠি তখন আমরা সমাজ কে আমার জীবন দর্শন গেলাতে চাই এবং আমার নিজের জীবন ও চিন্তা কে একমাত্র সঠিক ভাবার মত বিশ্বাস করতে শুরু করে দেই আমরা।

কিন্তু এই আমরা আমাদের জীবন চলার ব্যবস্থা এইটা কি আসলে আমরা নিজেই অর্জন করেছি ?নাকি অন্যকেউ চেয়েছে যে আমরা এইভাবে গড়ে উঠি কিংবা কেন মানুষের জীবন যাপনের লক্ষ বছরের অভিজ্ঞতায় আমরা এখনো তততাও আধুনিক হয়ে উঠতে পারি নি ?

আচ্ছা চলুন আমরা ফিরে যাই সেই হাফেজ সাহেবের কথায় ,তিনি যখন নিজের সফলতার গল্প করছিলেন উনার চোঁখে মুখে একটা আনন্দের আলো আমি লক্ষ্য করলাম কিন্তু আমরা অনেকেই এই আনন্দ থেকে বঞ্চিত । কারণ আমাদের যেনো মুখে কোনো মুখোশ পড়ানো হয়েছে যার ফলে আমার মনে হয় সুখী কিন্তু তা আসলে না,কিন্তু আমি যখন তার মুখে বিশ্বাস এবং সফলতার আনন্দ খেলা করতে দেখছিলাম তখনই মনে হলো উনি যে শিক্ষা ব্যাবস্থার মধ্য দিয়ে গড়ে উঠেছে তাঁকে আমরা অনেকেই মধ্যাহ্নযোগী অপ্রগতিশীল বলেই মনে করি।

lone-tree-1934897_1280.jpgsource

আমরা আমাদের নিজেদের আত্মশুদ্ধি কে আধুনিক শিক্ষায় শিক্ষিত ভাবতে ভাবতে আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য এমন ভাবে কল্পনা করি যে একেবারে জীবনের শেষ পর্যায়ে যেয়ে জীবনকে বোধহয় পনেরো আনা ফাঁকি হিসেবেই ভাবতে থাকি কয়েকজন বড় হিসাবি মানুষ কে দেখার অভিজ্ঞতা থেকে বলছি ! আর দেখা যায় তখনই তাঁরা ধর্ম কর্ম পূঁজা অর্চনায় সময় পার করতে আগ্রহী হয়ে ওঠেন যেনো তারা সর্বসুখী হয়ে আছেন ।

অন্য দিকে আমাদের মাদ্রাসা গুলো বিশেষ করে কওমি মাদ্রাসা গুলো জানা প্রচলিত আধুনিক শিক্ষা কে পাশ কাটিয়ে বিশ্বাস ভিত্তিক শিক্ষক মুখী শিক্ষার যে দাবিদার জারি রেখেছে এতে কিন্তু অনেক মানুষ তাঁর দুঃখ কষ্ট দৈন্য জীবনী আকাশবাণী খোদাতালার দায়িত্বে রেখে এই যে আনন্দিত হয়ে উঠছে তাঁকে আমরা অপ্রগতিশীল ভাবছি কেন ?

আমাদের কে হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে পণ্য বানিয়ে রাখার জন্য আমাদের ভিতরে চিন্তার অস্থিরতা তৈরী করে দিচ্ছে না তো কেউ ?

আজকের মত এখানেই শেষ করছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি টেনে বিদায় নিচ্ছি।

🌸 আসসালামু আলাইকুম 🌸

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :Pixabay

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnid...NHwSxKUysoQ5qYpnnUkyE6cPqjnCB9TWRwTYafHEViEtrieUiTvgJ7u8tTSRinjYJXcYJamEhUHHPLaKQCjwcSuzMcnkgGkshF6uo3QUSY6zK7gLhB6TsqdiN2.png

Sort:  
Loading...
 last year 

কিছু রুপি টাকা পয়সা হাতে থাকলেই আমরা সুখী হতে শুরু করি ,তিন বেলা খাবারের নিশ্চয়তা পেলেই আমরা বিলাসের দিকে নুয়ে পরি বা ধাবিত হই যখন বিলাসের প্রয়োজনীয় ও আমার নিকট সহজলভ্য হয়ে যায় তখন আমরা কিছুটা ক্ষমতা অর্জনের চেষ্টা করি এবং খুব অল্প সময়েও যখন আমরা খানিকটা ক্ষমতাবান হয়ে উঠি তখন আমরা সমাজ কে আমার জীবন দর্শন গেলাতে চাই এবং আমার নিজের জীবন ও চিন্তা কে একমাত্র সঠিক ভাবার মত বিশ্বাস করতে শুরু করে দেই আমরা।

সামান্য কিছু টাকার মালিক হয়ে গেলে মানুষ কখনো সুখী হতে পারে না। দুবেলা খেতে পারলেই মানুষ কখনোই সুখী হতে পারে না। আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে সঠিকভাবে, যদি আমরা নিজেদের মনটাকে একটু পরিষ্কার রাখতে পারি। তবেই আমরা সুখী।

আমাদের অতিরিক্ত চিন্তা এবং আধুনিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত মনে করে, আমরা অনেক সুখী মনে করি নিজেদের। আসলে এটা ভাবা মোটেও ঠিক নয়।

যে ব্যক্তি নিজের জায়গা থেকে পরিশুদ্ধ। যে ব্যক্তি নিজের জায়গা থেকে সৎ, যে অল্প কিছুতে অনেক ভালো থাকতে পছন্দ করে, সেই কিন্তু প্রকৃত সুখী।

আমরা অন্যের ভাবনায় নিজেদেরকে চালিয়ে নিচ্ছি। কখনোই নিজেদের ভাবনায় ডুবে যাওয়ার সময় টুকু আমাদের হয় না। কেউ একজন আমাদেরকে বলছে আমাদের জীবনটা এভাবে গড়ে নিতে হবে। আমরা ঠিক সেই ভাবেই গড়ে নিচ্ছি।

আপনার পোষ্টের প্রত্যেকটা কথার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। সেই রহস্য গুলো যদি আমরা আমাদের জীবন থেকে বের করতে চাই। তাহলে হয়তো বা আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে, এর রহস্যের উন্মোচন কখনোই হবে না।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয়ে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

প্রকৃত সুখি থাকার জন্য আমাদের মনকে ফ্রশ রাখতে হবে ৷ তা না হলে কোটি টাকা থাকলেও সুখি হতে পারবে না মানুষ ৷ যার মন ভালো সে অল্প কিছুতেই অনেক সুখি হতে পারবে ৷

সাধ্য অনুযায়ি আমাদের চাহিদা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ৷ তাহলে আমরা নিজেকে সুখি বলে পরিচয় দিতে পারবো ৷

আপনার পোস্ট টি পড়ে অনেক ধারনা অর্জন করলাম ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য ৷

#miwcc

আমাদের ভাবনাগুলো পরিবর্তন করা জরুরী। গ্রেট পোস্ট।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71005.71
ETH 3788.87
USDT 1.00
SBD 3.47