ভাবনার মাঝে অতীতে ফিরে যাওয়া

in Incredible India2 years ago (edited)

আসসলামু আলাইকুম প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার অতীতে ঘটে যাওয়া কিছু পুরনো স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরব আশা করি ভালো লাগবে, মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

অসুস্থতার মাঝে অবসর সময় শুয়ে থেকে মোবাইল টিপছিলাম হঠাৎ করে মনের ভেতর কেন জানি অতীতের কথা মনে পড়ে যাচ্ছে বড় বোনের প্রোফাইলটা ঘাটাঘাটি করছিলাম বড় বোনের ছবি দেখতে দেখতে অনেকগুলো ছবি দেখার পরে ২০১৬ ও ২০১৭ সালের কিছু পুরনো ছবি দেখতে পাই।

IMG_20221229_002821.jpg
IMG_20221229_004339.jpg
ছবিতে আম্মু আমাকে নিয়ে শুয়ে আছে। ☺️
IMG_20221229_004311.jpg
ছবিতে আমরা ওখানকার বিখ্যাত চাপটি খাচ্ছি। ☺️😊

ছবিতে দেখতে পারছেন একটি জুব্বা ও টুপি পড়া ছেলে ও লাল শার্ট পরা ছেলে, জুব্বা ও টুপি পড়া ছেলেটা হচ্ছে আমি আর লাল শার্ট পরা ছেলেটা আমার বড় মামাতো ভাই সেই অনেক আগের কথা আমি যখন মাদ্রাসায় ছিলাম আম্মু আপু ও ভাইয়া আমাকে দেখতে এসেছিল আমি অনেক কান্না করছিলাম যে আমাকে বাসায় নিয়ে যাও আমাকে বাসায় নিয়ে যাও তখন আম্মু আমাকে নিয়ে ঢাকা ৩০০ ফিটে ঘুরতে নিয়ে গিয়েছিল সাথে আমার বড় বোন ও আমার বড় ভাই ছিল। আমরা ওখানে অনেক আনন্দ করেছিলাম।নৌকায় চড়েছিলাম ওখানকার বিখ্যাত চাপটি খেয়েছিলাম। সব মিলিয়ে অনেক মজা করেছিলাম।

IMG_20221229_002716.jpg
ভালোবাসার ফ্রেম❤️❤️❣️❣️

ছবিটা তোলার মানে বুঝে দেই, আমরা একবার গিয়েছিলাম কুরবানী ঈদের ছুটিতে নানুবাড়ি ঈদের দিন সকালে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম যাওয়ার পথে রাস্তায় সুন্দর একটা ব্রিজ করেছিল নতুন ব্রিজের উপরে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম। ব্রিজের নিচে সুন্দর একটা কাশ বনের মত জায়গা ছিল সেখানে যেয়ে আমরা সবাই ঘুরে ছিলাম ব্রিজের উপরে অনেক আনন্দ করেছিলাম, ঝাল মুড়ি মামা হাতে ঝাল মুড়ি খেয়েছিলাম, ওখানে ছোট ছোট তালের বিচি পাওয়া যাচ্ছিল, আমি আবার তালের বিচি অনেক পছন্দ করতাম, ওখানে তালের বিচি ও খেয়েছিলাম।

IMG_20221229_004508.jpg
IMG_20221229_004448.jpg
IMG_20221229_004407.jpg
ছবিতে পিচ্চি পোলাটা মানে আমি তালের বিচি খাচ্ছি।😆😆

IMG_20221229_014537.jpg
ছবিতে আমার বাবা মাছ ধরেছে এবং আমার বড় ভাই হি হি হি করে হাসছে।😆😆

আমরা একবার গিয়েছিলাম একটা আঙ্কেল দের বাসায় ওই আঙ্কেলটা সব ধরনের পশু পাখি পালতো, ওনার সাথে বাবার পরিচয় ছিল, ওনাদের বাসায় একবার দাওয়াত খেতে গিয়েছিলাম, আমার বোনকে বাবা প্রথমবারের মতো ডিএসএলআর কিনে দিয়েছিল। ও আবেগের বসে সবকিছুরই ছবি তুলেছিল, যতসব বিদেশি গাছ আছে সেগুলো ওনার বাসায় ছিল আমি ওখানে প্রথম বারের মত মাছ ধরেছিলাম।

IMG_20221229_014204.jpg
IMG_20221229_014146.jpg
আমি যখন প্রথমবার মাছ নিয়ে ছবি তুলি। 😊

ব্যাস আজকের মত এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

[আসসাামু আলাইকুম ]

cc: @farhan456

Devicename
Androidrealme 8
Camera64MP
Short by me:@farhan456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...oJ8TzCheyufTZ2iFnjjq64nv92A1aEKGRzkJB82ydZLnPZZHS3WS7xNA1S7jMiGwUPRbUy7qDMhf7S18GvXuuXENwFEdPj61BFtmUUJM9Zov2AejeTDako485C.png

Sort:  
Loading...
 2 years ago 

অনেক ভালো লাগলো ছোটবেলার পিচ্চি পিক দেখে। প্রতিটি ফটোগ্রাফি ভালো করে দেখলাম এবং পোস্ট পড়লাম। পুরনো বিষয়গুলো তুলে ধরেছেন এই পোস্টে। অনেক ভালো লেগেছে পোস্ট টি পড়ে।

আরো সুন্দর সুন্দর পোস্ট করার জন্য অনুরোধ রইলো।

 2 years ago (edited)

ধন্যবাদ আপনাকে পোস্টটি মূল্যায়ন করার জন্য

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96591.19
ETH 3584.60
USDT 1.00
SBD 3.76