খোট// নাটক রিভিউ।

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

আশা করি সবাই ভাল আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।



IMG_20230524_165517.jpg

গত কালকে রাত্রে আপনাদের মাঝে একটি নাটক নিয়ে এসেছিলাম নাটকের নাম ছিল স্বপ্ন পূরণ মূলত কালকে রাত্রে একসাথে দুটো নাটক দেখেছিলাম নাটক দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে তাই না পেরে আপনাদের মাঝে দুইটাই শেয়ার করতে ইচ্ছা পোষণ করছি। নাটকটি বেশ চমৎকার একটি গল্প নিয়ে বানানো হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, চলুন গল্পের দিকে ধাবিত হই।


নাটক সম্পর্কে মূল্যবান তথ্য

--------
নামস্বপ্ন পূরণ
অরিজিনবাংলাদেশী
পরিচালকমেহেদি হাসান হৃদয়
অভিনয়েমুশফিক আর ফারহান ও কেয়া পায়েল এবং আরো অনেকে ৷
মুক্তি৩০শে এপ্রিল ২০২৩
সময় ব্যবধান৪৮ মিনিট

নাটকের সংক্ষিপ্ত কাহিনী


নাটকের শুরুতে আমরা দেখতে পাই ফারহান ও তার চার বন্ধু পুলিশের কাছে গ্রেফতার হয়েছে এবং ফারহান পুলিশের কাছে তার পূর্বের ঘটনাগুলো বলছে এবং আমরা সেখান থেকে জানতে পারব নাটকের মূল থিউরি টা কি।

ফারহান ও তার বন্ধুরা মিলে সমাজের মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষদের কাছে মধ্যরাতে কল দিয়ে নিজেদের কে জিনের বাদশা বলে দাবি করে এবং ভোলা ভালা মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে।

Screenshot_2023-05-24-16-54-01-44.jpg

Screenshot_2023-05-24-16-53-20-83.jpg

মানুষ তাদের প্রতারণার জালে ধরা দেয় এবং নিজের পরিবার-পরিজনকে সুস্থ রাখার জন্য জিনের বাদশা দের কথা শুনে তাদের কষ্টের রোজগার করা টাকা-পয়সা তাদের বলা জায়গায় টাকা রেখে আসে।

পরবর্তীতে এই টাকা ফারহান ও তার বন্ধুরা মিলে তুলে নিয়ে আসে এভাবে তারা ভোলা ভালা মানুষদের কাছ থেকে অর্থ নিয়ে আসে এবং প্রতারণা করে। এভাবেই একদিন প্রতারণা করতে করতে তার বাবার সাথে প্রতারণা করে বসে সেটা ফারহানের বন্ধুরা জানতে পারে না।

Screenshot_2023-05-24-22-05-46-61.jpg

Screenshot_2023-05-24-22-05-12-87.jpg

Screenshot_2023-05-24-22-05-05-52.jpg

পরের দিন ফারহান যখন তাদের বন্ধুদের কাছ থেকে প্রতারণার কাজ শেষ করে বাসায় ফিরে তখন দেখতে পায় তার বাবা মাটি খুঁড়ছে বাগানে ফারহান তার বাবাকে জিজ্ঞেস করায় তার বাবা বলে জিনের বাদশা নাকি এখানে টাকা রেখে গিয়েছে। ফারহান সাথে সাথে বুঝতে পারে এখানে মূল ঘটনাটা কি।

ফারহান পরবর্তীতে তার বাবাকে বলে এগুলো সব বাটপারি করছে বাবা এগুলা বিশ্বাস করো না তুমি, একথায় বলায় ফারহানকে তার বাবা অনেক রাগারাগি করে বকা দেয়।

ফারহান তার বাবার কাছ থেকে রেগে মেগে তার বন্ধুদের কাছে আসে এবং রাগারাগি করে বাবার টাকা ফিরিয়ে দিতে বলে, ফলে তার বন্ধু পুনরায় তার বাবাকে কল করে বলে আপনি আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করেছেন এজন্য জিনের বাদশা আপনার টাকা নিবে না।

Screenshot_2023-05-24-22-06-46-36.jpg

Screenshot_2023-05-24-22-06-41-26.jpg

ফারহান ও তার বন্ধুরা নিজেদেরকে জিনের বাদশা বলে দাবি করে অনেক মানুষের কাছ থেকে টাকা প্রতারণা করে নিয়েছে, এতে অনেক মানুষ প্রতারণা শিকার হয়ে থানায় মামলা করতে এসেছে। পুলিশ ও সাংবাদিকরা কোন মতে একটা উপায় বের করে সব জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে জিনের বাদশার প্রতারনা থেকে সবাই দূরে থাকুন।

এভাবে ফারহান ও তার বন্ধুদের কাজ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে তারা এলাকার মেম্বারকে টার্গেট করে এবং বিকাশ থেকে প্রতারণা করে এবং মেম্বার এর একাউন্ট থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।

Screenshot_2023-05-24-22-32-27-67.jpg

Screenshot_2023-05-24-22-32-21-96.jpg

পরবর্তীতে রাত্রিবেলা মেম্বারকে টার্গেট করে প্রতারকরা মেয়ের কন্ঠে কথা বলে মেম্বারকে সিডিউস করে ফেলে এবং মেম্বার এর কাছ থেকে তার নোংরা ভাষাগুলা রেকর্ড করে নেয় এবং রেকর্ডটি মেম্বার এর ফোনে পাঠিয়ে দেয় এবং ব্ল্যাকমেইল করে।

মেম্বার না পেরে তাদেরকে আবার টাকা দিয়ে চুপ করায় এবং সাংবাদিক ও থানয় যেয়ে তাদের বিষয়ে সব খুলে বলে। এভাবেই প্রতারণা করতে করতে পুলিশরা তাদের খুঁজে বের করে এবং অ্যারেস্ট করে নেয়।

Screenshot_2023-05-24-22-38-11-71.jpg

Screenshot_2023-05-24-22-38-08-38.jpg

Screenshot_2023-05-24-22-37-59-26.jpg


নাটকটি আমার কাছে ফাটাফাটি লেগেছে আমি রেকমেন্ড করবো আপনারা সবাই নাটকটি একবার হলেও দেখবেন নাটকটি একদম বাস্তব কাহিনীর উপর নির্ভর করে তৈরি করেছে। আমি একদিন নতুন রবি সিম কিনেছিলাম এবং এরকম প্রতারণার শিকার হতে হতে বেঁচে ছিলাম।

নাটকের প্রতি আমার রেটিং: 10/9


আজকের মত এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।



cc: @farhan456

Devicename
Android:oppo
Android version:oppo a15 Android 11
Camera:48MP
Location:Bangladesh-bogura
Short by :YouTube (screenshot)
Sort:  
 last year 

নাটকটিতে সমাজের বাস্তবিক চরিত্র তুলে ধরেছে,এমনটা আমরা অহরহ দেখতে পাই বর্তমান সমাজে। যারা সাধুবেশে আমাদেরকে প্রতারিত করে চলেছে দিনের পর দিন।

এ সকল মানুষের জন্যই সমাজে এত সমস্যা তৈরি হচ্ছে, প্রতিনিয়ত তারা অল্প কিছু টাকা ইনকামের আশায় এমন জঘন্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছে।

খুবই সুন্দরভাবে নাটকের পুরো ঘটনা আপনি তুলে ধরেছেন, একের পর এক ছবি শেয়ার করে, নাটকের এই রিভিউটি দেখে মনে অবশ্যই আসা জেগেছে নাটকটি একবার দেখে আসার।

 last year 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

Loading...
 last year 

সমাজের বাস্তবতার সাথে নাটকটির অভিনয়,, এবং চরিত্র অনেকটাই মিলে যাচ্ছে! যেটা হয়তোবা আমরা,,,, একটু লক্ষ্য করলেই বুঝতে পারি।

নাটকটি আমি ইউটিউবে অনেকবার দেখেছিলাম! তবে আমি কখনো ক্লিক করে,, পুরো নাটক দেখেনি! আমি সামান্য প্রথমের অংশটুকু দেখেছিলাম! কিন্তু আজকে আপনার নাটক সম্পর্কিত রিভিউটা পড়ে! নাটকটা দেখার আগ্রহ জেগে গেল।

অসংখ্য ধন্যবাদ,, এত সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61319.81
ETH 2376.92
USDT 1.00
SBD 2.55