মানুষের সাহায্য করলেও বিপদে পড়তে হয় (Even if you help people, you have to be in danger)

in Incredible India11 months ago

হ্যালো সকল বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি।

men-3610255_1280.jpg
Source

আমরা প্রায় গেলে দেখতে পাই মানুষের সাহায্য করলেও মানুষকে বিপদে পড়তে হয়। অনেক সময় মানুষ ভুল বুঝে একটা মানুষকে বিপদে ফেলে আবার অনেক সময় দেখা যায় যে, মানুষ ইচ্ছা করে যে ভালো, যে মানুষকে সাহায্য করে সেই মানুষকেই বিপদে ফেলে। কারণ তারা অন্যের ভালো দেখতে পারেনা কিংবা কেউ ভালো কাজ করলে সেটা তাদের সহ্য হয় না।

যেমন কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে একজন খুবই অসুস্থ ছিল। তিনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছিল না। অনেক মানুষের কাছে টাকা ধার চাই কিন্তু কেউই দিতে চায় না। কিন্তু সেই সময় একটি মানুষ তার উপকারের এগিয়ে আসে এবং তাকে কিছু টাকা ধার দেয়। অবশ্যই যিনি অসুস্থ ছিলেন তিনি বলেছিলেন যে কিছুদিনের মধ্যেই তাকে টাকা দিয়ে দেবে। এই ভরসাতে যিনি উপকার করেছিলেন তিনি সেই অসুস্থ ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন।

loan-8012425_1280.jpg
Source

কিন্তু যিনি অসুস্থ ছিলেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং তিনি তার বিপদে যে এগিয়ে এসেছিলেন তার কথা ভুলে যান। এমনকি তার ধার নেওয়া টাকার কথা ভুলে যান। তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা দেয় না। কিন্তু সে এটা মনে রাখে নি যে তার বিপদের সময় সেই ব্যক্তিটি এগিয়ে এসেছিল। কেউ যখন টাকা ধার দেয়নি তখন সেই ব্যক্তিটি টাকা ধার দিয়েছিল। টাকা না দেওয়ার ফলে যে ব্যক্তি টাকা দিয়েছিল তাকে তার পরিবারের কাছে অনেক কথা শুনতে হয়। কারণ তার পরিবারও জানত এই টাকা ধার দেওয়ার কথাটা।

এজন্য তাকে নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেটা দেখেও কিন্তু যে টাকা ধার নিয়েছিল সে টাকা ফেরত দিয়ে দেয়নি। কিন্তু সে এটা একবারও ভাবল না যে তার জন্য অন্য একটি মানুষ যে কিনা তার বিপদে এগিয়ে এসেছিল তাকে নানা ধরনের কথা শুনতে হবে। অবশেষে বারবার চাওয়ার পরে, সংসারের অশান্তি কথা শোনার পরে টাকা ফেরত দিয়ে দেয়।

children-2876359_1280.jpg
Source

এটা ছাড়াও আবার আমরা অনেক সময় দেখতে পাই যে গরিব-দুঃখীদের স্বেচ্ছায় সাহায্য করতে গিয়েও মানুষকে বিপদে পড়তে হয়। নানা ধরনের কথা শুনতে হয়। কেন তাকে সাহায্য করতে এলো, কি জন্য তাকে সাহায্য করছে, তার সাথে কোন সম্পর্ক আছে কিনা এরকম নানা ধরনের কথা। এরকম সমস্যার মধ্যে কিন্তু অনেকেই পড়ে। আর এর ফলে ক্ষতিটা হয় সেই গরীব দুঃখী মানুষের। যারা নানা ধরনের কথা শোনাচ্ছে তাদের কিন্তু কোন ক্ষতি হয় না কিন্তু যারা না খেয়ে দিন পার করছে তাদের ক্ষতি হয়। এরকম নানা কথার কারণে যারা সাহায্য করেছে তারাও কিন্তু পিছিয়ে আছে।

girl-1186895_1280.jpg
Source

অবশেষে বলবো কোন মানুষ বিপদে পড়লে কিংবা গরীব দুঃখী মানুষকে অবশ্যই সাহায্য করা উচিত। কে কি বলল সেই কথাই কান না দিয়ে নিজের কাজ অবশ্যই নিজেকে করতে হবে। অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। আর যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে এবং গরীব দুঃখী মানুষকে বিপদে সাহায্য করে সৃষ্টিকর্তা সবসময় তাদের সহায় থাকেন। হয়তো নানা লোকে নানা কথা বলে কিন্তু নিজের কাছে অনেক ভালো থাকা যায়। এজন্য অবশ্যই মানুষের বিপদে হাত বাড়িয়ে দেওয়া উচিত।

তো বন্ধুরা আজকের মত লেখাটি এখানেই শেষ করছি। সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 11 months ago 

বর্তমান সময়ে কোন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করলে। একটা সময় সে এই কথাগুলো ভুলে যায় এবং স্বীকার করতে চায় না তাকে যে সাহায্য করা হয়েছিল।

আপনি আজকে আপনার পাশের বাসার একটি ঘটনা শেয়ার করেছেন। যেখানে একটি মানুষ বিপদে পড়েছিল এবং তাকে অন্য একটি লোক সাহায্য করেছিল। কিন্তু সে ভালো হওয়ার পর স্বীকার করে না তাহলে আমরা কিভাবে মানুষকে সাহায্য করবো।

আপনি আরো বলেছেন, গরিব মানুষদের কে সাহায্য করতে গেলে নানা রকম কথা শুনতে হয়। এটা একদম বাস্তব আমাদের পাশে এরকমটাই ঘটেছে। একজন মানুষ অনেকটা গরিব তাকে সাহায্য করতে যেয়ে আর একজন অপমানিত হয়ে আসছে। মানুষের ভালো করাও বর্তমান বিপদ হয়ে গেছে।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

জি আপু আপনি ও ভালো থাকবেন।

মানব অস্তিত্বের রাজ্যে, যখন একজন ব্যক্তি একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তাদের জন্য প্রসারিত সাহায্য অত্যন্ত মূল্যবান। যাইহোক, এমন কিছু উদাহরণ রয়েছে যখন কেউ এই ধরনের সহায়তার তাৎপর্য সম্পর্কে অজ্ঞাত হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে উপেক্ষা করে এবং তাদের প্রয়োজনের সময় যে সহায়তা প্রদান করা হয়েছিল তা স্বীকার করা থেকে বিরত থাকে।

আজ, আপনি একটি ঘটনা শেয়ার করেছেন যা আপনার বাসস্থানের আশেপাশে ঘটেছিল। এটি এমন একজন ব্যক্তিকে জড়িত করেছিল যে নিজেকে একটি দুঃখজনক পরিস্থিতিতে খুঁজে পেয়েছিল, শেষ পর্যন্ত অন্য ব্যক্তির কাছ থেকে সহায়তা পেয়েছিল। তা সত্ত্বেও, তারা সাহায্য গ্রহণ করার জন্য একটি ক্ষিপ্রতা প্রদর্শন করেছিল, তাই আমরা কীভাবে আমাদের সহ-মানুষকে কার্যকরভাবে সাহায্য করতে পারি তা চিন্তা করতে আমাদের প্ররোচিত করে।

তদুপরি, আপনি আরও ব্যাখ্যা করেছেন যে যখন সুবিধাবঞ্চিতদের সহায়তা করার কথা আসে, তখন বৈচিত্র্যময় প্রকৃতির অসংখ্য গল্প রয়েছে যা শোনা দরকার। এটাই আসল বাস্তবতা যা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। একজন ব্যক্তি, দারিদ্র্যের খপ্পরে পড়ে, আমাদের সহায়তার প্রয়োজন; যখন অন্য একজন অবমাননাকর এবং হতাশ। মানবতার এই জটিল ট্যাপেস্ট্রিতে, নিজের অস্তিত্বকে উন্নত করার কাজটিও বর্তমান পরিস্থিতির বিপদের সাথে জড়িত হয়ে উঠেছে।

 11 months ago 

আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আসসালামু আলাইকুম, কেমন আছেন?

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।

আপনার মেয়ের এখন কি অবস্থা?

 11 months ago (edited)

আমি ভালো আছি। তবে আমার মেয়ে এখনো অনেক অসুস্থ। ঔষধ খাচ্ছে। তবে আপনি যে আমার মেয়ের কথা জানতে চেয়েছেন এটাই অনেক। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনি ও ভালো থাকবেন।

যাক আপনি ভালো আছেন। এখন মেয়ের দিকে একটু নজর রাখিয়েন চারদিকে তো রোগ বেড়ামের অভাব নাই ডাক্তারের সাথে পরামর্শ করেছেন তো এখনো সুস্থ হচ্ছে না কেন?

Loading...
 11 months ago 

আপনি মানুষের বিপদে এগিয়ে এসেছেন শুনে অনেক খুশি হয়েছি আসলে মানুষ মানুষের বিপদেই তো এগিয়ে আসে। কিন্তু যে ব্যক্তি বিপদে পড়েছে তাকে সাহায্য করে আপনি বিপদে পড়ে গিয়েছেন আসলে আমরা অধম যে আমাকে সাহায্য করে তাকে ভুলে যায়। আপনার সাথে যে ঘটনাটি ঘটছে আসলে অনেকের সাথে এমন ঘটনা ঘটে। আপনার মত যারা মানুষের বিপদে এগিয়ে আসে তারা এখন অনেকটাই ভয় পায় মানুষের বিপদে এগিয়ে আসার জন্য। কেননা আমাদের মতই কিছু অসৎ মানুষের জন্য। মানুষ মানুষের সাহায্যে এগিয়ে আসতে চায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা নিয়ে মুলক একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে কিছু কিছু মানুষের কারণে অনেক মানুষ অন্যের বিপদে এগিয়ে আসতে ভয় পায়। এর ফলে যারা প্রকৃত বিপদে থাকে ক্ষতিটা তাদেরই হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

বর্তমান সমাজে এখন মানুষদের সাহায্য করলে তা বিপদের মুখে পড়তে হয়। বর্তমানে এখন কেউ যদি বিপদে পড়ে তখন যদি তাকে কেউ সাহায্য করা হয় যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আর যে সাহায্য করেছে তাকে অস্বীকার করে।
যেমন আপনি আপনার পাশের বাড়ি একটি ঘটনার কথা শেয়ার করেছেন। আপনি আরো একটি কথা বলেছেন এখন গরিবদেরকে সাহায্য করতে গেল নানা রকম কথা শুনতে হয়। এটা একদম বাস্তব কথা বলেছেন।

আসলে আপনার পোস্টে পরে আমার খুব ভালোই লাগলো।আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে এবং বুঝতে পারলাম।থ্যাঙ্ক ইউ

 11 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 11 months ago 

থ্যাঙ্ক ইউ

বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে ভালো মানুষের কোন ও মূল্য নেই।আর যে ভালো কাজ করে তাকে মানুষ চোঁখে ও দেখতে পারে না। সাহায্য করলে বিপদে পড়তে হবে কারন আপনি যেখান থেকে তাকে বাঁচানোর চেষ্টা করবেন উল্টো আপনাকে সেখানে ঝামেলায় বাজিয়ে দিয়ে সে চলে যাবে।তাই এখন উপকার করার আগে ভাবতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 11 months ago 

আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না আবার কেউ কোন ভালো কাজ করলেও সেটা তাদের সহ্য হয় না। তাকে অনেক ঝামেলায় পড়তে হয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

মানুষ নিজের স্বার্থটা সবার আগে চেনে সেইম আপনার মতই কাহিনী আমার সাথে হয়েছিল আসলে এই সমাজে কোন মানুষকে সাহায্য করতে গেলে পাশ থেকে অনেক মানুষ অনেক উল্টাপাল্টা কথা শোনায়।

অতএ মানুষের বিপদে যথাসম্ভব তার পাশে দাঁড়ানো উচিত। ঠিক উল্টে দিকে যে সকল মানুষেরা বিপদে অন্যান্য মানুষেরা পাশে এসে দাঁড়াচ্ছে।

এত সুন্দর বাস্তবময় বিষয়ের উপর আমাদের মাঝে পোস্ট ভাগ করে নেওয়ার জন্য নাকি অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 11 months ago 

আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 11 months ago 

আমরা মানুষ আমরা স্বার্থ ছাড়া কিছুই বুঝি না!নিজের স্বার্থ যখন পূরণ হয়ে যায়! তখন অন্যের কথা চিন্তা করি না! আজকে আপনি যেই মানুষটার কথা আমাদের সাথে তুলে ধরেছেন! সেই মানুষটার মনে একটুও কি মায়া দয়া ছিল না! তার মনে কি একবারও মনে হয়নি! যে মানুষটা আমাকে বিপদের সাহায্য করেছে! আমি কেন তাকে বিপদে ফেলে দিচ্ছি।

সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়! হয়তোবা ওই মানুষটা আবারও বিপদে পড়বে! কিন্তু সেই মানুষটাকে সাহায্য করার মত কেউ থাকবে না! আপনি আজকে খুবই মূল্যবান একটা টপিক আমাদের সাথে আলোচনা করেছেন! বাস্তবতা সামনে নিয়ে এসেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এই বাস্তব সমাজকে নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54799.23
ETH 2353.99
USDT 1.00
SBD 2.36