রাগ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবনে বিপদ ডেকে আনে

in Incredible India11 months ago (edited)

হ্যালো সকল বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

scream-g8d563b6ac_1280.jpg
Source

রাগ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবনে বিপদ ডেকে আনে। যেমন রাগের বশে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে এর ফলে আমাদের যেমন ক্ষতি হয় তেমনি অন্য মানুষেরও ক্ষতির কারণ হয়ে পড়ি।

আমরা জীবনে বেশিরভাগ ভুল করে থাকি এই রাগের কারণে। যেমন আমরা অনেক সময় আমাদের বাবা-মায়ের সাথে ঝগড়া করি। বাবা মা আমাদেরকে শাসন করলে আমরা রাগ করি। কিন্তু বাবা মা আমাদের ভালোর জন্যই আমাদেরকে শাসন করে থাকেন কিন্তু আমরা এটা বুঝতে পারি না। এজন্য আমরা রাগ করে অনেক সময় বাড়ি থেকে বের হয়ে যায়। এর ফলে আমাদের জীবনে অনেক বড় বিপদ নেমে আসতে পারে।

কারণ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের খারাপ ছাড়া ভালো কিছু করতে জানে না।এজন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলে অনেক সময় অনেক খারাপ লোকের হাতে পড়ে যায়। এর ফলে পাচার চক্রের হাতে পড়ে পাচার হয়ে যায়। এরকম ঘটনা আমাদের সমাজে প্রায় সব সময় ঘটে থাকে।

anger-gf67ea1d8a_1280.png
Source

আবার আমরা অনেক সময় আপনজনদের কাছ থেকে আঘাত পেয়ে রাগ করে অনেক বড় ভুল করে বসি। যেমন আমরা আমাদের প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেয়ে অনেক সময় নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে পিছপা হয় না। কারণ তখন মাথায় একটা জিনিসই ঘুরে যে আমাদের প্রিয়জনরা আমাদেরকে এভাবে আঘাত করলো। আর তাদের ওপর রাগ করেই আত্মহত্যার পথ বেছে নেয়, নিজেদের জীবন শেষ করে দেয়।

এছাড়াও আমাদের সমাজে দেখা যায় যে বন্ধুদের সাথে ঝামেলা হওয়ার কারণে তাদের অনেক বড় ক্ষতি করে ফেলে। এমনও দেখা যায় যে তাদের সাথে রাগারাগি হওয়ার ফলে তাদের জীবনও নিয়ে নেয়। আর এসব ভুল মানুষ করে থাকে রাগ করে। রাগ করে মানুষ যেমন নিজের ক্ষতি করে তেমনি অন্যেরও ক্ষতির কারণ হয়ে পড়ে।

punch-gae1c840d9_1280.jpg
Source

অবশেষে বলবো আমাদের প্রত্যেকের উচিত নিজের রাগ কন্ট্রোল করা। রাগ কন্ট্রোল করতে না পারলে নিজের যেমন ক্ষতি হয় তেমনি অন্যের জীবনেও বিপদ নেমে আসতে পারে। সবার ভালোর জন্য অবশ্যই নিজের রাগ কন্ট্রোল করতে হবে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লেখা পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ

Sort:  
 11 months ago 

রাগ কখনো মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না। সব সময় মানুষের অমঙ্গল বয়ে আনে।। যে মানুষ নিজের রাগ কন্ট্রোল করতে পারবে না সে কখনো ভালো কিছু করতে পারবে না।

আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদেরকে উপহার দিয়েছেন। রাগ মানুষকে সবসময় বিপদ নিয়ে আসে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Loading...

রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয় যেমনিভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয়।
— আল হাদিস

যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে মর্যাদা উচ্চতর মাত্রায় চলে যায়।
আর রাগ করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অনেক ধন্যবাদ আপু। সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64310.07
ETH 3504.54
USDT 1.00
SBD 2.49