গ্রামে চোরের উৎপাত আতঙ্কে এলাকাবাসী

in Incredible India11 months ago

হ্যালো সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

thief-g399797d9a_1280.jpg
Source

চোরের কোন ধর্ম নাই। এরা মানুষের ক্ষতি ছাড়া কখনো ভালো করে না। এদের মধ্যে কোন মানবিকতা নেই। চোর যেমন চুরি করে মার ধর খায় তেমনি সেখান থেকে মার খেয়ে আবার অন্য জায়গায় চুরি করতে যায়। আসলে এদের যতই বোঝানো হোক না কেন এরা বুঝতে চায় না। আসলে কিছু মানুষের স্বভাব হাজার চেষ্টা করলেও বদলানো যায় না।

আসলে এটা বলার কারণ আমাদের পাশের পাড়ায় গত পরশু দিন চুরি হয়েছে। এক বাড়িতে নয় পরপর পাঁচ থেকে ছয় বাড়িতে চুরি হয়েছে। আরে চুরি করেছে ভোরবেলার দিকে। মানুষের স্বর্ণালংকার এবং টাকা পয়সা সহ অনেক দামি দামি জিনিস চোরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় যে সেটা কেউ জানতেও পারেনি যে কখন চোর চুরি করে নিয়ে গেছে।

আসলে এটা কেউই বুঝতে পারবে না কারণ তাদের সবার মুখে স্পেরে করা হয়েছিল। আসলে এখন এমন অনেক ওষুধ পাওয়া যায় যেগুলো স্প্রে করলে মানুষ অচেতন হয়ে পড়ে। কয়েক ঘন্টার জন্য অচেতন হয়ে থাকে। আর এই অচেতন অবস্থায় মানুষ যদি ঘর থেকে সবকিছু নিয়ে যায় তাহলে কারোর পক্ষে বলা সম্ভব হয় না।

thief-g525882ae1_1280.jpg
Source

তেমনি ভাবে পাসের পাড়ায় মুখে স্প্রে করে চুরি করে নিয়ে গেছে। যখন মানুষের হুশ ফিরে তখন মানুষ দেখে যায় ঘর থেকে চুরি হয়ে গেছে। আসলে আমাদের মুসলিমদের ভিতরে ভোররাতে আযানের পর পরই নামাজ আদায় করতে ওঠে। অনেকেই এই সময় নামাজ আদায় করে আবার ঘুমাতে যায় কিন্তু ঘরে তালা দেয় না। আর ঠিক এই সময়টাইতে চোর সুযোগ পেয়ে যায়। ঠিক তেমনটাই ঘটেছে পাশের পাড়ায়। এই সময়ে চোর সবকিছু চুরি করে নিয়ে গেছে।

আসলে সকাল হতে না হতেই অনেক কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষ সেখানে যাই এবং গিয়ে দেখে যে সবকিছু তছনছ করা। যেগুলো দামী দামী জিনিস সেগুলো সব চুরি হয়ে গেছে। আসলে তাদের কষ্ট দেখে আমারও খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই। এজন্য আমার এবং আমাদের পাড়ার সবাই খুবই আতঙ্কে আছে যেহেতু পাশের পাড়ায় চুরি হয়েছে এজন্য অনেক ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, অনেক সাবধানে থাকতে হচ্ছে।

man-g74dcb0ced_1280.jpg
Source

এজন্য বলব যখনই কেউ ঘুমাতে যাবেন অবশ্য ঘরে তালা দিয়ে ঘুমাতে যাবেন। আর সব সময় সতর্ক থাকতে হবে। আসলে আমাদের কোন দিক দিয়ে যে কিভাবে আঘাত আসবে, কিভাবে মানুষ আমাদের ক্ষতি করবে সেটা আমরা কেউই জানিনা এজন্য সব সময় সতর্কতা অবলম্বন করা উচিত।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ

Sort:  
Loading...
 11 months ago 

বর্তমানে গ্রামে যে হারে চোর ডাকাত উৎপাত শুরু করছে দিন নাই রাত নাই যে যেভাবে পারছে মানুষের ক্ষতি করে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে ৷ তাই আপনারা আমরা অনেক সাবধানে থাকার চেষ্টা করবো যেন চোর ডাকাত বাড়িতে প্রবেশ করতে না পারে ৷ বিশেষ করে শীতকালে গরু চুরি করে নিয়ে গরিব মানুষের বাড়ি থেকে যে কিনা গরু গুলো তাদের সম্পদ ৷ আর এই সম্পদ হারিয়ে গেলে কতটা যে কষ্ট পায় শুধু তারাই বুঝে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 11 months ago 

আমাদের সবাইকে অনেক সাবধানে থাকতে হবে। যেন চোর চুরি করতে না পারে আর চুরি করলেও যেন ধরা পড়ে।

যাই হোক আপনার মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 11 months ago 

আসলে আজকে আপনার এলাকার চুরি করার ঘটনা পড়ার পরে! আমার নিজের এলাকার একটা ঘটনা মনে পড়ে গেল! সেটা হচ্ছে গত বিশ তারিখে আমাদের এলাকায় ডাকাত ঢুকে ছিল,,, রাত তিনটার সময়! কিন্তু কিছুই করতে পারেনি,,, কারণ আমাদের এলাকায় কিছু ছেলেরা আছে,,, যারা কিনা সারা রাত পাহারা দেয়,,,, যার কারণে ওরা কিছুই করতে পারেনি।

আসলেই সত্যিই বলেছেন আপনি আমাকে সবারই উচিত সতর্কতা অবলম্বন করা! কারণ আমরা যখন সতর্ক থাকবো,,, তখন চোর আমাদের কোন কিছুই করতে পারবে না! আবার অনেক সময় দেখা যায় আমরা সতর্কতা অবলম্বন করেও,,,, নিজেদেরকে রক্ষা করতে পারি না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ংকর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য! এবং আমাদেরকে সতর্ক করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 11 months ago 

আসলে আমাদের এখানে সবাই ব্যস্ত এজন্য আপনাদের এলাকার মত সারারাত পাহারা দেওয়ার কেউ থাকেনা। আসলে সবাই সবার কাজে ব্যস্ত আর এজন্যই বোধহয় এখানে চুরি হয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

ধন্যবাদ, একটি সমসাময়িক পোস্ট উপস্থাপন করার জন্য।
এরকম কাজ প্রতিরোধে সতর্কতার বিকল্প নেই।কোনো গ্রামে যদি চোরের উত্তাপ বেড়েই যায় তবে এলাকার কিছু তরুণ ও বৃদ্ধ মিলে কয়েক সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। যাদের কাজ হবে দিনে ঘুমিয়ে রাতে তাদের পাড়া বা মহল্লা পাহারা দেওয়া। প্রতিটি গ্রামেই যদি এরকম করা যায় তবে আমি মনেকরি চোরকে প্রতিহত করা সম্ভব হবে।

এটা একান্তই আমার মতামত।

 11 months ago 

আসলে এখানে সবাই দিনের বেলা ব্যস্ত থাকেন এজন্য দিনের বেলা ঘুমিয়ে রাতে পাহারা দেওয়ার কেউ থাকেনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

চোরের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল।স্প্রে করে চুরি করে এটা আমার জানা ছিল না।এরকম হলে এটা আসলেই খুব ভয়ংকর একটা সংবাদ।'এজন্য বলব যখনই কেউ ঘুমাতে যাবেন অবশ্য ঘরে তালা দিয়ে ঘুমাতে যাবেন। আর সব সময় সতর্ক থাকতে হবে। আসলে আমাদের কোন দিক দিয়ে যে কিভাবে আঘাত আসবে, কিভাবে মানুষ আমাদের ক্ষতি করবে সেটা আমরা কেউই জানিনা এজন্য সব সময় সতর্কতা অবলম্বন করা উচিত।' তবে আপনার এই কথাগুলো খুব ভালো লেগেছে। আপনার এই সতর্কতামূলক পোস্টের মাধ্যমেে অনেকেই উপকৃত হবে।তাই এই লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো আপনার জন্য

 11 months ago 

গতরাতে আমাদের এলাকার একটা দোকান হতে চুরি হয়েছে। এই দোকান হতে চোর ৫ বার চুরি করল।তাই ইদানীং দেখা যাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর পর্যন্ত চুরি বাটপারি বেড়ে গেছে । মানুষ কে নানা ধরনের ঔষুধ খাইয়ে এবং ঘ্রান দিয়ে তাদেরকে দূর্বল করে তাদের কাছ থেকে যা পায় তা সবই নিয়ে যায় ৷ তাদের সাথে বেশি বারাবারি করলে ছুরি দিয়ে আঘাত করে তারপর সব কিছু নিয়ে যায় ৷ বর্তমান সময়ে দিনের বেলাও এই চুরি ছিনতাই ঘটনা অহরহ দেখা যায়। তাই আমাদের সকলকে খুব সতর্ক থাকতে হবে ৷এছাড়া
রাস্তাঘাটে চলার সময় গাড়িতে উঠার সময় সাবধানে থাকতে হবে ৷পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61536.69
ETH 3445.53
USDT 1.00
SBD 2.50