গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি এবং এর উপকারিতা সম্পর্কে কিছু কথা

in Incredible India10 months ago
IMG_20230928_182842.jpg

হ্যালো সকল স্টিমিয়ান বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি এবং এর উপকারিতা সম্পর্কে কিছু কথা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমরা প্রত্যেকে কমবেশি বাড়িতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায়। এটা অনেকের শখও বলতে পারেন। আবার অনেকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায়। আবার অনেকে বিভিন্ন ধরনের ফুল গাছের চাষ করে। আর সেসব ফুল বাজারে বিক্রি করে যেগুলো মানুষ বিভিন্ন পূজার কাজে ব্যবহার করে থাকে।

IMG_20230928_184308.jpg

কিন্তু বিশেষ করে গাঁদা ফুল মানুষ বেশি ব্যবহার করে। বিভিন্ন পূজায় কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বেশিরভাগই গাঁদা ফুল মানুষ ব্যবহার করে থাকে। তবে আমরা অনেকেই এই গাঁদা ফুলের উপকারিতা সম্পর্কে জানিনা। হয়তো কম বেশি জানতে পারি কিন্তু বেশিরভাগ মানুষই আমরা গাঁদা ফুল গাছের উপকারিতা সম্পর্কে অবগত নয়।

গাঁদা ফুল গাছের উপকারিতা

গাঁদা ফুল গাছ আমাদের বিভিন্ন উপকারে আসে। এই গাঁদা ফুল গাছ বিভিন্ন ঔষধে গুনাগুন সম্পূর্ণ গাছ। গ্রাম অঞ্চলের মানুষ কম বেশি এর ব্যবহার করে থাকেন।

  • যেমন হাত কিংবা পা কেটে গেলে ক্ষতস্থানে যদি গাঁদা ফুল গাছের পাতার রস দেওয়া যায় তাহলে রক্ত পড়া বন্ধ হয়। এছাড়া কোন হাত পা পুড়ে গেলে পোড়া স্থানে যদি এই পাতার রস কিংবা গাঁদা ফুলের রস দেওয়া হয় তাহলে অনেক উপকার পাওয়া যায়।
IMG_20230928_184417.jpg
  • আবার চুল কালো করার দিক থেকেও কিন্তু গাঁদা ফুল অনেক উপকারী। গাঁদা ফুল বেটে যদি নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়মিত ব্যবহার করা হয় তাহলে চুল ঘন কালো এবং মশৃন হয়।

  • হজম শক্তি বাড়াতেও গাঁদা ফুল বেশ উপকারী। যদি গাঁদা ফুলের চা নিয়মিত পান করা হয় তাহলে হজম শক্তি বৃদ্ধি পায়।

IMG_20230928_184459.jpg
  • সর্দি কাশিতেও কিন্তু গাঁদা ফুল গাছের উপকারিতা অনেক বেশি। এই গাছের পাতার রস খেলে সর্দি কাশিতে ও অনেক উপকার পাওয়া যায়।

  • এছাড়াও মুখের ব্রণ দূর করতেও গাঁদা ফুল অনেক বেশি উপকারী।

এছাড়াও আরো বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আমার জানা নেই। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের মাধ্যমে আমিও সেই উপকারিতা সম্পর্কে জানতে পারবো।

IMG_20230928_184443.jpg
IMG_20230928_184408.jpg

তো বন্ধুরা আজকের মত লেখাটি এখানেই শেষ করছি। জানিনা আমার লেখাটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। তবু আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি।

Actually I am not very comfortable in English because my mother tongue is Bengali. And I feel comfortable expressing myself in my mother tongue. I hope you will like the article that I am sharing with you today.

ধন্যবাদ সবাইকে

Sort:  
 10 months ago 

গাঁদা ফুল গাছ আমরা বলতে পারি অযত্নেই বেড়ে ওঠে। এটাকে এতটা যত্ন করতে হয় না। আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে গাঁদা ফুল গাছ রয়েছে। আজকে আপনি আমাদের সাথে গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি,,, এবং সেই গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন।

সত্যি কথা বলতে এই গাছের উপকারিতা সম্পর্কে আমার মোটেও ধারণা ছিল না। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে,,, এই গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত উপকারী একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

As because this is not the season there is no pohto of marigold flower. I expect you will again share a post with all the blooming marigold flowers on the plant shown in the post.

 10 months ago 

Of course, when the flowers bloom, I will share those photographs with you. Thank you so much.

Loading...
 10 months ago 

গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গাঁদা ফুল আমরা নিজ বাড়িতে লাগিয়ে থাকি ও এটা অযত্নে সুন্দরভাবে বড় হয়। গাঁদা ফুলের গাছের যে এতো ঔষধি উপকারিতা আছে তো আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।বর জেনে খুব ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে তুলে ধরেছেন থ্যাঙ্ক ইউ।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 10 months ago 

আপনি গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি করেছেন এবং এর উপকারিতা ও আপনি বলেছেন।। যেগুলো আমার জানা ছিল না, কিন্তু আমি গাঁদা ফুল গাছ চিনি।।।

আপনি গাঁদা ফুল সম্পর্কে আরো অনেক তথ্যই দিয়েছেন যেটি আমার অনেক ভালো লেগেছে।।। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।।

 10 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ আর আমি চাই আপনি একদিন গাঁধা ফুলের ফটোগ্রাফি করেন।।।

 10 months ago 

একটা সময় ছিলো যখন এই গাদা ফুলের প্রতি খুব আসক্ত ছিলাম। সখ করে বাড়ির উঠানে লাগিয়ে ফেলতাম একবারে অনেকগুলো গাছ।কিন্তু এখন যতই বড় হচ্ছি ততই এই জিনিস থেকে দুরত্ব বাড়ছে৷

যাইহোক সুন্দর লিখেছেন আপু।সেই সাথে গাদা ফুলের নানান ওষুধি গুনাগুন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 10 months ago 

You have presented a very nice post about donkey flower leaves or plants. And Gadha gave a very nice presentation about the benefits of the flower plant. I too was already aware of the medicinal properties of this plant. If you apply the juice of the leaves of this tree to any wound.That wound heals. This plant has many medicinal properties as you shared. Anyway reading your post I got to know more about this plant medicinally. Which I may not have known before. For your valuable comments and sharing with us about this medicinal plant. Thank you very much. Best wishes to you.

 10 months ago 

Thank you so much for your feedback.

আপনার গাধা ফুল গাছের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। গাদা ফুলের গাছে যে এত ঔষধি গুন আছে তা আগে আমি কখনো জানতাম না আপনার পোস্টের মাধ্যমে আমি জানতে পেলাম ও জানতে পেরে খুব ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

 10 months ago 

এটা গাধা ফুল নয় গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আপনাকেও ধন্যবাদ

 9 months ago 

বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে আমরা এই গাঁদা ফুল বাড়ির আঙিনায় বা ছাদে লাগিয়ে থাকি। আপনি এই ফুলের নানারকম ব্যবহার সম্পর্কে লিখেছেন।
এই ফুলের পাতার রস কাটা জায়গায় লাগালে দ্রুত রক্ত বন্ধ হয়ে যায় এবং আপনি পাতার নানা গুনাগুন সম্পর্কে উপস্থাপন করেছেন। এছাড়া এই পাতা দিয়ে যে চা বানিয়ে খাওয়া যায় সেটা আমার জানা ছিল না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

এরকম অনেক ঔষধি গুণসম্পন্ন গাছ আমাদের আশেপাশেই আছে যেগুলোর উপকারিতা সম্পর্কে আমরা জানি না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63749.66
ETH 3419.02
USDT 1.00
SBD 2.48