সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান চিরস্থায়ী
হ্যালো সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।
সৌন্দর্য একদিন হলেও হারিয়ে যাবে কিন্তু জ্ঞান চিরকাল রয়ে যাবে। কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান চিরস্থায়ী।
মানুষের বয়সের সাথে সাথে মানুষের সৌন্দর্য হারিয়ে যায়। যেমন যখন ফুল ফোটে তখন ফুলের সৌন্দর্য থাকে আবার সেই সৌন্দর্য দিনশেষে হারিয়েও যায়। কারণ ফুলের সৌন্দর্য ক্ষণস্থায়ী তেমনি মানুষের সৌন্দর্য ও ক্ষণস্থায়ী।
যেমন আমরা অনেক সময় নিজেদেরকে সুন্দর করার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু যখনই সেগুলো ব্যবহার করা বন্ধ করে দেয় তখনই আমাদের সৌন্দর্য ও চলে যায়। ঠিক আগে যেমনটা ছিলাম তেমনি হয়ে যায়। চাইলেও আর নিজেকে পরিবর্তন করা যায় না।
কিন্তু আমরা যদি সৌন্দর্য পেছনে না দৌড়ে জ্ঞান অর্জন করি তাহলে সেই জ্ঞান আমাদের সারাজীবন থেকে যায়। জ্ঞান কখনো হারিয়ে যায় না কিংবা কেউ কেড়ে নিতে পারে না। যে জ্ঞান নিজে অর্জন করা যায় সেটি নিজের ভেতরেই থেকে যায়। নিজের মনের সৌন্দর্য বৃদ্ধি করে।
যেমন আমরা ছোটবেলা থেকেই লেখাপড়া করি, নাচ শিখি এবং গান করি। আর এগুলোই সবথেকে বড় অর্জন। এগুলো কিন্তু কেউ আমাদের থেকে কখনোই কেড়ে নিতে পারে না। হয়তো আমরা অন্যকে শেখাতে পারি , অন্যদের শিক্ষাদান করতে পারি, নিজের বিদ্যা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি কিন্তু নিজের যে জ্ঞান অর্জন সেটা চাইলেও অন্য কেউ কেড়ে নিতে পারে না। কারণ জ্ঞান সবসময় নিজের কাছে থেকে যায়।
আমরা যে জ্ঞানটুকু অর্জন করি না কেন সেটা কেবল আমাদেরই মধ্যে থেকে যায়। আর যাদের ভিতরে সামান্য জ্ঞান থাকে সামান্য বিদ্যা থাকে তার বাইরের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য অনেক বেশি। আর মনের সৌন্দর্যই সবচেয়ে বড় কথা। কারণ বাহ্যিক সৌন্দর্য কখনোই চিরস্থায়ী থাকে না কিন্তু মনের সৌন্দর্য চিরস্থায়ী থেকে যায়।
অবশেষে বলবো দেহের সৌন্দর্যের পেছনে না ছুটে জ্ঞান অর্জন করুন। সেটা সব সময় আপনার কাছেই থেকে যাবে কিন্তু আপনার সৌন্দর্য একদিন হলেও হারিয়ে যাবে। কারণ মানুষ যতই চেষ্টা করুক না কেন একটা সময় আসলে মানুষের সৌন্দর্য ঠিকই হারিয়ে যায় কিন্তু সারা জীবন মানুষ যে জ্ঞান অর্জন করে সেটা মানুষের কাছেই রয়ে যায়।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার লেখা পোস্টটি আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপু আপনি একদম ঠিক বলেছেন বাহ্যিক সুন্দর্য আসল সুন্দর্য নয় মনের সুন্দর্যই বড় সুন্দর্য।
আর জ্ঞান কখনোই কেউ কেড়ে নিতে পারে না বরঞ্চ এই জ্ঞান অন্য কারো সাথে শেয়ার করলে নিজের আরও জ্ঞান অর্জন হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।
সৌন্দর্য আমাদের বর্তমান ভবিষ্যৎ বা আমাদের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জ্ঞান তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষের সৌন্দর্য একটা সময় কমতে থাকে। কিন্তু জ্ঞান কখনোই কমেনা,,, আপনি যত বড় হবেন আপনার জ্ঞানের পরিধি তত বেশি বৃদ্ধি পাবে।
পরিশেষে আপনি একটা কথা বলেছেন,, জ্ঞানের পেছনে দৌড়া উচিত সৌন্দর্যের পেছনে না দৌড়ে। একদমই ঠিক বলেছেন,,, আমাদের প্রত্যেকেরই উচিত জ্ঞান অর্জন করা। তাহলে হয়তোবা আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।
আমরা অনেক মানুষ দেখে থাকি সেই মানুষটি দেখতে অনেক সুন্দর কিন্তু তার ব্যবহার অনেক খারাপ তাকে আমরা কখনো সৌন্দর্য বলতে পারিনা তাই বাহিরের সৌন্দর্য দিয়ে কখনো মানুষ তার নিজের পরিচয় দিতে পারে না সব সময় তার মুখের ব্যবহার এবং সৎ পথ তার বড় পরিচয় এবং তার সবচেয়ে বড় সৌন্দর্য নিজের মুখের ব্যবহার। একটি মানুষের বাহিরে দেখে কখনো বোঝা যায় না সে কতটা সৌন্দর্য তার ভেতর এবং তার নিজের ব্যবহার দেখে বুঝতে হয় সে কতটা সৌন্দর্য মানুষ।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য
মানুষ বাইরে থেকে দেখতে সুন্দর হলেও তার ভেতরটা সুন্দর নাও হতে পারে। আবার বাইরে থেকে দেখতে সুন্দর না হলেও ভেতরটা সুন্দর হতে পারে আবার খারাপ হতে পারে সেটা কখনোই কাউকে দেখে বোঝা যায় না। তার সাথে থাকতে থাকতে মানুষ এটা বুঝতে পারে যে তার মন কতটা সুন্দর। আর যার মন সুন্দর সেই প্রকৃত সুন্দর।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।