নদী ভ্রমণের অভিজ্ঞতা

in Incredible Indialast year
সূচনা: এই দিন টা কথা খুব মনে পরে। এই দিন এর সব বন্ধু মিলে গেয়েছিলাম ঘুরতে যমুনা নদী দেখতে ঘুরতে সেই মজা হয়েছিল। আমাদের সাথে আমাদের স্যার সহো আরো অনেক ছোট ভাই ছিলো। আমরা গিয়েছিলাম নৌকা দিয়ে সেখানে গিয়ে অনেক সুন্দর একটা মুহুর্ত কাটাইছি।আমার সবাই মিলে একটা নদী এর চরে মধ্যে গিয়ে ফুটবল খেলে ছিলাম।তার পরে সবাই মিলে নদীর মধ্যে স্নান করচ্ছি।

IMG_20230421_132217.jpg

বর্ণনা: এই নদী বগুড়া জেলার মধ্যে দিয়ে বয়ে চলেছে। এই নদী মূলত যমুনা নদী বলা হয়ে থাকে। কিন্তু এখানে একটি ঘাট রয়েছে সে ঘাটটির নাম হচ্ছে সারিয়াকান্দ নদী বলা হয়ে থাকে। এই নদী অনেক বড় হাওয়ায় এর মধ্যে দিয়ে স্টিমার,নৌকা চলাচল করে থাকে। এই নদীর মধ্যে দিয়ে দেশের অনেক জায়গায় নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করে থাকি। এই নদীর মধ্যে সবসময় জল থাকায় সব সময় নদীর মধ্যে দিয়ে নৌকা চলাচল করে। এই নদীর আয়তন অনেক বড়। এই নদীর মধ্যে নৌকার মধ্যে দিয়ে গেলে দেখা যাবে অনেক জায়গায় অনেক বড় বড় চর ভেসে উঠেছি।সেই চরগুলোর মধ্যে কাশফুলের গাছ রয়েছে। এইসব চোরের মধ্যে মানুষ তাদের গরু,মহিস,ঘোড়া আপন মনে চলা ফেরা করতেছি।

IMG_20221119_130701.jpg

যোগাযোগ: যদি আপনারা কেউ বগুড়া থেকে যেতে চান তাহলে আপনাকে বগুড়া থেকে সিএনজি অথবা অটোর মাধ্যমে যেতে হবে সারিয়াকান্দির ঘাটে। সেখান থেকে নৌকার মাধ্যমে আপনারা এই নদী ভ্রমণ করতে পারবেন। নৌকার মধ্যে দিয়ে ভ্রমণ করার সময় আপনারা দেখতে পাবেন এই নদীর চারপাশে শুধু জল আর জল এই নদীর কূলকিনারা শেষ নেই। এ নদী দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশের সঙ্গে মিলিয়ে গেছে। এই নদীর মধ্যে নানা জাতের মাছ পাওয়া যায়। এই নদীর মাছ এর অনেক স্বাদ হয়ে থাকে। এই নদীর মাধ্যমে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন খুব সহজে এবং তাড়াতাড়ি। নদী ভবন আসলেই অনেক মজার হয়ে থাকে।
ঘোরাঘুরি: আমরা প্রথমে সারিয়াকান্দি থেকে নৌকার মাধ্যমে আমরা সবাই মিলে একটি নৌকা মধ্যে বসে পড়ি।তারপরে নৌকা দিয়ে আমরা এই নদী ভ্রমণ করি।ভ্রমণ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছিল। আমরা কলেজ থেকে স্যাররা সহ নিজের বন্ধু ভাইদের গিয়েছিলাম। এই নৌকা ভ্রমন করার সময় সবাই মিলে অনেক মজা করছিলাম। নৌকার মধ্যে সবাই মিলে নদীতে থাকতে অনেক মজা হয়েছিল। কিন্তু সবাই মিলে নৌকার মধ্যে ভ্রমণ সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে আসছিল। নৌকা ভ্রমণ আসলেই অনেক মজার হয়ে থাকে। নৌকার মধ্যে উঠলে প্রথমে একটু ভয় লাগে তারপরে সাহস হলে অনেক ভালো লাগে। আমরা নৌকার মধ্যে থেকে একটা চরের মধ্যে সবাই নেমে বিশ্রাম নিলাম।তারপরে আমাদের সাথে নিয়ে যাওয়া কিছু শুকনো খাবার সবাই মিলে খাওয়ার পরে সেই চরের মধ্যে সবাই মিলে আমরা ফুটবল খেললাম। তারপরে সবাই মিলে নদীর জলের মধ্যে স্নান করলাম। এই নদীর মধ্যে স্নান করে সবাই অনেক আনন্দ উপভোগ করলো। এদের মধ্যে মোটামুটি জলের শোধ ছিল। যার কারণে সবাই একটু ভয় ছিল। তারপরও সাহস করে সবাই স্নান করলো। আমাদের সাথে স্যারেরা ছিল। সবাই মিলে একসঙ্গে অনেক মজা হয়েছিল।

IMG_20221119_164438.jpg

বাংলার নদীপথ: আমাদের এই দেশ নদীমাতৃক দেশ। আগেকার দিনে এই নদীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ছিল। আগেকার মানুষ নদীর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো। তাদের কোন কিছুর প্রয়োজন হলে এই নদীপথের মাধ্যমেই করতো। আগে নদীর মধ্যে দিয়ে অন্য স্থানে যোগাযোগ করা হতো। তারপরে অন্য স্থানে কোন কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া না করা হতো। এই নদীর মধ্যে দিয়ে একই থেকে কোন জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করা হতো। এই নদী আমাদের দেশের প্রধান যোগাযোগ ব্যবস্থা ছিল। এই নদীর মধ্যে দিয়েই আমাদের জীবনের পথ চলা। এদের মধ্যে সবসময় জল থাকে। যার কারণে এর মধ্যে দিয়ে সব সময় নৌকা চলাচল করে। এইসব নদী অনেক বড় হয়ে থাকে। এই নদী গুলো ফুল কিনারা শেষ নেই। যেন দেখে মনে হয় আকাশের সঙ্গে মিলিয়ে গেছে।
উপসংহার: পরিশেষ আমরা বলতে পারি আমাদের এই দেশ নদীমাতৃক দেশ। এই নদীর মাধ্যমে দিয়েই আমাদের পথ চলা।এই নদী আমাদের যোগাযোগের একমাত্র ব্যবস্থা।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66494.63
ETH 3508.10
USDT 1.00
SBD 2.66