ফৌজদারি মামলা দায়ের এর খরচ।
আসসালামু আলাইকুম/আদাব
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে লিখতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি আলোচনা করব মামলা দায়ের এর খরচ নিয়ে।
আমরা সকলেই জানি মামলা দুই প্রকার হয়ে থাকে, ফৌজদারি এবং দেওয়ানি। দেওয়ানী মামলা দায়ের এ খরচ মামলা ভেদে বিভিন্ন রকম, কিন্তু সকল ফৌজদারি মামলার খরচ প্রায় একই রকম। তাই আজ আমি আলোচনা করবো একটি ফৌজদারি মামলা দায়েরে কত খরচ হয়।
আমরা লোকমুখে মামলা সম্পর্কে অনেক রকম কথা শুনে থাকি। আমরা মনে করি, মামলা মানে অনেক খরচ। আসলেই কি মামলায় অনেক খরচ??
চলুন, শুরুতেই জেনে নিই একটি ফৌজদারি মামলা দায়েরে যে সকল কাগজপত্র ব্যবহৃত হয় তার দাম:
- ওকালতনামা - ৪০০৳
- দরখাস্ত প্রতি পিস - ২০৳
- ফিরিস্তি - ৪০৳
জেলা ভেদে এই কাগজ গুলোর দাম কমবেশি হবে।
সাধারণত একটি ফৌজদারি মামলায় এই তিনটি কাগজ ছাড়া আর কোন কাগজ এর তেমন প্রয়োজন হয় না।
চলুন এবার একটি মামলা দায়ের করি, দেখি কত খরচ হয়।
আইনজীবী সমিতি থেকে ৪০০৳ দিয়ে ওকালতনামা শুরুতেই কিনে নিয়েছে। এবার ফরিয়াদির নালিশ কম্পিউটার এ টাইপ করতে হবে। নালিশ সাধারণত ২-৩ পাতা হয়ে থাকে। কম্পিউটার টাইপ হয়ে গেলে দরখাস্ত ফরমে প্রিন্ট দিতে হবে। ধরে নিলাম, নালিশ ৩ পাতা হলো। তাহলে দরখাস্ত লাগবে ৩ টা। ৩টা দরখাস্তের দাম (২০×৩)=৬০৳ ও কম্পিউটার বিল দিতে হবে ১০০৳। এবারে মামলার নালিশ এ কোর্ট ফি লাগাতে হবে। ১ম পাতায় ১২৳ ও পরের দুই পাতায় ২৳ করে কোর্ট ফি লাগাতে হবে এবং ওকালতনামায় ৩০৳ কোর্ট ফি লাগাতে হবে। মামলায় দেয়ার মতো যদি কোনো দলিল বা কাগজপত্র থেকে থাকে তাহলে সেগুলো ফিরিস্তি সহকারে দিতে হবে। আর ফিরিস্তি এর দাম তো উপরে বলেই দিয়েছি। এবারে সকল কাগজ এক সেট ফটোকপি করতে হবে কারণ মূল কপি আদালতে জমা দিতে হবে। ফটোকপি বিল আপনার ১০৳-১০০৳ পর্যন্ত আসতে পারে।
তাহলে এ পর্যন্ত কতো খরচ করলাম একটু হিসাব করি:
ওকালতনামা ৪০০৳ + দরখাস্ত ৩টা ৬০৳ + কম্পিউটার ফি ১০০৳ + ৪৬ টাকার কোর্ট ফি ৫৬৳ + ফিরিস্তি ৪০৳ + ফটোকপি বিল ধরলাম ৫০৳ = সর্বমোট ৭০৬৳ এ পর্যন্ত খরচ করেছি।
এবারে মামলাটি আদালতে জমা দিতে হবে। জমা দিতে ২০০ টাকা লাগবে। এবারে দায়েরকৃত মামলা শুনানি হবে। শুনানিতে বিজ্ঞ বিচারক মহোদয় ফরিয়াদি কে পরীক্ষা করবেন এবং সিআরপিসি এর ২০০ ধারা মোতাবেক ফরিয়াদীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং মামলাটির আদেশ প্রদান করবেন। এবারে বিচারকের আদেশ অনুযায়ী আদালতে তলবানা দাখিল করতে হবে। তলোবানা প্রস্তুত ও দাখিল এ ২০০৳ খরচ হবে।
এরপর আইনজীবীর ফি আছে, তার সহকারীর ফি আছে। সব মিলিয়ে একটি ফৌজদারি মামলা দায়ের এ একজন ব্যক্তির প্রায় ২০০০৳ টাকার মতো খরচ হয়। কিন্তু মামলার ধরন বিশেষে একজন আইনজীবী ক্লায়েন্ট এর নিকট থেকে বিভিন্ন রকমের এমাউন্ট নিয়ে থাকে।
বি: দ্র: এই হিসাবটি শুধুমাত্র কুড়িগ্রাম জেলার জন্য প্রযোজ্য। অন্যান্য জেলায় এর কিছুটা কম বা বেশি হবে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আজ আপনি ফৌজদারি মামলা দায়ের এর খরচ সম্পর্কে আলোচনা করেছেন যেটা আমার আগে জানা ছিলো, এমনি আগে এসব বিষয় জানার চেষ্টাও করিনি। এই কার্যক্রমের প্রথমে আইনজীবী সমিতি থেকে ৪০০৳ দিয়ে ওকালতনামা শুরুতেই কিনে নিতে হয়।
ধন্যবাদ আপনাকে।।
যেকোন ধরনের ছোট বা বড় মামলায় ওকালতনামা বাধ্যতামূলক। ওকালতনামা সম্পাদন এর মাধ্যমে আপনি আপনার পছন্দমতো একজন আইনজীবী কে আপনার মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করলেন। প্রতিটি আইনজীবী সমিতির ওকালতনামা সেই সমিতি কর্তৃক নির্ধারিত মূল্যে হয়ে থাকে, কোথাও কম আবার কোথাও বেশি। তবে ওকালতনামায় যদি কোর্ট ফি লাগানো না থাকে তাহলে সেই ওকালতনামা আদালত গ্রহণ করবে না।
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করলাম। আমাদের জীবনে অনেক সময় মামলা মোকাদ্দমার প্রয়োজন পড়ে। অনেকেই আমরা এ ব্যাপারে কিছুই জানি না। অনেকেই আবার মাত্রাতিরিক্ত টাকা খরচ করি। আজকের পোস্ট পড়ে একটি মামলার খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম।
ফৌজদারি মামলা সম্পর্কে আগে কখনও কোন ধরনের ধারনা ছিলো না ,, আজকে আপনার পোস্ট পরিদর্শন করতে গিয়ে এই ফৌজদারি মামলাক বিষয়ে বস্তু সম্পর্কে টুকটাক জানতে পারলাম ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনি যেহেতু আইন বিষয়ক পেশাতে নিয়োজিত তাই এ ধরনের তথ্য আপনার থেকে সঠিকভাবে জানা সম্ভব। পাশাপাশি আপনার এলাকার ফৌজদারি মামলার ব্যয় সংক্রান্ত বিষয়ে জানতে পেরে খুবই ভালো লাগলো।
যদিও এলাকার ভিন্নতার উপর নির্ভর করে এগুলোর ভিন্নতা রয়েছে। তবে আমি মনে করি আপনার লেখাতে উপস্থাপিত তথ্যগুলো আমাদের জন্য প্রাথমিক একটি শিক্ষাও বটে। আশাকরি, পরবর্তীতে আপনার থেকে এই ধরনের তথ্যবহুল লেখা আরও দেখতে পারবো।