Steem engagement challenge-S10/W3| I do believe marriages are made in heaven.steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)

আশা করি সবাই ভালো আছেন।

স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ S10/W3 ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করছে যে প্রশ্নটি করা হয়েছে তার সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো।
প্রথমেই, আমি কমিউনিটির অ্যাডমিন দিদি এবং কমিউনিটির মডারেটরদের ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই চিন্তাশীল এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাঝে রেখেছেন। আমি সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব।

bride-1255520_1280.jpg

Source

✅Do you believe marriages are made in heaven? Share your opinion.
আমি অবশ্যই বিশ্বাস করি স্বর্গ থেকে আমাদের বিয়ে ঠিক করে পাঠিয়ে দেন, কারণ আমরা আমাদের জীবন সঙ্গী কে হবে আমরা সেই কথা কখনো বলতে পারিনা। ঈশ্বর আমাদের যার সাথে বিয়ে ঠিক করে পাঠিয়েছে তার সাথে বিয়ে হয় এই কথাটি আমি পুরোপুরি বিশ্বাস করি।

wedding-1766918_1280.jpg

source

✅Which marriage do you prefer, arranged or love? Why?

আমার একটি পছন্দ বেশি সেই পছন্দ সাজানো বিয়ে, কারণ সেই ছোট থেকে যে মা আমাকে এতো ভালোবাসা দিয়ে বড় করেছে। তার ভালোবাসা মায়া ফেলে অন্য মেয়েকে, ভালোবেসে বিয়ে করে কোথাও চলে যাবো এমন কাজ আমার পছন্দ নয়।
একটি পরিবারের ছেলে বা মেয়ে তার বাবা-মায়ের অতি আদরের হয়ে থাকে, সন্তান অন্য মানুষের কাছে খারাপ হলেও বাবা-মায়ের কাছে সব সময় ভালো হয়। এবং সেই সন্তানকে নিয়ে বাবা-মাকে অনেক স্বপ্ন থাকে, তার ছেলেকে বা তার মেয়েকে তারা খুবই সুন্দর ভাবে সাজিয়ে বিয়ে করতে পাঠাবে এটা প্রতিটা বাবা-মায়ের স্বপ্ন থাকে।
আমরা একটি মেয়েকে ভালোবাসি দুই বছর ধরে বা তিন বছর ধরে, কিন্তু একটি বাবা মা তার সন্তানকে ভালোবাসে সে জন্মানোর পথ থেকে। আমরা দুই বছরের ভালোবাসা সামনে সেই যে আমার পুরো পৃথিবীটা জুড়ে আছে তাকে ভুলে যায় তারা হলো আমার বাবা-মা।
যার জন্য আমার প্রেম করা বিয়ে পছন্দ হয় না, কিন্তু প্রেম বা ভালোবাসা খারাপ নয়। আপনি যদি কোন ছেলেকে বা কোন মেয়েকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার পরিবারকে জানাতে পারেন। তাদেরকে রাজি করিয়ে সেই মেয়ের বা সেই ছেলের ফ্যামিলিতে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারেন।
তারপরে খুব সুন্দর ভাবে একটি সাজানো গোছানো জীবন আপনারা গড়তে পারেন, সবচাইতে আমার খুবি পছন্দ বাবা-মা যে মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসাবে দেখে দেবে, সেটাই আমার কাছে ভালো এবং অনেক সুন্দর।

bride-1837148_1280.jpg

source

✅According to you what is the definition of a happy married life?

একটি বিবাহিত জীবন সুখী থাকতে গেলে আমার মতে, প্রথম দুজন দুজনা কে খুব ভালোবাসতে হবে। এবং দুজন দুজনা কে খুব সুন্দর ভাবে বুঝতে হবে, স্বামীর যদি কোন সমস্যা হয়ে থাকে, তাহলে সেই স্ত্রীকে তার সব সময় সঙ্গী দিতে হবে। এবং স্ত্রীর কোন সমস্যা হলে স্বামীকে তার সঙ্গী দিতে হবে।
একটি স্বামী যদি বাহিরে অনেক কষ্ট করে বাড়ি আশে , তাও যদি স্ত্রীর পাশে এসে একটু সময় ধরে স্ত্রীর কিছুটা কাজ করে দেয়, তাহলে তাদের মধ্যে ভালোবাসা এবং সুন্দর করে জীবন চলে যাবে।
বা স্ত্রী যদি কোন কাজ করতে গিয়ে সারাদিন ক্লান্ত হয়ে যায়, তাহলে স্বামীর উচিত সেই স্ত্রীর পাশে গিয়ে একটু সেবা যত্ন করা। এবং স্বামী যদি বাহির থেকে অনেক পরিশ্রম করে ঘরে ফেরে তাহলে অবশ্যই সেই স্ত্রীকে তার স্বামীকে সেবা যত্ন করতে হবে। তবে বিবাহিত জীবন অনেক সুন্দর হবে।

couple-3723548_1280.jpg

source

✅Share some reasons behind the increase in mental distance and separations.

আমাদের দেখা চোখে অনেক বিবাহিত সম্পর্ক নষ্ট হয়ে যায়, আসলে একটি বিবাহিত জীবন নষ্ট হওয়ার কারণ থাকে বিশ্বাস। স্বামী স্ত্রীর প্রতি যদি বিশ্বাস জিনিসটা না থাকে তাহলে কখনো তারা সুখী হতে পারে না।
একটি সম্পর্ক ধরে রাখতে গেলে প্রথমত বিশ্বাস রাখতে হবে, এবং যারা অন্য মানুষের কথা শুনে স্ত্রীর প্রতি সন্দেহ করে। তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, বা একটি স্ত্রী যদি অন্য মানুষের কথা শুনে তার স্বামীর উপরে সন্দেহ করে তাহলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়।
একটি সম্পর্ক ধরে রাখতে হলে হাজার কোটি টাকা পয়সা লাগে না, সবচেয়ে বড় টাকা পয়সা হলো বিশ্বাস এবং ভালোবাসা। বিয়ে হয় একটি সুন্দর জীবন সঙ্গীর জন্য, বিয়ে হয় সে সারাটা জীবন আপনার পাশে থাকবে বলে। বিয়ে হয় আপনার ভালো একটি বন্ধু হওয়ার জন্য, বিয়ে হয় আপনি কষ্টে থাকলে সে কষ্ট অনুভূতি পাবে। এবং সুখে থাকলে সে সুখের অনুভূতি পাবে তার জন্য বিয়ে হয়।
যে কোন সম্পর্ক ধরে রাখতে গেলে আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে, একজন আরেক জনের উপরে এবং বিবাহিত জীবন কখনো নষ্ট করার চিন্তা মাথায় নিয়ে আসবেন না। পরিস্থিতিকে ঠিক করুন দেখবেন জীবনে অনেক সুখ পাবেন বিবাহিত জীবন নষ্ট করে কখনো সুখী হওয়া যায় না।

আমি আমার তিন জন বন্ধুকে স্টিমিট এংগেজমেন্ট চ্যালেঞ্জ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@yoyopk
@hafizur46n
@rubina203

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
 last year 

আসলে আমাদের বিয়ে কার সাথে হবে সেটি আগে থেকেই সৃষ্টিকর্তা আমাদের কপালে লিখে রেখেছে তো আপনি প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর করে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই এনগেজমেন্ট চ্যালেঞ্জের পার্টিসিপেট করার জন্য।

 last year 

আমিও এটা বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আগে থেকে আমাদের জন্য বিয়ে ঠিক করে রেখেছে কে আমাদের জীবন সঙ্গিনী হবে। ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে জানানোর জন্য।

 last year 

ধন্যবাদ ছোট ভাই তোমাকে সুন্দর করে পুরো বিষয় আমাদের মাঝে ক্লিয়ার করার জন্য, এবং অবশ্যই তোমার একটি পয়েন্ট আমার খুবই ভালো লেগেছে। একটি সুখী পরিবার গড়তে হলে, অবশ্যই দুজন দুজনার সমস্যাগুলো এক জায়গায় বসে সমাধান করতে হবে।

একটি স্বামী যদি বাহিরে অনেক কষ্ট করে বাড়ি আশে , তাও যদি স্ত্রীর পাশে এসে একটু সময় ধরে স্ত্রীর কিছুটা কাজ করে দেয়, তাহলে তাদের মধ্যে ভালোবাসা এবং সুন্দর করে জীবন চলে যাবে।

বর্তমান সময়ে আসলে এমনটা খুব কমই হয়, আমরা পুরুষ মানুষ বাইরে কষ্ট করে আসি, যদি আমার পাশে এসে আমার স্ত্রী একটু বসে থাকে। অনেক ভালো লাগে, আমার যে কাজগুলো সেগুলো যদি একটু করে দেয় সেটাতে আমার মনে একটু শান্তি লাগে। এভাবে করলে আসলে সুখী জীবন কখনোই ভাঙ্গার সম্ভাবনা থাকে না।

ধন্যবাদ ছোট ভাই আবারো তোমাকে অবশ্যই আমি আশা করি তুমি বিজয়ী হও।

 last year 

আসলে একটি পুরুষ মানুষ বাহির থেকে কষ্ট করে আসলে তার পাশে স্ত্রী এসে যদি একটু ভালোভাবে কথা বা তাকে কিছু কাজের জন্য সহযোগিতা করে তাহলে অবশ্যই সেই স্বামীকে অনেক ভালো লাগবে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে জানানোর জন্য আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।

Loading...
Loading...

Thanks for your comment. I tried to understand your comment better. Indeed, parents' love is very important for children. They think about the child's high dreams and expectations. If you love your family son or daughter and can tell your family members about them.

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য উপস্থাপনা করার জন্য।


Hello dear, @baizid123


  • Thank you for valuing the views of the family and you have presented your mother's words so beautifully that the family i.e. those who raised us from childhood. We don't think about our family for 2/3 year relationship which is true you said. We all know that we will be married by the command of Almighty Allah and we can do it whenever He wants. And whichever girl or boy is good for us we will get as our life partner. And so we should love and respect each other after marriage. And always mentally support. Very nicely presented.

20230527_085948.gif


 last year 

বাবা মায়ের ভালোবাসার কাছে ২থেকে৩ বছরের ভালোবাসা তুচ্ছু তারা আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে সেই ছোটবেলা থেকে কষ্ট করে আমাদের প্রতি তাদের অনেক আশা স্বপ্ন ভালোবাসা নিয়ে বেঁচে আছে তাদের মুখের দিকে চেয়ে অবশ্যই সাজানো বিয়ে করা উচিত আমাদের।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.57
ETH 2439.22
USDT 1.00
SBD 2.34