You are viewing a single comment's thread from:
RE: "মা" ডাক শোনার থেকে, মা হওয়া টা এই সবচেয়ে কঠিন।
মায়ের মতো মধুর শব্দ আর কিছু হতে পারে না। একটি মা তার সন্তান কে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য। যে কষ্ট করে শুধু সেই মা ই বলতে পারে। একদমই তাই আপু অনেক সন্তান আছে মায়ের মর্যাদা মায়ের সাথে কথা পর্যন্ত বলে না খোঁজ নেয় না। তারা যদি মায়ের কষ্টটা অনুভব করতে পারত তাহলে হয়তো বা এই কাজ গুলো করত না। নয়টি মাস মা আমাদের পেটে রেখেছিল এই নয়টি মাস আমরা মায়ের কতটা কষ্ট দিয়েছে হয়তোবা আমরা জানিনা কিন্তু একজন মা জানে তার কতটা কষ্ট আমরা দিয়েছি। যখন আমরা মা বলে ডাক দিয়ে থাকি তখন মা সব কষ্ট ভুলে যায়। মা থাকতে মায়ের মর্যাদা দেওয়া উচিত প্রত্যেকটা সন্তানের এবং ভালোবাসা দেওয়া উচিত।
হ্যাঁ, আমরা বুঝতে পারি না একটা মা মা হওয়ার সময় কতটা কষ্ট কতটা যন্ত্রণা সহ্য করে, কিন্তু যখন মা হয়েছি এবং এই কষ্ট সহ্য করতেছি তখন থেকে মায়ের ওই কষ্টটা একটু হলেও অনুভব করতে পারতেছি ,,, প্রত্যেকটা সন্তান এই মায়ের এই কষ্ট বুঝা উচিত মা বাবাকে কখনোই কোন বিষয়ে কষ্ট দেওয়া উচিত নয়।।।।