You are viewing a single comment's thread from:

RE: অন্যরকম একটি বিকেল কাটালাম

in Incredible Indialast year (edited)

সর্ব প্রথম সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা রাখি আপনার কাজিনের শরীর যেনো আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। আসলে সবই সৃষ্টি কর্তার রহমত সৃষ্টিকর্তা যেটাই করেন সেটি আমাদের ভালোর জন্য করেন।হয়তো বা আমাদের খারাপ হয় কিন্তু অবশ্যই কোন না কোন কায়দায় ভালো হয়ে থাকে। সবি আল্লাহর হাতে তিনি দিয়েছেন আপনার কাজিনের এই ফুসফুসে ক্যান্সার হয়তো বা তিনি সারিয়ে দেবেন খুবই দ্রুত।

এটা জানতে পেরে আসলে অনেক খারাপ লাগছে আপনার বাবার ফুসফুসে ক্যান্সার হয়েছিল এবং তিনি তাতে মারা গিয়েছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখি আপনার বাবাকে জান্নাতবাসী করুক এবং সন্তান হয়ে বাবার কথা মনে পড়বে এটাই স্বাভাবিক কাজিনের অবস্থার কথা শুনে আপনার বাবার কথা মনে পড়েছে এটা একটি সন্তানের ভালোবাসা।

Sort:  
 last year 
  • আল্লাহ পাক যেন আমরা দোয়া কবুল করেন উনি যেন খুব দ্রুতই আমার কলিগকে সুস্থ করে দেন সে দোয়া আমিও করি। একদমই তাই আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোন গতি নেই উনি সাহায্য করলে সবকিছু সম্ভব ‌। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111360.81
ETH 4309.79
SBD 0.84