তাই আমি বাড়িতে আমার আম্মু কে বললাম যে জুতো নেবো। জুতো টা হয়তো সবার পছন্দ হবে না।কিন্তু সবার পছন্দ টা ব্যাপার না আমি পড়ব তাই আমার ভালো লাগলেই হলো।আর আমার আম্মুর ও পছন্দ জুতো টা।
শুধু জুতা বলে কথা নয় যে কোন জিনিসই নিজের পছন্দের পড়া ভালো একটি উদাহরণ ছোট্ট একজন 5000 টাকার গেঞ্জি কিনে গাড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছে এই গেঞ্জিটি পরে আমার আসলে ভালো লাগছে না মনে হয়।
কিন্তু পাশ দিয়ে একটি ছেলে ২০০ টাকার গেঞ্জি গায়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু সে ভাবছে আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এই গেঞ্জিটি গায়ে দিয়ে।
তেমন টাকা পয়সাটা কোনো বিষয় নয় নিজের পছন্দটাই নিজের কাছে আগে আমার যেটি ভালো লাগবে সেটাই করার চেষ্টা করব সব সময়।
ঠিক বলেছেন নিজের পছন্দ টাই আগে সবসময়।ধন্যবাদ দাদা ।