You are viewing a single comment's thread from:
RE: মাঠে বসে আইপিএল ম্যাচ দেখা - দ্বিতীয় পর্ব
স্টেডিয়াম এ বসে শুধু দর্শক এর সাউন্ড শুনতে পাও যায়।খেলা দেখতে গিয়ে একটা জিনিশ বুজলাম দর্শক না হলে প্লেয়ার দের ও খেলতে ইচ্ছে করবে না।যখন প্লেয়ার এর পেছনে দর্শক থাকবে আর আপনাকে সাপোর্ট তখন প্লেয়ার এর পারফর্ম করার ইচ্ছে আরো প্রবাল হয়ে উঠবে মাঠে।এটা আমি লক্ষ্য করেছি।
কথাটি আপনি একদম ঠিকই বলেছেন দর্শকে যদি না থাকে তাহলে খেলা দেখাবে তারা কাকে এবং দর্শক খেলা উপভোগ না করতে পারলে বা খালার উৎসাহ না দিলে যেকোনো জিনিস মজে ওঠে না।
প্রথমত দর্শক মাঠে না থাকলে এবং খেলা না উপভোগ করলে আসলেই খেলোয়ারদের খেলতে ভালো লাগে না এটাই স্বাভাবিক।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।