মানুষের গায়ের রং দেখে কখনোই বিচার করবেন না।

in Incredible Indialast year

কালো জগতের আলো মানুষের গায়ের রং দেখে বিচার করবেন না মানুষের মন দেখে বিচার করবেন।

mirror-3864155_1920.jpg
Source

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন কিছু কথা যে কথাগুলো মানুষের মুখে শোনা যায় কিন্তু বাস্তবে তার পুরো উল্টোটা করে থাকি।

আমরা অনেক সময় অনেক জায়গায় ঘোরাফেরা করে থাকি সেই ঘোরাফেরার মাঝ থেকে আমরা পরিষ্কার মানুষ বা কালো মানুষ দেখতে পায় আসলে সমস্যাটা আমাদের এখানে আমরা মানুষের মনটা না দেখে তার গায়ের রংটি দেখে অনেক ধরনের কথা বলে থাকি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

কালো বলে আমরা তাকে অনেক অবহেলাও করে থাকি হয়তো বা আমরা তার সামনে কোনো কথা ভালো ভাবে না বলতে চাইলেও বলে থাকি কারণ সে মনে অনেক কষ্ট পাবে বলে সে কালো বলে তাদের সাথে ঠিকভাবে কথা আমরা বলতে চাই না।

  • আসলে এই কাজগুলো আমাদের কখনোই ঠিক হয়ে ওঠে না কারণ আমরা সবাই কিন্তু কালো জাম চিনি কালো জাম তার গায়ের রং কালো বলে তার নামটি আজ কালোজাম কিন্তু এই কালোর ভেতরে থাকে অনেক সাদা তেমন কালো মানুষদেরও মনটা থাকে অনেক সাদা।

  • কথায় আছে মাখাল ফল দেখতে ভালো ভেতরে অনেক কালো দেখতে সুন্দর হলেও কিন্তু মাকাল ফল খাওয়া যায় না তেমন অনেক সাদা মানুষ তাদের মনটাও কিন্তু অনেক খারাপ থাকে গায়ের রং দেখে কখনো মানুষকে অবহেলার পাত্র করে তুলবেন না।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

আমরা অনেকেই কালো মানুষের সামনে বলে থাকি কালো জগতের আলো বাস্তবে আমরা বিয়ে শাদি করতে গেলে আগে কিন্তু গিয়ে মেয়েকে দেখি গায়ের রং কেমন কালো মেয়েকে আমরা বিয়ে করতে চাই না আমরা সবাই সাদা মেয়ে খুজে থাকি।

আবার বাস্তবে মানুষদের সামনে আমরা বলে থাকি কাল জগতের আলো শুধু তাই নয় বর্তমানে যে কোন প্রতিষ্ঠানে গেলে তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু আছে এই জিনিসটা না দেখে আমরা তার গায়ের বর্ণনা করে থাকি।

এই সমস্ত কাজগুলো আমাদের করা কি উচিত আমার মনে হয় এই নিকৃষ্ট কাজগুলো করা কখনোই ঠিক নয় তারাও মানুষ আমরাও মানুষ এত গায়ের চামড়ার বড়াই করে কি লাভ আমাদের ঘরে হতে পারে একটি মেয়ে সন্তান বা হতে পারে একটি ছেলে সন্তান।

তাদের গায়ের রং কিন্তু কালো হতে পারে কারণ মানুষের যতগুলো বর্ণনা আছে সব গুলো সৃষ্টিকর্তা ঠিক করে পাঠিয়ে দিয়েছেন কার ঘরে কাল সন্তান হবে বা কার ঘরে পরিষ্কার সন্তান হবে এগুলো আমাদের হাতে নয় সব কিছু সৃষ্টিকর্তার হাতে।

আবার মেয়ে সন্তান কালো হলেও মেয়ে সন্তান যখন সৃষ্টি কর্তা বানিয়ে পাঠিয়েছেন তাহলে অবশ্যই তার জোড়াও একটি বেঁধে দিয়েছেন সৃষ্টিকর্তা.তাই বলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়।

man-1854175_1920.jpg
Source

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

আমরা অনেক সময় একটি কালো মানুষ গেলে তাকে নাম ধরে না ডেকে কেলি বলে ডেকে থাকি আসলে সে কিন্তু মনে অনেক কষ্ট পায় হয়তোবা মুখের পরে কিছু না বললেও তার মনে প্রচুর কষ্ট পাই থেকে যায় এইসব কষ্টগুলো।

মানুষের মনে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না তেমন আজ আমরা যে কাজ গুলো করব সেই কাজের ফসল হিসাবে আমাদের ঘরেও কালো সন্তান হতে পারে।

এই কথাটি মাথায় রাখতে হবে সব সময় আমাদের কে সব সময় মাথায় রাখতে হবে কালো রাও মানুষ কালো দের সুন্দর একটি মন আছে মানুষের গায়ের রং দেখে বিচার করবেন না তার মনটি দেখে বিচার করবেন।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7PsreuV1HkoHJ7zTZhuAmah2g...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png

বাস্তব জীবনে মানুষের মন দেখে বিচার করে এমন মানুষ খুবই কম আছে আমরা সব সময় ভালো জিনিসের দিকে নজর যায় একটু বেশি কিন্তু এই জিনিস টি আমরা ভুলে যাই যে জিনিসটি বেশি ভালো থাকে সেই জিনিসে একটু মাছি বেশি ওড়ে।

  • বাজারে বড় বড় মাছ থাকে কিন্তু বড় মাছগুলো খুব দ্রুত বিক্রি হয়ে গেলেও ছোট মাছ গুলো কিন্তু পড়ে থাকে না সে মাছগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এটি একটি উদাহরণ স্বরূপ দেয়া হলো আপনাদের মাঝে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3fuFhVxaTfdCeTHAagbZLQvmcS1ebsePc1Kxi6FrCuk5QQyt1UUd6viVrFZ2aG1Ln9R8p7f7N5c2zzrt...gZYhGToRkRkkXY7JcJ5xuJqwF9F5Xch7bBLZk723uSjyXrXtSyvif7BaVizVjELGkZmBCtf4JC5k3rjuwDwwJWdwfJJFxC4quXsHMh4EmBxYrHxPkBPsH5r1Xt.png

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

2Uw3wR9XRL7QRf1Yz5V5PmnuCnNFXzPmiV5yyUxHF3GLpw2vBjGBCVgtgXa2mUrLmZHhbsJATGwmNH9kdvLYxotVmic7gjENPkjBN83WB1Rci1xq6C2mUW4Jy3rag6...zDL1aFcSAGFAutxBYCFwusk4pTxTY2NJF2fr3CVEF8EQxLit6ZRWQREzCLPkJuGrP6oFwqpbWb8EWBy9bmJi9Lkrr62YiJe6zBH3X3AUvNzKGitnHLARP3iWCD.gif

@baizid123

Sort:  
 last year 

ভাই আপনার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম যে মানুষের গায়ের রং দেখে বিচার করা যাবে না।মানুষের মন দেখে বিচার করতে হবে। আপনি আসলেই ঠিক বলেছেন যে কালো সাদা সব আল্লাহর সৃষ্টি এখানে কারো হাত নেই। তাই আমরা মানুষ কালো হোক আর সাদা হোক আমরা কোন মানুষকেই ছোট করবো না। আমরা সব মানুষকেই সম্মান করবো।এতে আল্লাহ তায়ালা খুশি হবে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। আপনার পোস্ট টা পড়ে অনেক কিছু জানতে পারলাম।আল্লাহ হাফেজ
#miwcc

 last year 

এভাবে আমরা যদি সবাই বুঝতে পারি তাহলে মানুষের মধ্যে এত ভেদাভেদ থাকত না যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি মন্তব্য উপস্থাপনা করার জন্য।

#miwcc

Loading...
 last year 

কালো বলে আমরা তাকে অনেক অবহেলাও করে থাকি হয়তো বা আমরা তার সামনে কোনো কথা ভালো ভাবে না বলতে চাইলেও বলে থাকি কারণ সে মনে অনেক কষ্ট পাবে বলে সে কালো বলে তাদের সাথে ঠিকভাবে কথা আমরা বলতে চাই না।

স্রষ্টার ইচ্ছাতেই মানুষের শরীরের রং কালো বা ফর্সা।
স্রষ্টা যেমনভাবে চেয়েছেন তিনি তেমনভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। সেই স্রষ্টার সৃষ্টি মানুষ হয়ে আবার সেই স্রষ্টার অতুলনীয় সৃষ্টি মানুষকেই অবহেলা, অবজ্ঞা করি। কারও শরীরের রং দেখে যখন আমরা উপহাস করি তখন আমাদের ভাবা উচিত স্রষ্টা চাইলে আমাদের শরীরেও ঐ রং দিতে পারতেন।

#miwcc

 last year 

ঠিক বলেছেন আমরা মানুষকে উপহাস করে থাকি তার গায়ের রং দেখে সৃষ্টিকর্তা চাইলে আমাদের রোগ গায়ের রং তাদের মত করে দিতে পারে উপোশ করা কখনোই ঠিক নয়।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

#miwcc

 last year 

তাদের গায়ের রং কিন্তু কালো হতে পারে কারণ মানুষের যতগুলো বর্ণনা আছে সব গুলো সৃষ্টিকর্তা ঠিক করে পাঠিয়ে দিয়েছেন কার ঘরে কাল সন্তান হবে বা কার ঘরে পরিষ্কার সন্তান হবে এগুলো আমাদের হাতে নয় সব কিছু সৃষ্টিকর্তার হাতে।

গায়ের রং ফর্সা বা কালো হওয়ার, পেছনে কোন মানুষের কোন হাতে নয়। এটা তো আমাদের সৃষ্টিকর্তা অপরুপ নেয়ামত।

আমরা সবাই জানি, আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী অল্প কয়েক দিনের জন্য এসেছি। কিন্তু তার পরেও আমরা অহংকার করি,এই অহংকার কেউ দেখায় টাকা পয়সার, আবার কেউবা দেখায় সৌন্দর্য এর,এটা করা আমাদের পক্ষে মোটেও ঠিক নয়।

কাল বা সৌন্দর্য দেখে, কখনো মানুষকে বিচার করবেন না। একটা কথা মাথায় রাখবেন আমরা সবাই মানুষ।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

আমরা সবাই জানি, আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী অল্প কয়েক দিনের জন্য এসেছি। কিন্তু তার পরেও আমরা অহংকার করি,এই অহংকার কেউ দেখায় টাকা পয়সার, আবার কেউবা দেখায় সৌন্দর্য এর,এটা করা আমাদের পক্ষে মোটেও ঠিক নয়।

ঠিকই বলেছেন আপু কেউ টাকার অহংকার করে আবার কেউ রুপ সৌন্দর্য নিয়ে অহংকার করে।
আজ মরলে কাল দুই দিন এই দুনিয়ার দুইদিন অতিথি হিসেবে আমরা সবাই এসেছি কিসের এত অহংকার।

অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

#miwcc

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.030
BTC 57530.32
ETH 2439.32
USDT 1.00
SBD 2.37