আজকের ফটোগ্রাফি কিছু ফুলের

in Incredible India2 years ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ পাকের অসীম রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।

বারে বারে চলে আসি আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আপনাদের মাঝে কিছু শেয়ার না করতে পারলে আমার ভালো লাগেনা তাই তো বারে বারে চলে আসি প্রতিদিন নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

বন্ধুরা আজকে আপনাদের সামনে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ফটোগ্রাফি গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

প্রথম ফুল।

IMG_20221222_080722.jpg

IMG_20221222_080721.jpg

IMG_20221222_080719_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

মিষ্টি কুমড়ার ফুল ফুলগুলো দেখতে একটু বড় হলেও দেখতে অনেক সুন্দর ফুলগুলোর কালার হলুদ রঙ্গের আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছিলো বলে আপনাদের মাঝে শেয়ার করছি মিষ্টি কুমড়া আমাদের অতি প্রিয় একটি খাদ্য গাছ থেকে ফুল হয় ফুল থেকে ফল হয়।

IMG_20221222_080723.jpg

IMG_20221222_080718.jpg

IMG_20221222_080705_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

গাছের প্রতি যত্ন নিলে অনেক ভালো কিছু আশা করতে পারেন গাছ যদি বেঁচে থাকে ফুল অবশ্যই ধরবে এবং ফলন হবে ইনশাল্লাহ গাছ যদি মারা যায় ফুল এবং ফল কোনটাই হবে না আমাদের বেশি বেশি করে গাছের প্রতি যত্ন নিতে হবে যে কোন গাছ হোক না কেন যত্ন নেওয়াটা আমাদের উচিত।

দ্বিতীয় ছবি।

IMG_20230213_191233_1.jpg

IMG_20230213_191217.jpg

IMG_20230213_191151_2.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

সিম গাছের ফুল দেখতে অনেক সুন্দর সেটি দেখতে অনেক ভালো লাগছিলো বন্ধুরা মালয়েশিয়ার সিম গাছ গুলো বারোমাস বেচে থাকে এবং বারো মাস ফুল হয় এবং বারো মাস সিম ধরে এটি দেখে আমার অনেক ভালো লাগছিলো সিম গাছের ফুল গুলো দেখতে অনেক ভালো ছিলো আশা করবো সিম গাছের ফুল গুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।

IMG_20230213_191226.jpg

IMG_20230213_191205.jpg

IMG_20230213_191151.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

সিম গাছ গুলো অনেক যত্ন থাকে গাছগুলোর একটি সুবিধা গাছ গুলোতে পানি দেওয়া লাগে না কারণ মালয়েশিয়াতে প্রতিদিনই বৃষ্টি হয় যার কারণে গাছের গোড়ায় পানি দেওয়া লাগে না কিন্তু গাছগুলোর প্রতি অনেক যত্ন নেয়া হয় না হলে গাছগুলো এতো দিন ধরে বাঁচতো না।

তৃতীয় ফুল।

IMG_20230213_190738_1.jpg

IMG_20230213_190653.jpg

IMG_20230213_190650.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

পাল্লা গাছের ফুল আমরা সবাই চিনি এবং পল্লা আমাদের অতি প্রিয় একটি খাদ্য পল্লা গেছে অনেক পাল্লা হয়ে ছিলো এবার কিন্তু অনেক পাল্লা নষ্ট হয়ে গিয়েছে কিসের জন্য নষ্ট হয়ে গিয়েছিলো সেটি আমি সঠিক বুঝে উঠতে পারি নাই।

IMG_20230213_190726_1.jpg

IMG_20230213_190701_1.jpg

IMG_20230213_190700.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

কিন্তু পাল্লা গাছের ফুল ফোটে যখন অতিরিক্ত রোধ থাকে তখন ফুল গুলো ফুটন্ত অবস্থায় দেখা যায় যদি বিকাল টাইম গড়িয়ে আসলে ফুলগুলো আপন আসতে বুজে যায় বা যেদিনকে রোদ থাকে না ফুলগুলো দেখা যায় না এটি আমার কাছে অন্যরকম মনে হয়েছিলো।

আসলে আমাদের আল্লাহর দেয়া অনেক নেয়ামত এর বিষয়ে আমরা জানি না কিন্তু আল্লাহর দেয়া উপহারগুলো আমরা সঠিক ভাবে উপভোগ করতে পারি না আল্লাহ আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর ফুল উপহার দিয়েছেন যে সেগুলো আমাদের দেখার সময় হয়ে ওঠে না।

IMG_20230213_191117.jpg

IMG_20230213_190757.jpg

IMG_20221222_080719_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

যে কোন জিনিসের প্রতি কিছুটা সময় দিলে পৃথিবীটা কতো সুন্দর এবং চারিপাশে কত সুন্দর সুন্দর ফুল আছে সেগুলো আমরা উপভোগ করতে পারতাম কিন্তু আমাদের ব্যস্ততার জীবনের মাঝে আমরা আল্লাহ দেয়া উপহারগুলো দেখিনা।

IMG_20230213_191146_1.jpg

IMG_20230213_190811_1.jpg

IMG_20221222_080703_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

আমি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমরা পৃথিবীতে আছি কিছু দিনের অতিথি হয়ে আমরা যদি কিছুটা সময় আমাদের প্রকৃতির দিকে একটু লক্ষ্য করি তাহলে অনেক কিছুই উপভোগ করতে পারি আমার কাছে ফুল অনেক ভালো লাগে এবং আরো বেশি ভালো লাগে ফুলের ফটোগ্রাফি করতে।

বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন স্বর্গ দেয় আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া রাখবেন এবং পাশাপাশি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ব্লকটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলোএবং ফুল সম্পর্কে লেখাগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এত সুন্দর ফুলের ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন গাছের যত্ন আমাদের প্রত্যেকেরই উচিত। গাছের যদি যত্ন ঠিক মতো না নেই, গাছের ভালো ফলন আমরা আমাদের ইচ্ছে মতো আসা করতে পারি না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনি আমার পোষ্টটি পড়ে অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 94692.02
ETH 3236.92
USDT 1.00
SBD 3.29