অহংকার পতনের মূল

in Incredible Indialast year (edited)

অহংকার পতনের মূল
অহংকার কখনোই কাউকে ছেড়ে দেয় না মানুষের প্রতি অহংকার করলে মানুষ মনে কষ্ট পেলে অভিশাপ দিলে একদিন না একদিন ঠিকই সেই অভিশাপ কাজে লেগে যায় তাই বলা হয়েছে অভিশাপ পতনের মূল।

angry-man-274175_1920.jpg

Source

আজ আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে বলে এতো অহংকার কাল যদি টাকা-পয়সা না থাকে বাড়ি গাড়ি না থাকে তাহলে কিসের অহংকার এত আজ মরলে কাল দুই দিন আজকে যদি মারা যাই আমরা তাহলে কালকের সবকিছুই মিটে যাবে আমাদের এই পৃথিবীর বুক থেকে নাম ও নিশান।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwumck7cf6hvy4pHnRcGbsKFhJZ4X6uMw8BqwRP52xsdYFpYioEfCK21cvbgSDJCG3W4fJUrJ7Cr6s1GZc...gng5GAxLonyvUy6sBaUouvdtKVj8KTd5eM3oTvnwzMCkDqGV3faWVHeF6VHr1dQebbrXtExpifMJDn9Ca1UWfkYzVfoc5szJP7kd4nEhRgjxeXYSK68w5BZqj4.png

কিছু বাস্তব কথা
কথাগুলো যদি কারোর মনে আঘাত লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই কিন্তু আমার দেখা চোখে অহংকার খুবই খারাপ একটি জিনিস তার বিষয়ে কিছু কথা আজ আপনাদের মাঝে শেয়ার করবো।

একটি মানুষের আজ অনেকগুলো টাকা পয়সা অনেকগুলো বাড়ি গাড়ি আছে বলে সে মাটির পথ দিয়ে হাটে না তার চোখ সব সময় উপরে থাকে নিচে কি হচ্ছে কিনা সেটি একবারও ভাবেনা।

কিছু গরিব মানুষ যদি সেই বড় লোকের বাড়ি যায় তাহলে তার প্রতি অনেক অহংকার করে বসে যেমন তার বাসার গেট থেকেই তাড়িয়ে দেয় কিন্তু ওই গরীব মানুষটি যদি তার একটু অভিশাপ দেয় তাহলে সেই অভিশাপ কাজে লেগে যায় হাড়ে হাড়ে।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwumck7cf6hvy4pHnRcGbsKFhJZ4X6uMw8BqwRP52xsdYFpYioEfCK21cvbgSDJCG3W4fJUrJ7Cr6s1GZc...gng5GAxLonyvUy6sBaUouvdtKVj8KTd5eM3oTvnwzMCkDqGV3faWVHeF6VHr1dQebbrXtExpifMJDn9Ca1UWfkYzVfoc5szJP7kd4nEhRgjxeXYSK68w5BZqj4.png

আপনার যতই
টাকা-পয়সা থাকুক না কেন মরতে আমাদের একদিন ঠিকই হবে আমরা আজ টাকা পয়সা আছে বলে এত অহংকার করছি কাল যদি মারা যায় তাহলে মানুষ জন আমাদেরকে অনেক খারাপ বলবে কারন আমরা শুধু জীবনে বেঁচে থাকতে টাকা-পয়সাই চিনেছি কখনো মানুষের ভালোবাসা চিনি নাই।

বাঁচতে হলে জীবনে টাকার দরকার আছে কিন্তু টাকাটি সৎপথে উপার্জন করে জীবন যাপন করাটাই ভালো অসৎ পথের টাকা কামাই করে আলিশান ঘরবাড়ি করে কোন লাভ নাই কারণ মরে যাওয়ার পরে একদিন না একদিন ঠিকই আমাদেরকে এই হিসাব দিতেই হবে।

stress-1331259_1920.jpg
Source

আপনি প্রচুর পরিমাণে টাকা কামাই ছেন কিন্তু কখনও দান করেননি দান খুবই একটি জরুরী জিনিস দান করলে কখনোই টাকা-পয়সা কমে না আল্লাহ তায়ালা আরো বাড়িয়ে দেন আল্লাহ তা'আলা সবকিছুই সহ্য করতে পারে কিন্তু অহংকারী কে কখনোই সহ্য করতে পারে না।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwumck7cf6hvy4pHnRcGbsKFhJZ4X6uMw8BqwRP52xsdYFpYioEfCK21cvbgSDJCG3W4fJUrJ7Cr6s1GZc...gng5GAxLonyvUy6sBaUouvdtKVj8KTd5eM3oTvnwzMCkDqGV3faWVHeF6VHr1dQebbrXtExpifMJDn9Ca1UWfkYzVfoc5szJP7kd4nEhRgjxeXYSK68w5BZqj4.png

মানুষের মধ্যে
ভেদাভেদ না রেখে আমরা সবাই এগিয়ে আসলে আমাদের সমাজ এবং দেশের উন্নতি হবে নিজের চিন্তা করে শুধু কখনোই জীবন যাপন করা যায় না অপরকে সাহায্য করে যে আনন্দ টি পাওয়া যায় সেই আনন্দ টির মাঝে আর কিছুই নাই অহংকার করলে আপনার পাশে কেউই কখনোই আসবেনা আপনি একটি বিপদে পড়লে কেউ এসে আপনার হাতটি ধরে তুলবে না সেই মানুষটা আপনি কখনোই পাবেন না।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfVNJ4DR1vbVsQjeT3Cwhxo...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

Sort:  
 last year 

অহংকার পতনের মূল কথাটা সম্পূর্ণ বাস্তব অহংকার করবে তার স্তর হবে একদম নিম্নস্তর।

দুনিয়াতেও তার স্তর থাকবে নিম্ন এবং আখেরাতেও তার স্তর থাকবে নিম্ন। আল্লাহ তাআলা অহংকার কারী ব্যক্তিকে পছন্দ করেন না। কেননা যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহ তায়ালার চাদর নিয়ে টানাটানি করে। সুতরাং অহংকার থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।

ধন্যবাদ জানাই খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আমার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Loading...
 last year 

আপনি একদম ঠিকই বলেছেন। অহংকার পতনের মূল। যে মানুষটা অনেক বেশি অহংকার করে। সে মানুষের জীবনে কিন্তু বেশিদিন এক জায়গায় টিকে ক থাকতে পারে না। কোন না কোন ক্ষেত্রে সে মানুষটা ধ্বংস হয়ে যায়।

মানুষের অহংকার নিয়ে আপনি অনেকগুলো কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

আপনি আপনার মূল্যবান সময় দিয়ে অনেক সুন্দর একটি কমেন্ট করে গিয়েছেন আমার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে অহংকার না করে আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ না রেখে একসাথে কাজ করাই ভালো কারণ অহংকার করলে তার একদিন পতন হবেই এটাই সত্য।

 last year 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আমার পোস্টে পড়ে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

 last year 

সর্বশেষ কথা হলো, আমার সম্পদ, আমার টাকা পয়সা। এসবের মালিক আমি না। এসবের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর সম্পদ নিয়ে কেন অহংকার করবো.? যে অহংকার করে আর যে অহংকার না করে, দু'জনেরই স্থান কিন্তু সারে তিন হাত মাটির ঘরে৷

এই টাকা এই সম্পদ কিছুই যাবে না সাথে, খালি হাতে যেতে হবে সারে তিন হাত কবরে৷ যদি করে থাকো পুন্যের সঞ্চয়, তাহলে সেটাই হবে তোমার সাথি। ভালো থাকবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আমার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43