আজকের ফটোগ্রাফি পোস্ট।

in Incredible India2 years ago

উত্তম দুপুরে মেঘলা আকাশের ফটোগ্রাফি এবং কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আবারো আপনাদের মাঝে চলে আশা আশা করব ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20230523_163611.jpg

IMG_20230523_163554.jpg

কাজের সময় হঠাৎ করে আকাশের দিকে চোখটা চলে গিয়েছিলো নীল আকাশের মাঝে সাদা মেঘ গুলো দেখে অনেক ভালো লাগছিলো কিছু ফটোগ্রাফি ধারণ করছিলাম আকাশের দিকে তাকালে খুবি ভালো লাগে এমন দৃশ্য দেখতে।

IMG_20230522_160230.jpg

IMG_20230522_160218.jpg

IMG_20230522_160209.jpg

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে হতাশ হয়ো না নিরাশ হয়ো না আমি সব দেখছি আমি সব শুনছি সব এক দিন ঠিক হয়ে যাবে।

IMG_20230524_212338.jpg

IMG_20230524_212313.jpg

IMG_20230522_160111.jpg

অতিরিক্ত মন খারাপ থাকলে আকাশের দিকে তাকালে নিজেদের মন ভালো হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ আকাশের দিকে সুন্দর মুহূর্ত থাকে এবং সেই মুহূর্ত গুলো দেখলে নিজেদের মন ভালো হয়ে যায়।

IMG_20230521_174355.jpg

IMG_20230521_174327.jpg

IMG_20230521_174319.jpg

এবং কিছু ফুল আশেপাশে আছে যেগুলো দেখলে খুব ভালো লাগে কারণ এই ফুল গুলো যেন সব সময় হাসি খুশি ভাবে তাকিয়ে থাকে আমাদের দিকে সে বলে আমি ভালোবাসতে চাই আমি ভালোবাসার জিনিস আমাকে একটু ভালোবাসো।

IMG_20230422_085738.jpg

IMG_20230523_163554.jpg

IMG_20230521_174140.jpg

ফুল একটি পবিত্র জিনিস ফুল ভালোবাসি আমরা সবাই ফুল গাছকে যত্ন নিয়ে থাকি আমরা সবাই ফুল ভালোবাসে না আমাদের পৃথিবীতে এমন মানুষ খুবি কম দেখা যায়।

IMG_20230521_174149.jpg

IMG_20230521_174124.jpg

IMG_20230521_174117.jpg

আমাদের আশে পাশে যে ফুল গুলো আছে সে গুলো দেখলে আমার খুবি ভালো লাগে কারণ এমন ফুল দেখলে সবার ভালো লাগার কথা যখন ফুল গুলোর কাছে আমি যাই তখন মনে হয় ফুল গুলো অনেক হাসি খুশি ভাবে আমাদের কাছে চলে আসতে চাই।

IMG_20230521_174647.jpg

IMG_20230521_174513.jpg

IMG_20230521_174508.jpg

আমরা সব সময় যে গুলো আমাদের আশে পাশে ফুল দেখতে পায় সেই ফুল গুলোর সাথে বেশি পরিচয় থাকি কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ির আঙিনায় অনেক আছে যে গুলো দেখলে আমাদের অনেক ভালো লাগে।

IMG_20230413_190840.jpg

IMG_20230413_190839.jpg

IMG_20230413_190825.jpg

ফুল চাষ না করেও ফুলের সুবাস নেয়া যায় ফুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় শুধু একটু সময়ের প্রয়োজন সময় করে ঘর থেকে বেরিয়ে আপনার আশে পাশে একটু ঘোরাফেরা করলে এমন ফুল অনেক দেখতে পাবেন যে গুলো দেখলে আপনার অনেক ভালো লাগবে।

IMG_20230524_115943 (1).jpg

IMG_20230524_115906 (1).jpg

IMG_20230524_115902 (1).jpg

ফুল গুলো একটু গাছ-গাছালি এর মধ্যে থাকলেও সেই ফুল গুলো যখন ফুটে ছিলো তখন অনেক সুন্দর দেখাচ্ছিলো আমি কিছুটা সময় একটু বের হয়েছিলাম ঘোরাফেরা করেছিলাম সেই সময়ের মধ্যেও আজ এই পুরো ফটোগ্রাফি গুলো ধারণ করা।

IMG_20230521_174656.jpg

IMG_20230521_174308.jpg

IMG_20230521_174304.jpg

আমি ফুল যেতো দেখি তাতো ফুলের প্রতি ভালোবাসা বেড়ে যায় ফুল আমাদের জীবনে খারাপ সময়ের মন ভালো করে দেওয়ার একটি জিনিস ফুল যে কোন সময় যে কোন জায়গায় উপভোগ করা যায় ফুল একটি পবিত্র জিনিস ফুলকে আমরা সবাই ভালোবাসি।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123
Sort:  
 2 years ago 
Loading...
 2 years ago 

নীল আকাশের ফটোগ্রাফিগুলো দারুন সুন্দর ভাবে তুলেছেন ৷ তার সাথে কিছু ফুলের ফটোগ্রাফি তুলেছেন ফুল গুলো বেশ সুন্দর দেখাচ্ছে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই খুবি সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত এত সুন্দর প্রকৃতির দৃশ্য ভাগ করে নেওয়ার জন্য।

বেশ করে মন খারাপ থাকলে এ সুন্দর প্রকৃতি এবং ভেসে যাওয়া মেঘ গুলোর দিকে তাকালে মনটা অনেকটাই ভালো হয়ে যায়।

সবশেষে জানাবো আপনার তোলার নীল আকাশ ও সাদা সাদা ভেসে যাওয়া মেঘ গুলোর ছবি অনেক সুন্দর উঠেছে, আপনার কাছে ইচ্ছা পোষণ করছি আমাদের মাঝে এরকম আরো বিভিন্ন পোস্ট ভাগ করে নেওয়ার জন্য।

ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য উপস্থাপনা করার জন্য খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.040
BTC 97807.69
ETH 3616.29
USDT 1.00
SBD 3.38