আজকের ফটোগ্রাফি পোস্ট।
উত্তম দুপুরে মেঘলা আকাশের ফটোগ্রাফি এবং কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আবারো আপনাদের মাঝে চলে আশা আশা করব ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
কাজের সময় হঠাৎ করে আকাশের দিকে চোখটা চলে গিয়েছিলো নীল আকাশের মাঝে সাদা মেঘ গুলো দেখে অনেক ভালো লাগছিলো কিছু ফটোগ্রাফি ধারণ করছিলাম আকাশের দিকে তাকালে খুবি ভালো লাগে এমন দৃশ্য দেখতে।
খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে হতাশ হয়ো না নিরাশ হয়ো না আমি সব দেখছি আমি সব শুনছি সব এক দিন ঠিক হয়ে যাবে। |
---|
অতিরিক্ত মন খারাপ থাকলে আকাশের দিকে তাকালে নিজেদের মন ভালো হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ আকাশের দিকে সুন্দর মুহূর্ত থাকে এবং সেই মুহূর্ত গুলো দেখলে নিজেদের মন ভালো হয়ে যায়।
এবং কিছু ফুল আশেপাশে আছে যেগুলো দেখলে খুব ভালো লাগে কারণ এই ফুল গুলো যেন সব সময় হাসি খুশি ভাবে তাকিয়ে থাকে আমাদের দিকে সে বলে আমি ভালোবাসতে চাই আমি ভালোবাসার জিনিস আমাকে একটু ভালোবাসো।
ফুল একটি পবিত্র জিনিস ফুল ভালোবাসি আমরা সবাই ফুল গাছকে যত্ন নিয়ে থাকি আমরা সবাই ফুল ভালোবাসে না আমাদের পৃথিবীতে এমন মানুষ খুবি কম দেখা যায়।
আমাদের আশে পাশে যে ফুল গুলো আছে সে গুলো দেখলে আমার খুবি ভালো লাগে কারণ এমন ফুল দেখলে সবার ভালো লাগার কথা যখন ফুল গুলোর কাছে আমি যাই তখন মনে হয় ফুল গুলো অনেক হাসি খুশি ভাবে আমাদের কাছে চলে আসতে চাই।
আমরা সব সময় যে গুলো আমাদের আশে পাশে ফুল দেখতে পায় সেই ফুল গুলোর সাথে বেশি পরিচয় থাকি কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ির আঙিনায় অনেক আছে যে গুলো দেখলে আমাদের অনেক ভালো লাগে।
ফুল চাষ না করেও ফুলের সুবাস নেয়া যায় ফুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় শুধু একটু সময়ের প্রয়োজন সময় করে ঘর থেকে বেরিয়ে আপনার আশে পাশে একটু ঘোরাফেরা করলে এমন ফুল অনেক দেখতে পাবেন যে গুলো দেখলে আপনার অনেক ভালো লাগবে।
ফুল গুলো একটু গাছ-গাছালি এর মধ্যে থাকলেও সেই ফুল গুলো যখন ফুটে ছিলো তখন অনেক সুন্দর দেখাচ্ছিলো আমি কিছুটা সময় একটু বের হয়েছিলাম ঘোরাফেরা করেছিলাম সেই সময়ের মধ্যেও আজ এই পুরো ফটোগ্রাফি গুলো ধারণ করা।
আমি ফুল যেতো দেখি তাতো ফুলের প্রতি ভালোবাসা বেড়ে যায় ফুল আমাদের জীবনে খারাপ সময়ের মন ভালো করে দেওয়ার একটি জিনিস ফুল যে কোন সময় যে কোন জায়গায় উপভোগ করা যায় ফুল একটি পবিত্র জিনিস ফুলকে আমরা সবাই ভালোবাসি।
Device | Name |
---|---|
Android | VivY77 /v2169 vivo |
Camera | focal length:26mm(equivalent to 35mm focal length film) |
Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
Short by | @bayezid123 |
নীল আকাশের ফটোগ্রাফিগুলো দারুন সুন্দর ভাবে তুলেছেন ৷ তার সাথে কিছু ফুলের ফটোগ্রাফি তুলেছেন ফুল গুলো বেশ সুন্দর দেখাচ্ছে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাই খুবি সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত এত সুন্দর প্রকৃতির দৃশ্য ভাগ করে নেওয়ার জন্য।
বেশ করে মন খারাপ থাকলে এ সুন্দর প্রকৃতি এবং ভেসে যাওয়া মেঘ গুলোর দিকে তাকালে মনটা অনেকটাই ভালো হয়ে যায়।
সবশেষে জানাবো আপনার তোলার নীল আকাশ ও সাদা সাদা ভেসে যাওয়া মেঘ গুলোর ছবি অনেক সুন্দর উঠেছে, আপনার কাছে ইচ্ছা পোষণ করছি আমাদের মাঝে এরকম আরো বিভিন্ন পোস্ট ভাগ করে নেওয়ার জন্য।
ধন্যবাদ ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য উপস্থাপনা করার জন্য খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।