রুটি এবং আইসক্রিম খাওয়ার মুহূর্ত।
আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আমি আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আমার আইসক্রিম খাওয়ার পোস্টে বলেছিলাম আপনাদের মাঝে আমি রুটি এবং আইসক্রিম খাওয়ার মুহূর্ত অবশ্যই শেয়ার করব তাই আজ আপনাদের মাঝে চলে এসেছি।
আসলে আইসক্রিম এবং রুটি এক সাথে খাওয়ার মজাই আলাদা ছিলো কিন্তু গতকালকে আমার একটু সমস্যার কারণে আমি পোস্ট করতে পারিনি অবশ্যই গতকালকে আইসক্রিম এবং রুটি খাওয়ার মুহূর্ত শেয়ার করতে চেয়েছিলাম হঠাৎ করে একটি আমার সাথে দুর্ঘটনা ঘটে যায় তাই আপনাদের মাঝে এই সুন্দর মুহূর্ত শেয়ার করতে কালকে পারিনি।
আপনারা সবাই জানেন আমি বাহিরে থাকি এবং আমাদের নিজেদের রান্না নিজেদের করে খেতে হয় ঠিক কালকের আমি রান্না করছিলাম তেলাপিয়া মাছ এবং বিকেলে আইসক্রিম খাওয়ার মুহূর্ত ফটোগ্রাফির ধারণ করি রেখেছিলাম এবং ভেবেছিলাম রান্না করে এসে লিখতে বসবো কিন্তু রান্না করে নিয়ে আসার সময় হাত থেকে তরকারি রান্না সব পড়ে যায় এবং পায়ে গরম ঝোল লেগেছিল যার জন্য কালকে লেখা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি।
তাই দোকান থেকে গিয়ে আবার ডিম নিয়ে এসে রান্না করি এবং রাতে ও দুপুরে খেয়েছিলাম আজকে। যাইহোক প্রতিদিনের মতো কালকের ও কাজ থেকে রুমে যাওয়ার সময় দেখি আইসক্রিম ওয়ালা চলে এসেছে এবং ভেবেছিলাম আজ রান্না একটু দেরি করে যখন করব তাহলে আজ রুটি কিনে খেয়ে দেখি আমি আগেও বলেছিলাম রুটি দিয়ে আইসক্রিম খাওয়া আমার হয়নি।
তাই গতকালকে রুটি ও আইসক্রিম কিনে খেয়েছিলাম যা খেতে অসাধারণ ছিলো আমি বলেছিলাম সুস্বাদু হবে সত্যিই খেতে অনেক সুস্বাদু ছিলো এক পিস রুটি ও আইসক্রিম তার মূল্য ছিলো মালয়েশিয়ার ৪ রিংগিত যার বাংলাদেশের মূল্য ছিলো দুইশত টাকা যাইহোক টাকা কম বেশি সেটি বড় কথা নয় কথা ছিলো খাওয়ার আনন্দ এবং মনে চাইলে অবশ্যই সেই জিনিসটি খেতে হবে।
আমি যখন দেখতাম অন্য মানুষেরা এই জিনিসটি খাওয়া-দাওয়া করত তখন তারা খুবই আনন্দের সাথে উপভোগ করতো এবং আমিও কালকের খাওয়া-দাওয়ার সাথে উপভোগ করেছিলাম কিন্তু রাতে একটি দুর্ঘটনার জন্য অবশ্যই আমি আপনাদের মাঝে সেই জিনিসটি শেয়ার করতে পারিনি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তাই আজ চলে এসেছি আপনাদের মাঝে সেই আনন্দ ভাগ করে নেয়ার জন্য এবং আশা করব রুটি ও আইসক্রিম আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
এবং এই জিনিসটি আজ আপনাদের মাঝে তুলে ধরার কারণ আছে কারণটি আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশের মানুষেরা খুবই কম মানুষ জানে রুটি ও আইসক্রিম একসাথে খাওয়া যায় সত্য কথা বলতে আমি বাংলাদেশে থাকতে নিজেও জানতাম না রুটি ও আইসক্রিম খাওয়া যায় মালয়েশিয়ায় আসার পর এই জিনিসটি দেখে আমার কাছে একদম নতুন ছিলো এবং আমি খেয়ে দেখেছি অনেক ভালো ছিলো।
যাইহোক বন্ধুরা আজ এখানে শেষ করছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
Device | Name |
---|---|
Android | VivY77 /v2169 vivo |
Camera | focal length:26mm(equivalent to 35mm focal length film) |
Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
Short by | @bayezid123 |
আমি আগে থেকেই অবগত আপনারা বাইরে থাকেন আর রান্না করে খান।। আজ রান্না করার তরকারি ফেলে পড়ে গেছিল এটি সত্যি অনেক কষ্টকর কারণ আপনারা অনেক কষ্ট করে রান্না করে পরে বাজার থেকে ডিম নিয়ে এসে রান্না করে দুপুরের খাবার খান।।
আজ কাজ থেকে যাওয়ার সময় রুটি ও আইসক্রিম নিয়েছিলেন দেখে বেশ ভালই লাগছিল আর খেতে ইচ্ছা করছিল ভাই।
জি ভাইয়া আপনি তো জানেন এটা আমিও জানি। এবং তরকারি পড়ে গিয়েছিল আসলে এটা অনেক কষ্টের একটি সময় ছিল সাথে সাথে আবার পায়ে একটু আঘাত লেগেছিল অবশ্যই আশা করি খুবই দ্রুত সেরে যাবে। যাইহোক আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।
শুনে খারাপ লাগলো আপনি পায়ে আঘাত পেয়েছেন।। আসলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের সাথে কিছু ঘটে যায় এটি সত্যি অনেক কষ্টের বিষয়।
রুটি এবং আইসক্রিম খাওয়ার মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন,, আমার তো জ্বিভে পানি এসে গেছে। কারন আমি আইসক্রিম খুব পছন্দ করি,, কিন্তু শীতের সময় একদম খাওয়া হয় না, আর আপনাদের মতো এত উন্নত মানের আইসক্রিম পাওয়া যায় না,, পাওয়া যায় সেটা সাতক্ষীরা চাইনা বাংলাতে, তরকারি রান্না সব পড়ে যায় এবং পায়ে গরম ঝোল লেগেছিল যার জন্য কালকে লেখা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। একটু তো সাবধানে চলবেন,, একটা দূর্ঘটনা ঘটলে কিন্তু দেখার মানুষ নাই ওটা প্রবাস,, এবার থেকে সাবধানে চলার চেষ্টা করবেন।
অবশ্যই সব সময় সাবধানে চলার চেষ্টা করি কিন্তু দুর্ঘটনা কিভাবে আমাদের সামনে চলে আসে আমরা জানি না। দুর্ঘটনা কখনো বলে আসে না তাই তো কালকের এমন একটি ঘটনা ঘটে গেলো যা আমার জন্য অনেক খারাপ ছিলো। এবং আপনি ঠিক কথাই বলেছেন আমাদের সাতক্ষীরায় চায়না বাংলাতে অনেক ভালো আইসক্রিম বা ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপনার সুন্দর মন্তব্য জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।
রান্না করার সময় মাঝে মাঝে এমন দূর্ঘটনার শিকার হতে হয় আমাদের না চাইতেও । আপনার পায়ে গরম তরকারীর ঝোল লেগেছে জেনে কস্ট পেলাম। জানি সাবধানেই কাজ করেন তারপরও আরেকটু সাবধানে কাজ করবেন।
রুটি দিয়ে আইসক্রিম দিয়ে খাই নাই কখনো কিংবা ভাবি নাই এভাবে খাওয়ার কথা। তবে আপনাকে খেতে দেখে মনে হচ্ছে ভালোই লাগবে। নেক্সট টাইম মনে থাকলে ট্রাই করে দেখবো।
শুভকামনা রইলো আপনার জন্য।
জি আপু অধিকাংশ মানুষই এই কথা বলবেন কারণ আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশে এইভাবে কখনো বিক্রি করা হয় না এবং আমি দেখিনি। এখানে এই জিনিসটি অনেক মানুষের পছন্দ এবং এটি খুবই সুন্দর ভাবে উপভোগ করে তারা খাওয়ার সময়। আমার রান্না করার সময় কাল প্রথম এমন একটি ঘটনা ঘটেছে এবং সব সময় চেষ্টা করেছি কিন্তু দুর্ঘটনা যে কিভাবে আসলো বুঝতে পারলাম না। যাইহোক আপনার সুন্দর মন্তব্য জানো ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
আইসক্রিম দিয়ে রুটি এই কথাটা মনে হয় এই প্রথম শুনেছি। আমি আইসক্রিম খেতে তো খুব ভালোবাসি সেটা হয়তো আগের কমেন্টে পড়েছেন। কিন্তু রুটি দিয়ে আইসক্রিম কখনো খেয়ে দেখিনি এটা স্বাদ কেমন হয়। তবে দেখে তো বেশ লোভনীয় লাগছে আশা করছি খেতেও দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু অবশ্যই খেতে অনেক ভালো ছিলো তাইতো আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এবং শুধু আপনি বলে নয় এটা সব মানুষই বলবে কারণ আমাদের বাংলাদেশের রুটি এবং আইসক্রিম দেখা যায়নি এখনো পর্যন্ত। এবং অবশ্যই আমি আপনার আগের কমেন্ট পড়েছিলাম এবং জেনেছিলাম আপনি আইসক্রিম খেতে অনেক পছন্দ করতেন । যাই হোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
আপনার রান্না করা খাবার হাত পড়ে আপনার শরীরে লেগেছে।এটা জেনে খুবই কষ্ট পেলাম।এমনিতেই বাইরের জীবন অনেক কঠিন।সব কিছু নিজেকে করতে হয়।সময়ের দাম সেখানে অনেক।তার উপর যদি রান্নার শেষে এসে এমন ঘটনা ঘটে তাহলে খুব কষ্ট হয়।
এরপর আপনি আইসক্রিম আর রুটি খেয়েছেন।এটা একদমই অভিনব খাবার।বাংলাদেশে এমন খাবার এখনো দেখি নাই।
যাই হোক সাবধানে থাকবেন, ভালো থাকবেন।
জি ভাইয়া বাহিরের সময়ের অনেক মূল্য আছে কারণ এখানে সারাদিন কষ্ট করে এসে নিজেদের রান্না করে খেতে হয় এবং সেই খাবারটি যদি নষ্ট হয়ে যায় তখন অনেক খারাপ লাগে নিজের কাছে। আমি জানি আমাদের বাংলাদেশে এমন খাবার এখনো দেখা যায়নি যার জন্য আমি আপনাদের মাঝে এই জিনিসটা শেয়ার করার জন্য অনেক আনন্দিত ছিলাম। যাইহোক আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবে।
বাহিরে সময়ের মূল্য দেয় বিধায় তারা আজ অনেক উন্নত। রান্না করে খেতে আগে খুব বিরক্ত লাগত।এখনো যদি দৈনিক রান্না করে খাওয়া লাগে তবে ভালো লাগবে না।কিন্তু কি আর করা,অন্যদের খাবার আমাদের মতো না।তাই নিজের দেশের খাবার নিজেকেই করে খেতে হচ্ছে। ধন্যবাদ।
গতকালে পোস্ট করতে পারেন নি কোন এক দুর্ঘটনার কারনে কিন্তু সেই পোস্ট আজকে আমাদের মাঝে নিয়ে হাজির হয়েছেন ৷ আপনি রুটি এবং আইসক্রিম খাওয়ার মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ রুটি আমরা সবাই কমবেশি খাই সকাল বেলা নাস্তা করার জন্য ৷ তারপর আবার আইসক্রিম মাঝে মাঝে খাওয়া হয় ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ। এবং আমার দুর্ঘটনাটি ঘটেছিল আমাদের রান্না করা তরকারি আমার হাত থেকে পড়ে যায় এবং আমার পায়ে এসে তার গরম তরকারির ঝোল এসে লাগে যার জন্য আমি পোস্ট আপনাদের মাঝে গতকালকে শেয়ার করতে পারিনি তাই আজ আপনাদের মাঝে আমি চলে এসেছিলাম। এবং আপনি ঠিক কথাই বলেছেন রুটি আমরা সবাই কমবেশি খেয়ে থাকি সকালে নাস্তা হিসাবে এবং আইসক্রিম তো গরমের সময় আমরা সবাই সুন্দর করে আনন্দের সাথে খেয়ে থাকি।
সত্য কথা বলতে, জীবনে অনেক খাবার খেয়েছি। কিন্তু আইসক্রিম দিয়ে যে রুটি খাওয়া যায় তা জানতাম না৷ নতুন আইটেম দেখালেন ভাই৷ একটু টেস্ট করে দেখতে হবে একদিন৷ গরম তরকারি আপনার গায়ে পড়েছে, শুনে খুব খারাপ লাগলো৷ গরম তরকারি গায়ে পড়লে গা ঝলসে যায় এবং ক্ষত থাকে বহুদিন পর্যন্ত। আপনার সুস্থতা কামনা করছি ভাই।
জি ভাই আপনি ঠিক কথাই বলেছেন গরম তরকারি গায়ে পড়লে অনেক সমস্যা হয়ে থাকে সাথে সাথে কিছু মলম ব্যবহার করেছি আশা করি খুবই দ্রুত সুস্থ হয়ে যাব আপনার সুস্থতা কামানোর জন্য ধন্যবাদ। এবং এটা সত্য যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এই খাবার একদম নতুন এবং এই জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক আনন্দিত।
এই ধরনের আইসক্রিম খাওয়া তো দূরের কথা আমি কখনো নাম শুনি নাই। কিন্তু আজকে আপনার পোস্টে আইসক্রিম গুলো দেখে বেশ ভালো লাগছে। অনেকটা বেশি লোভনীয় দেখাচ্ছে। আপনি তরকারি রান্না করতে গিয়ে আপনার তরকারিটা একেবারেই পুড়ে গিয়েছে। আসলে পুরুষ মানুষ হয়েও রান্না করে খাবার খেতে হয় এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। যাই হোক অবশেষে আবারো আপনি রান্না করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে ধৈর্য ধারণ করে আবার রান্না করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
জি আপু যেহেতু তরকারি সব পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে তাই রাতে এবং দুপুরে খাওয়ার জন্য আবার রান্না করতে হয়েছিল এবং ধৈর্য না ধরে আর কোন পথ ছিলো না। অবশ্যই যদি বাংলাদেশে এই সমস্যাটি হয়ে থাকতো তাহলে আমি হোটেল থেকে গিয়ে খেয়ে আসতাম কারণ আবার রান্না করা আমার জন্য অনেক কষ্টের একটি বিষয় ছিলো। আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাল এবং সুস্থ থাকবেন।
রুটি দিয়ে আইসক্রিম খাওয়া বিষয় টি সম্পূর্ণ নতুন একটি জিনিস দেখলাম,দেখেই মনে হচ্ছে জিনিসটা খেতে অসাধারণ হয়েছে।
তবপ আপনার সাথে হওয়া দুর্ঘটনা টা শুনে খারাপ লাগলো।
সাবধানে থাকবেন।।
আওনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
জি আপু এটা একদম নতুন তাইতো আপনাদের মাঝে এটি নিয়ে আমি চলে এসেছি এবং খেতে অনেক ভালো লাগছে আপনিও একদিন চেষ্টা করে দেখতে পারেন আপনার কাছে অনেক ভালো লাগবে। এবং মানুষের জীবনে দুর্ঘটনা কখন কিভাবে আসবে আমি নিজেও বলতে পারি না এমন একটি ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারিনি অবশ্যই নিজের সাবধানে চলি তবুও কিভাবে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে। আপনার সুন্দর মন্তব্য জন ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।